ETV Bharat / state

অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে বাঁকুড়া জেলা পুলিশ

author img

By

Published : May 22, 2020, 5:24 PM IST

আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

Bankura district police helped retired nvf and homeguard workers
অবসরপ্রাপ্ত সহকর্মীদের পাশে দাঁড়ালো বাঁকুড়া পুলিশ

বাঁকুড়া, 22 মে : অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা পুলিশ । আজ অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশাপাশি দুস্থদের হাতেও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর মহকুমার পুলিশ আধিকারিক প্রিয়ব্রত বক্সি সহ অন্য পুলিশ আধিকারিকরা ।

বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায় অবসরপ্রাপ্ত 37 জন হোমগার্ড ও NVF কর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস বলেন, "ওরা দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে কর্তব্য পালন করেছেন । আজ এই অসময়ে তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমাদের খুবই ভালো লাগছে । NVF ও হোমগার্ড কর্মীদের অবসরকালীন সেরকম কোনও সুযোগ-সুবিধা না থাকায় এমনিতেই তাঁদের সমস্যা রয়েছে । এই অবস্থায় লকডাউনের জেরে তাঁদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে । তার উপর আবার আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয় নতুন করে সমস্যা ডেকে এনেছে অনেকের জীবনে ।"

অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী মহম্মদ আলি খান বলেন, "আজ আমাদের যেভাবে সাহায্য করতে জেলা পুলিশ এগিয়ে এসেছে তা দেখে খুবই ভালো লাগছে । থানা থেকে আমাদের জানানো হয়েছে, কোনওরকম সহযোগিতার প্রয়োজন হলে আমরা যেন তাদের জানাই । তাই এটা ভেবে ভালো লাগছে একসময় আমরা যাদের সঙ্গে কাজ করেছি তারা আজও আমাদের ভোলেনি ৷"

বাঁকুড়া, 22 মে : অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা পুলিশ । আজ অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশাপাশি দুস্থদের হাতেও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর মহকুমার পুলিশ আধিকারিক প্রিয়ব্রত বক্সি সহ অন্য পুলিশ আধিকারিকরা ।

বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায় অবসরপ্রাপ্ত 37 জন হোমগার্ড ও NVF কর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস বলেন, "ওরা দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে কর্তব্য পালন করেছেন । আজ এই অসময়ে তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমাদের খুবই ভালো লাগছে । NVF ও হোমগার্ড কর্মীদের অবসরকালীন সেরকম কোনও সুযোগ-সুবিধা না থাকায় এমনিতেই তাঁদের সমস্যা রয়েছে । এই অবস্থায় লকডাউনের জেরে তাঁদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে । তার উপর আবার আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয় নতুন করে সমস্যা ডেকে এনেছে অনেকের জীবনে ।"

অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী মহম্মদ আলি খান বলেন, "আজ আমাদের যেভাবে সাহায্য করতে জেলা পুলিশ এগিয়ে এসেছে তা দেখে খুবই ভালো লাগছে । থানা থেকে আমাদের জানানো হয়েছে, কোনওরকম সহযোগিতার প্রয়োজন হলে আমরা যেন তাদের জানাই । তাই এটা ভেবে ভালো লাগছে একসময় আমরা যাদের সঙ্গে কাজ করেছি তারা আজও আমাদের ভোলেনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.