বাঁকুড়া , 9 মে : বাঁকুড়া জেলা ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারা গ্রিন জো়ন এলাকা বলে ঘোষিত হয়েছে ৷ তবে , কখনও কখনও এলাকার লোকেরা নিজেদের সুবিধার কারণে লকডাউনের নিয়মও ভাঙছেন ৷ এবার এই সকল বিষয়কে নজর রেখে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ।
বর্তমানে , বাঁকুড়া জেলাকে পুরোপুরি গ্রিন জো়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেই মতো সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত খোলা থাকছে জেলার দোকানপাট । তবে , কোথাও যেন বিষয়টিকে জেলাবাসী হালকাভাবে নিয়ে নিচ্ছেন ৷ অনেকেই লকডাউনকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। নিজেদের ইচ্ছামত অনেকে দোকানপাট ও বাজার খোলা রাখছেন। এই নিয়ে জেলা পুলিশের তরফ থেকে একাধিকবার সাবধানও করা হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি।
বিষয়টি নিয়ে বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের তরফে শহর জুড়ে মাইকিং করা হয় ৷ লকডাউন অমান্যকারী সমস্ত ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয় যদি তাঁরা সরকারি নির্দেশ অমান্য করে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিষ্ণুপুর মহকুমা শাসক মানস মণ্ডল বলেন,"সংক্রমণের কথা মাথায় রেখে চকবাজারের সবজি বাজারকে বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন," লকডাউন সম্পর্কে কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব । এমনিতেই বিষ্ণুপুর শহরের রাস্তা-ঘাট খুবই সংকীর্ণ ৷ তার উপর যেভাবে লকডাউনকে অগ্রাহ্য করা হচ্ছে তাতে গ্রিন জো়ন রেড জো়ন হতে বেশি সময় লাগবেনা ৷ "