জঙ্গলমহল, 11 এপ্রিল: কোরোনার প্রতিরোধে চলছে লকডাউন। তার জেরে জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মানুষ হারিয়েছেন রুটি-রুজি। ওই দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল বাঁকুড়া জেলা পুলিশ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে লকডাউনে অসহায় পরিস্থিতিতে পড়া মানুষগুলোকে খাবার বিতরণ শুরু করেছে জেলা পুলিশ। অন্নদান কর্মসূচিতে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে প্রতিদিন প্রায় 250 জন মানুষকে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলির এই কর্মসূচিতে জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নিজে উপস্থিত থেকে তদারকি করছেন। আজ বাঁকুড়া জেলা পুলিশের "অন্নদান" প্রকল্পের দ্বিতীয় দিনে ভাত, ডাল, সবজি, ডিম এবং চাটনি খাওয়ানো হল জঙ্গলমহলের গরিব মানুষগুলোকে।
শনিবার এই কর্মসূচি চলে দহলা, ডাকাই এবং হেটিয়াসোল গ্রামে। সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ গণেশ বিশ্বাস। ছিলেন খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা সহ অন্যান্য আধিকারিকরা। দুস্থদের খাওয়ানোর পাশাপাশি থার্মাল গানের মাধ্যমে গ্রামবাসীদের তাপমাত্রা দেখা হয় আজ। এইসঙ্গে এদিন স্থানীয় মানুষকে সচেতনতার পাঠ দেন পুলিশ আধিকারিকরা।
জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিন আলাদা আলাদা গ্রাম নির্বাচন করে সেখানকার অভুক্ত মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছে জেলা পুলিশ।"