ETV Bharat / state

ক্ষুধার্তদের পাশে বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘ - কোরোনা

পকেটে পয়সা থাকা সত্ত্বেও খাবার খেতে পাচ্ছেন না হাসপাতালে ভরতি রোগীর আত্মীয়-স্বজনরা ৷ লকডাউনের জেরে আটকে পড়া ব্যক্তিদের জন্য খাবার বিতরণ করলেন বাঁকুড়ার ভারত সেবাশ্রম ৷

lockdown
লকডাউন
author img

By

Published : Apr 4, 2020, 6:40 PM IST

বাঁকুড়া, 4 এপ্রিল : কোরোনা মোকাবিলায় জারি হয়েছে লকডাউন ৷ যার জেরে বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা৷ এছাড়াও বন্ধ রয়েছে দোকান-পাট৷ অনেক মানুষ আছেন যারা ভিন্ন রাজ্যে আটকে পড়েছেন ৷ সমস্যায় পড়েছেন হাসপাতালে ভরতি রোগীর আত্মীয়-স্বজনরা ৷ পকেটে পয়সা সত্ত্বেও খাবার খেতে পাচ্ছেন না অনেকেই৷ খাবার খেতে পাচ্ছেন না ভবঘুরেরা এবং বিকলাঙ্গ মানুষরা ৷ তাঁদের সাহায্যার্থে এবার এগিয়ে এল বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘ ৷ মেডিকেল কলেজের কাছেই দমকল দপ্তরের সামনে একটি শিবির খুলেছে আশ্রম কর্তৃপক্ষ৷ প্রতিদিন সেখান থেকে 700 এর বেশি মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ।

lockdown
সামাজিক দূরত্ব মেনেই লম্বা লাইন দিয়ে চলছে খাবার বিতরণ ৷

বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী এবং তাঁদের আত্মীয়-স্বজনের আনাগোনা । এমন অনেক রোগী রয়েছেন যাঁরা হাসপাতালে ভরতি এবং তাঁদের বাড়ির লোকজনেরা হাসপাতাল চত্বরে দিন কাটাচ্ছেন । কারণ কোরোনা সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে ৷ এই লকডাউনের পর থেকে চরম দুরবস্থার মধ্যে পড়তে হয়েছে এই সমস্ত রোগীর আত্মীয়দের । অনেকের হয়তো টাকা-পয়সাও রয়েছে কিন্তু হাসপাতাল সংলগ্ন সমস্ত হোটেল এবং খাবারের দোকান বন্ধ থাকায় খাবার জোটেনি । বিক্ষিপ্তভাবে দু একদিন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকজন মানুষকে হাসপাতাল চত্বরে গিয়ে খাবার বিতরণ করেছে ইতিপূর্বে । তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম আয়োজন ছিল । এই অবস্থায় এগিয়ে আছে ভারত সেবাশ্রম সংঘ । মেডিকেল কলেজের কাছেই দমকল দপ্তরের সামনে একটি শিবির খুলেছে ভারত সেবাশ্রম সংঘ । প্রতিদিন সেখান থেকে 700 এর বেশি মানুষকে রান্না করা খাবার বিতরণ করছেন আশ্রম কর্তৃপক্ষ । এখানে বাস স্ট্যান্ড সংলগ্ন ভবঘুরে এবং বিকলাঙ্গ ব্যক্তিরাও আসছেন খাবার নিতে ।

lockdown
সামজিক দূরত্ব বজায় রেখে বসে খাচ্ছেন সকলে ৷

এছাড়াও আশ্রম কর্তৃপক্ষ জানান , "মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুরোধে আশ্রম এর পক্ষ থেকে বেশ কিছু খাবার মেডিকেলে কর্মরত টেকনিশিয়ান বা অন্যান্য কর্মীদের জন্য পাঠানো হচ্ছে ৷"

খাবার বিতরণের বিষয়ে কী বলেন স্বামীজী ? দেখুন ভিডিয়োয়...

বাঁকুড়া, 4 এপ্রিল : কোরোনা মোকাবিলায় জারি হয়েছে লকডাউন ৷ যার জেরে বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা৷ এছাড়াও বন্ধ রয়েছে দোকান-পাট৷ অনেক মানুষ আছেন যারা ভিন্ন রাজ্যে আটকে পড়েছেন ৷ সমস্যায় পড়েছেন হাসপাতালে ভরতি রোগীর আত্মীয়-স্বজনরা ৷ পকেটে পয়সা সত্ত্বেও খাবার খেতে পাচ্ছেন না অনেকেই৷ খাবার খেতে পাচ্ছেন না ভবঘুরেরা এবং বিকলাঙ্গ মানুষরা ৷ তাঁদের সাহায্যার্থে এবার এগিয়ে এল বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘ ৷ মেডিকেল কলেজের কাছেই দমকল দপ্তরের সামনে একটি শিবির খুলেছে আশ্রম কর্তৃপক্ষ৷ প্রতিদিন সেখান থেকে 700 এর বেশি মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ।

lockdown
সামাজিক দূরত্ব মেনেই লম্বা লাইন দিয়ে চলছে খাবার বিতরণ ৷

বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী এবং তাঁদের আত্মীয়-স্বজনের আনাগোনা । এমন অনেক রোগী রয়েছেন যাঁরা হাসপাতালে ভরতি এবং তাঁদের বাড়ির লোকজনেরা হাসপাতাল চত্বরে দিন কাটাচ্ছেন । কারণ কোরোনা সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে ৷ এই লকডাউনের পর থেকে চরম দুরবস্থার মধ্যে পড়তে হয়েছে এই সমস্ত রোগীর আত্মীয়দের । অনেকের হয়তো টাকা-পয়সাও রয়েছে কিন্তু হাসপাতাল সংলগ্ন সমস্ত হোটেল এবং খাবারের দোকান বন্ধ থাকায় খাবার জোটেনি । বিক্ষিপ্তভাবে দু একদিন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকজন মানুষকে হাসপাতাল চত্বরে গিয়ে খাবার বিতরণ করেছে ইতিপূর্বে । তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম আয়োজন ছিল । এই অবস্থায় এগিয়ে আছে ভারত সেবাশ্রম সংঘ । মেডিকেল কলেজের কাছেই দমকল দপ্তরের সামনে একটি শিবির খুলেছে ভারত সেবাশ্রম সংঘ । প্রতিদিন সেখান থেকে 700 এর বেশি মানুষকে রান্না করা খাবার বিতরণ করছেন আশ্রম কর্তৃপক্ষ । এখানে বাস স্ট্যান্ড সংলগ্ন ভবঘুরে এবং বিকলাঙ্গ ব্যক্তিরাও আসছেন খাবার নিতে ।

lockdown
সামজিক দূরত্ব বজায় রেখে বসে খাচ্ছেন সকলে ৷

এছাড়াও আশ্রম কর্তৃপক্ষ জানান , "মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুরোধে আশ্রম এর পক্ষ থেকে বেশ কিছু খাবার মেডিকেলে কর্মরত টেকনিশিয়ান বা অন্যান্য কর্মীদের জন্য পাঠানো হচ্ছে ৷"

খাবার বিতরণের বিষয়ে কী বলেন স্বামীজী ? দেখুন ভিডিয়োয়...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.