ETV Bharat / state

Bankura CPIM leader joins TMC: সোনামুখী পৌরসভার দাপুটে সিপিএম নেতা এবার তৃণমূলে - বাঁকুড়ার খবর

সোনামুখী পৌরসভার চেয়ারম্যান (Bankura CPIM leader joins TMC) ছিলেন 10 বছর ৷ পৌরসভা নির্বাচনের (Bengal civic polls 2022) আগে বাঁকুড়ার দাপুটে সিপিআইএম নেতা কুশল বন্দ্যোপাধ্যায় (Kushal Banerjee joins TMC) তৃণমূলে যোগ দিলেন ৷

Bankura News
10 বছর ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান, এবার তৃণমূলে দাপুটে সিপিএম নেতা
author img

By

Published : Feb 4, 2022, 11:57 AM IST

সোনামুখী, 4 ফেব্রুয়ারি: এক সময়ের দাপুটে সিপিআইএম নেতা দীর্ঘদিন সোনামুখী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ এবার তিনি পৌরসভা নির্বাচনের আগে (Bengal civic polls 2022) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Bankura CPIM leader joins TMC)। সোনামুখী পৌরসভার সিপিআইএম-এর দশ বছরের প্রাক্তন চেয়ারম্যান কুশল বন্দ্যোপাধ্যায় (Kushal Banerjee joins TMC) বৃহস্পতিবার ঘাসফুলে যোগ দিয়েছেন ৷ তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং সোনামুখী পৌরশহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

দীর্ঘদিন সিপিআইএম করে হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন ? কুশল বন্দ্যোপাধ্যায়ের দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বাংলার উন্নয়ন করছেন, তাঁর উন্নয়নের শরিক হতে এবং সোনামুখী পৌরসভার উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।"

আরও পড়ুন: Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

কুশল দল ছেড়ে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সিপিআইএম নেতৃত্ব । কুশল-সহ আরও সাতজন সিপিআইএম নেতা ও চারজন বিজেপিকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । কুশলের কথায়, "সিপিআইএমের প্রতি মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম মানুষের উন্নয়ন করতে ।"

সোনামুখীর দাপুটে সিপিএম নেতার তৃণমূলে যোগদান

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এবং আগামী দিনে সোনামুখী পৌরশহরের উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কুশল বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: Howrah municipal corporation Bill: হাওড়া পুরসভা বিল নিয়ে বিধানসভার অধ্যক্ষ-রাজ্যপাল সংঘাত অব্যাহত

সোনামুখী, 4 ফেব্রুয়ারি: এক সময়ের দাপুটে সিপিআইএম নেতা দীর্ঘদিন সোনামুখী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ এবার তিনি পৌরসভা নির্বাচনের আগে (Bengal civic polls 2022) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Bankura CPIM leader joins TMC)। সোনামুখী পৌরসভার সিপিআইএম-এর দশ বছরের প্রাক্তন চেয়ারম্যান কুশল বন্দ্যোপাধ্যায় (Kushal Banerjee joins TMC) বৃহস্পতিবার ঘাসফুলে যোগ দিয়েছেন ৷ তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং সোনামুখী পৌরশহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

দীর্ঘদিন সিপিআইএম করে হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন ? কুশল বন্দ্যোপাধ্যায়ের দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বাংলার উন্নয়ন করছেন, তাঁর উন্নয়নের শরিক হতে এবং সোনামুখী পৌরসভার উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।"

আরও পড়ুন: Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

কুশল দল ছেড়ে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সিপিআইএম নেতৃত্ব । কুশল-সহ আরও সাতজন সিপিআইএম নেতা ও চারজন বিজেপিকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । কুশলের কথায়, "সিপিআইএমের প্রতি মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম মানুষের উন্নয়ন করতে ।"

সোনামুখীর দাপুটে সিপিএম নেতার তৃণমূলে যোগদান

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এবং আগামী দিনে সোনামুখী পৌরশহরের উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কুশল বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: Howrah municipal corporation Bill: হাওড়া পুরসভা বিল নিয়ে বিধানসভার অধ্যক্ষ-রাজ্যপাল সংঘাত অব্যাহত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.