ETV Bharat / state

BJP Road Blockade: দুর্নীতি ইস্যুতে বিজেপির পথ অবরোধ বাঁকুড়ায় - বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা

জল, আবাস যোজনা, সরকারি ভাতা-সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধে সামিল বিজেপি বিধায়ক ৷ সেখান থেকেই সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি ৷

BJP
বিজেপির পথ অবরোধ
author img

By

Published : Jan 29, 2023, 9:53 PM IST

দুর্নীতি ইস্যুতে বিজেপির পথ অবরোধ বাঁকুড়ায়

বাঁকুড়া, 29 জানুয়ারি: বারংবার আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতিতে রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ কখনও ব্লক অফিস ঘেরাও, তো কখনও প্রকাশ্যে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে দলের নেতা-কর্মীদের । আবাস যোজনা,পানীয় জল এবং বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও একইভাবে দুর্নীতি চলছে, কোন সুস্থ সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের । রবিবার তারই প্রতিবাদে বাঁকুড়ার 1 নম্বর মন্ডল বিজেপির তরফ থেকে পুয়াবাগান মোড়ে পথ অবরোধ কর্মসূচি করা হয়েছে ৷ তাতে সামিল হলেন বিজেপির নেতা-কর্মীরা ৷

আর এই অবরোধ কর্মসূচিকে (BJP protest Blocking road in Bankura) নেতৃত্ব দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা । তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনকে তৃণমূলীকরণ করছে ৷ আর তারই প্রতিবাদে তাদের আজ এই পথ অবরোধ কর্মসূচি । শুধু তাই নয়, এই পথ অবরোধ কর্মসূচিতে খোলা রাস্তায় তাঁকে সাংবাদিকদের তীব্র ভাষাতেও আক্রমণ করতে দেখা গিয়েছে এদিন ৷ তিনি বলেন, "সাংবাদিকরা এখন তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে ৷ তৃণমূলের টাকায় সাংবাদিকদের সংসার চলছে ।"

আরও পড়ুন: 'দিদির দূত' জয়প্রকাশ ঘুরলেন গ্রামে গ্রামে, কটাক্ষ লকেটের

বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডতে সুর চড়িয়েছে শাসক শিবির ৷ বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "যেমন মানুষ তার তেমন কালচার ৷ বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ৷ তাই জনসমক্ষে আসার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন ৷" সাংবাদিকদের আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে ৷ তাই তিনি খোলাভাবে এই মন্তব্য করেন ৷ কোন মানুষকেই ছোট করা উচিত নয় ।" দুর্নীতির ইস্যুতে বিজেপির এই ধরনের কর্মকাণ্ডে সকাল থেকেই সরগরম হয়েছে বাঁকুড়া জেলার রাজ্য রাজনীতি । তবে সবকিছুতে যদি স্বচ্ছতা না আসে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি শিবির । তবে বিজেপির হুঁশিয়ারিতে আমল দিতে নারাজ বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব ৷

দুর্নীতি ইস্যুতে বিজেপির পথ অবরোধ বাঁকুড়ায়

বাঁকুড়া, 29 জানুয়ারি: বারংবার আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতিতে রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ কখনও ব্লক অফিস ঘেরাও, তো কখনও প্রকাশ্যে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে দলের নেতা-কর্মীদের । আবাস যোজনা,পানীয় জল এবং বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও একইভাবে দুর্নীতি চলছে, কোন সুস্থ সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের । রবিবার তারই প্রতিবাদে বাঁকুড়ার 1 নম্বর মন্ডল বিজেপির তরফ থেকে পুয়াবাগান মোড়ে পথ অবরোধ কর্মসূচি করা হয়েছে ৷ তাতে সামিল হলেন বিজেপির নেতা-কর্মীরা ৷

আর এই অবরোধ কর্মসূচিকে (BJP protest Blocking road in Bankura) নেতৃত্ব দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা । তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনকে তৃণমূলীকরণ করছে ৷ আর তারই প্রতিবাদে তাদের আজ এই পথ অবরোধ কর্মসূচি । শুধু তাই নয়, এই পথ অবরোধ কর্মসূচিতে খোলা রাস্তায় তাঁকে সাংবাদিকদের তীব্র ভাষাতেও আক্রমণ করতে দেখা গিয়েছে এদিন ৷ তিনি বলেন, "সাংবাদিকরা এখন তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে ৷ তৃণমূলের টাকায় সাংবাদিকদের সংসার চলছে ।"

আরও পড়ুন: 'দিদির দূত' জয়প্রকাশ ঘুরলেন গ্রামে গ্রামে, কটাক্ষ লকেটের

বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডতে সুর চড়িয়েছে শাসক শিবির ৷ বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "যেমন মানুষ তার তেমন কালচার ৷ বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ৷ তাই জনসমক্ষে আসার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন ৷" সাংবাদিকদের আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে ৷ তাই তিনি খোলাভাবে এই মন্তব্য করেন ৷ কোন মানুষকেই ছোট করা উচিত নয় ।" দুর্নীতির ইস্যুতে বিজেপির এই ধরনের কর্মকাণ্ডে সকাল থেকেই সরগরম হয়েছে বাঁকুড়া জেলার রাজ্য রাজনীতি । তবে সবকিছুতে যদি স্বচ্ছতা না আসে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি শিবির । তবে বিজেপির হুঁশিয়ারিতে আমল দিতে নারাজ বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.