ETV Bharat / state

BJP কর্মীকে মারধর, হাসপাতালে নিয়ে যেতে বাধা - bankura

দলীয় পতাকা টাঙানোর সময় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র অভিযোগ খারিজ করেছে।

BJP কর্মীকে মারধর
author img

By

Published : Apr 24, 2019, 7:23 PM IST

Updated : Apr 24, 2019, 11:40 PM IST

বাঁকুড়া, 24 এপ্রিল : দলীয় পতাকা টাঙানোর সময় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁকুড়ার তালডাংরা বিবড়দা গ্রামের ঘটনা । স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র অভিযোগ খারিজ করেছে।

আজ সকালে বিবড়দা বাজারে মধুময় প্রামাণিক নামে স্থানীয় BJP কর্মী দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় 15 জন তৃণমূল কর্মী-সমর্থক তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় । মারধরের পর ওই BJP কর্মীকে রাস্তায় ফেলে রাখা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়দের কোনও গাড়ির ব্যবস্থা করতে বাধা দেওয়া হয় ।

ভিডিয়োয় দেখুন

জখম ওই ব্যক্তির পরিবারের লোক খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাঁকে তালডাংরা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করেন। BJP-র অভিযোগ, ঘটনাস্থানে থাকা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার কোনও পদক্ষেপ নেননি ।

বাঁকুড়া, 24 এপ্রিল : দলীয় পতাকা টাঙানোর সময় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁকুড়ার তালডাংরা বিবড়দা গ্রামের ঘটনা । স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র অভিযোগ খারিজ করেছে।

আজ সকালে বিবড়দা বাজারে মধুময় প্রামাণিক নামে স্থানীয় BJP কর্মী দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় 15 জন তৃণমূল কর্মী-সমর্থক তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় । মারধরের পর ওই BJP কর্মীকে রাস্তায় ফেলে রাখা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়দের কোনও গাড়ির ব্যবস্থা করতে বাধা দেওয়া হয় ।

ভিডিয়োয় দেখুন

জখম ওই ব্যক্তির পরিবারের লোক খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাঁকে তালডাংরা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করেন। BJP-র অভিযোগ, ঘটনাস্থানে থাকা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার কোনও পদক্ষেপ নেননি ।

Intro:দলীয় পতাকা টাঙ্গানোর সময় বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরার বিবড়দা গ্রামে।Body:এদিন সকালে বিবড়দা বাজারে মধুময় পরামানিক নামে স্থানীয় এক বিজেপি কর্মী দলীয় পতাকা টাঙ্গাচ্ছিলেন। সেই সময় জনা পনের তৃণমূল কর্মী মধুময় পরামানিককে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে। মারধোরের পর ঐ বিজেপি কর্মীকে প্রকাশ্যে ফেলে রাখা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন গাড়ির ব্যবস্থা করলেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে এসে গাড়ির ব্যবস্থা করে তালডাংরা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। ঐ ঘটনার সময় কর্তব্যরত সিভিক ভল্যান্টিয়াররা উপস্থিত থাকলেও ঐ বিজেপি কর্মীকে মারধোরের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেনি বলে বিজেপির তরফে দাবী করা হয়েছে।Conclusion:বাইট
মধুময় পরামানিক প্রহৃত বিজেপি কর্মী

মনসা রাম লায়েক স্থানীয় তৃণমূল নেতা
Last Updated : Apr 24, 2019, 11:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.