বাঁকুড়া, 24 এপ্রিল : দলীয় পতাকা টাঙানোর সময় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁকুড়ার তালডাংরা বিবড়দা গ্রামের ঘটনা । স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র অভিযোগ খারিজ করেছে।
আজ সকালে বিবড়দা বাজারে মধুময় প্রামাণিক নামে স্থানীয় BJP কর্মী দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় 15 জন তৃণমূল কর্মী-সমর্থক তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় । মারধরের পর ওই BJP কর্মীকে রাস্তায় ফেলে রাখা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়দের কোনও গাড়ির ব্যবস্থা করতে বাধা দেওয়া হয় ।
জখম ওই ব্যক্তির পরিবারের লোক খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাঁকে তালডাংরা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করেন। BJP-র অভিযোগ, ঘটনাস্থানে থাকা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার কোনও পদক্ষেপ নেননি ।