ETV Bharat / state

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাফিয়া পুষছেন : রাজু ব্যানার্জি - bjp

"মুখ্য়মন্ত্রী মাফিয়া পুষছেন।" বললেন রাজু ব্যানার্জি

সাংবাদিক বৈঠকে রাজু ব্য়ানার্জি
author img

By

Published : Feb 27, 2019, 5:46 PM IST

বাঁকুড়া, ২৭ ফেব্রুয়ারি : "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাফিয়া পুষছেন।" আজ বাঁকুড়ায় একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি।

বাঁকুড়া লোকসভা নিজেদের দখলে চায় BJP। আর তার জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। বৈঠক চলাকালীন রাজ্যে মাফিয়া রাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বলেন, "এই রাজ্যে গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাফিয়া পুষে রেখেছেন। রাজ্যজুড়ে মাফিয়া রাজ চালানো হচ্ছে। বীরভূম ও বর্ধমানে বালি মাফিয়া। বাঁকুড়া ও পুরুলিয়ায় কয়লা মাফিয়া চলছে।"

তিনি কুখ্যাত মাফিয়া লালার প্রসঙ্গ টেনে আনেন বৈঠকে। বলেন, "বাঁকুড়া ও পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে একটা নাম শুনতে পাচ্ছি। সে কয়লা মাফিয়া লালা। আমরা এবার অনেক জায়গায়, বিশেষ করে পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েত দখল করার পরও পঞ্চায়েত সমিতি গঠন করতে পারিনি। এর পিছনে প্রত্যক্ষভাবে নাম উঠে আসছে লালার। চার-পাঁচ বছর আগে সাইকেলে করে ঘুরত। আর এখন তার কোটি কোটি টাকা। তৃণমূলের নেতা আর পুলিশ তার থেকে টাকা নিয়ে নিরাপত্তা দিচ্ছে।" লালাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কতদিন তৃণমূল ওকে নিরাপত্তা দেয় আমরাও বুঝে নেব। আমি তো বলেছি, লালা তুই পুরুলিয়া ছেড়ে পালা। কারণ লোকসভা নির্বাচনে দিদির পুলিশ থাকবে না। দাদার পুলিশ থাকবে। তাই এতদিন যে পুলিশকর্মী ও মাফিয়ারা মিলে ভোট লুট আর মানুষ খুন করেছে তার উত্তর এই লোকসভা নির্বাচনে BJP দেবে।"

undefined




Conclusion:বাইট: রাজু ব্যাণার্জি, বিজেপি, সাধারণ সম্পাদক

বাঁকুড়া, ২৭ ফেব্রুয়ারি : "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাফিয়া পুষছেন।" আজ বাঁকুড়ায় একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি।

বাঁকুড়া লোকসভা নিজেদের দখলে চায় BJP। আর তার জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। বৈঠক চলাকালীন রাজ্যে মাফিয়া রাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বলেন, "এই রাজ্যে গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাফিয়া পুষে রেখেছেন। রাজ্যজুড়ে মাফিয়া রাজ চালানো হচ্ছে। বীরভূম ও বর্ধমানে বালি মাফিয়া। বাঁকুড়া ও পুরুলিয়ায় কয়লা মাফিয়া চলছে।"

তিনি কুখ্যাত মাফিয়া লালার প্রসঙ্গ টেনে আনেন বৈঠকে। বলেন, "বাঁকুড়া ও পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে একটা নাম শুনতে পাচ্ছি। সে কয়লা মাফিয়া লালা। আমরা এবার অনেক জায়গায়, বিশেষ করে পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েত দখল করার পরও পঞ্চায়েত সমিতি গঠন করতে পারিনি। এর পিছনে প্রত্যক্ষভাবে নাম উঠে আসছে লালার। চার-পাঁচ বছর আগে সাইকেলে করে ঘুরত। আর এখন তার কোটি কোটি টাকা। তৃণমূলের নেতা আর পুলিশ তার থেকে টাকা নিয়ে নিরাপত্তা দিচ্ছে।" লালাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কতদিন তৃণমূল ওকে নিরাপত্তা দেয় আমরাও বুঝে নেব। আমি তো বলেছি, লালা তুই পুরুলিয়া ছেড়ে পালা। কারণ লোকসভা নির্বাচনে দিদির পুলিশ থাকবে না। দাদার পুলিশ থাকবে। তাই এতদিন যে পুলিশকর্মী ও মাফিয়ারা মিলে ভোট লুট আর মানুষ খুন করেছে তার উত্তর এই লোকসভা নির্বাচনে BJP দেবে।"

undefined




Conclusion:বাইট: রাজু ব্যাণার্জি, বিজেপি, সাধারণ সম্পাদক

Intro:লালা পুরুলিয়া ছেড়ে পালা, বাঁকুড়ার সাংবাদিক সম্মেলনে তথাকথিত কল মাফিয়া উদ্দেশ্যে বললেন বিজেপি সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি।


Body:বাঁকুড়ার নতুন গঞ্জ ধর্মশালায় একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। রাজ্যজুড়ে বিস্তারক যোজনা শুরু হয়েছে দলের পক্ষে সেই বিষয়ে তিনি জানান সাংবাদিকদের। পাশাপাশি তিনি অভিযোগ করেন গত পঞ্চায়েত নির্বাচনে মাফিয়াদের কে ব্যবহার করে বিজেপিকে ভোটে জেতা স্বত্বেও বেশ কিছু জায়গায় বোর্ড গঠন করতে দেয়নি শাসকদল।
তিনি জানান আগামী লোকসভা ভোটে রাজ্যের পুলিশের কোন ভূমিকা থাকবে না আর সে ক্ষেত্রে এই সমস্ত মাফিয়াদের বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নেবে কমিশন।
এই প্রসঙ্গে তিনি বলেন দলের পক্ষ থেকে লালা নামে খ্যাত পুরুলিয়ার কল মাফিয়াকে সরাসরি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং তাকে শুধু পুরুলিয়া নয় রাজ্য ছেড়ে পালাতে বাধ্য করবে দল।


Conclusion:বাইট: রাজু ব্যাণার্জি, বিজেপি, সাধারণ সম্পাদক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.