ETV Bharat / state

Child Dead Body In Bankura: বাঁকুড়া শহরে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার একটি হাইড্রেনে এক সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Child Dead Body In Bankura)। শনিবার বিকেল মৃতদেহটি চোখে পড়ে স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Child Dead Body Found In Bankura
Child Dead Body Found In Bankura
author img

By

Published : Feb 6, 2022, 11:52 AM IST

বাঁকুড়া, 6 ফেব্রুয়ারি: বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র সতীঘাট এলাকার একটি হাইড্রেনে এক সদ্যোজাতর মৃতদেহ ভাসতে দেখা যায় শনিবার বিকেলে। বাঁকুড়ার সতীঘাটের ট্যাক্সিস্ট্যান্ডের পিছনে গন্ধেশ্বরী নদীর পাশ দিয়ে যে হাইড্রেন বয়ে গিয়েছে, সেখানেই এদিন বিকেল নাগাদ এক ব্যক্তির চোখে পড়ে সদ্যোজাতর মৃতদেহটি (Child Dead Body In Bankura)। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।

কীভাবে দেহ ওখানে এল, তা নিয়ে অন্ধকারে স্থানীয়রা। তবে, এলাকাবাসীর অনুমান, রাতের অন্ধকারেই দেহটি ফেলে গিয়েছে কেউ। সদ্যোজাতর দেহটি ছেলে না মেয়ে তা এখনও বোঝা যায়নি। অরূপ দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "পুরো বিষয়টি বাঁকুড়া সদর থানার পুলিশকে জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।"

আরও পড়ুন: মল্ল রাজাদের আমলের মোতিচুরের লাড্ডুর জিআই স্বীকৃতির দাবি বিষ্ণুপুরবাসীদের

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির বাবা-মায়ের সন্ধান করছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরাধীদের খোঁজ চলছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বাঁকুড়া, 6 ফেব্রুয়ারি: বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র সতীঘাট এলাকার একটি হাইড্রেনে এক সদ্যোজাতর মৃতদেহ ভাসতে দেখা যায় শনিবার বিকেলে। বাঁকুড়ার সতীঘাটের ট্যাক্সিস্ট্যান্ডের পিছনে গন্ধেশ্বরী নদীর পাশ দিয়ে যে হাইড্রেন বয়ে গিয়েছে, সেখানেই এদিন বিকেল নাগাদ এক ব্যক্তির চোখে পড়ে সদ্যোজাতর মৃতদেহটি (Child Dead Body In Bankura)। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।

কীভাবে দেহ ওখানে এল, তা নিয়ে অন্ধকারে স্থানীয়রা। তবে, এলাকাবাসীর অনুমান, রাতের অন্ধকারেই দেহটি ফেলে গিয়েছে কেউ। সদ্যোজাতর দেহটি ছেলে না মেয়ে তা এখনও বোঝা যায়নি। অরূপ দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "পুরো বিষয়টি বাঁকুড়া সদর থানার পুলিশকে জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।"

আরও পড়ুন: মল্ল রাজাদের আমলের মোতিচুরের লাড্ডুর জিআই স্বীকৃতির দাবি বিষ্ণুপুরবাসীদের

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির বাবা-মায়ের সন্ধান করছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরাধীদের খোঁজ চলছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.