বড়জোড়া, 14 জুলাই : রাজ্যে কাটমানি ইশু নিয়ে BJP ও তৃণমূল দ্বন্দ্ব তুঙ্গে । এবার এই ইশু নিয়ে বাঁকুড়ায় মিছিল বের করল BJP । সেখানে হাঁটতে দেখা গেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁকে ।
আজ বিকেলে বাঁকুড়ার বড়জোড়ায় কাটমানি ইশুকে নিয়ে মিছিল বের করে BJP । মিছিলের আকর্ষণীয় বিষয়টি ছিল যে BJP-র দলীয় কর্মীদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পড়ে হাঁটেন ।
কাটমানি প্রসঙ্গে BJP নেত্রী সুজাতা খাঁ বলেন " তৃণমূল হল কাটমানিখেকো দল । বর্তমানে সমগ্র রাজ্যের পাশাপাশি বাঁকুড়া ও বিষ্ণুপুরে তৃণমূল সুপ্রিমো ও তাঁর ভাইপো ভয় পেয়েছেন BJP-র উত্থানের জন্য । ভোটের সময় BJP কর্মীরা রক্ত দিয়ে খেটেছেন, তাঁদের কিন্তু আলাদা করে মদ, মাংস খাওয়াতে হয়নি । মানুষ ভালোবেসে ভোট দিয়ে সৌমিত্র খাঁ-কে জিতিয়েছেন । অথচ তাঁকেই নিজের জেলায়, নিজের পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না । এটা কি অবিচার হচ্ছে না ? "