ETV Bharat / state

মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা - মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে ৷ আজ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে ৷

শ্যামল সাঁতরা
author img

By

Published : Aug 20, 2019, 10:07 PM IST

Updated : Aug 20, 2019, 10:43 PM IST

বিষ্ণুপুর, 20 অগাস্ট : জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে ৷ তাঁরই দাখিল করা একটি মামলায় বিষ্ণুপুর মহকুমা আদালত তাঁকে একাধিকবার সমন পাঠায় ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ আজ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে ৷

ভিডিয়োয় দেখুন...

এ বিষয়ে আইনজীবী অঞ্জন দে জানান, 2016 সালের 9 অক্টোবর শ্যামলবাবু একটি অভিযোগ করেছিলেন ৷ ওনার গাড়িতে গাড়িতে হামলা হয়েছিল ৷ দুই যুবক তাঁর গাড়িতে পিছন থেকে পাথর মেরেছিল ৷ কিন্তু অভিযোগ করলেও তিনি আদালতে হাজিরা দেননি ৷ সে কারণে বিষ্ণুপুর মহকুমা আদালত আজ 2000 টাকার বন্ডে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ৷ ওনার আজ সাক্ষ্য দেওয়ার তারিখ ছিল ৷ কিন্তু তিনি আদালতে আসেননি ৷

বিষ্ণুপুর, 20 অগাস্ট : জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে ৷ তাঁরই দাখিল করা একটি মামলায় বিষ্ণুপুর মহকুমা আদালত তাঁকে একাধিকবার সমন পাঠায় ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ আজ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে ৷

ভিডিয়োয় দেখুন...

এ বিষয়ে আইনজীবী অঞ্জন দে জানান, 2016 সালের 9 অক্টোবর শ্যামলবাবু একটি অভিযোগ করেছিলেন ৷ ওনার গাড়িতে গাড়িতে হামলা হয়েছিল ৷ দুই যুবক তাঁর গাড়িতে পিছন থেকে পাথর মেরেছিল ৷ কিন্তু অভিযোগ করলেও তিনি আদালতে হাজিরা দেননি ৷ সে কারণে বিষ্ণুপুর মহকুমা আদালত আজ 2000 টাকার বন্ডে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ৷ ওনার আজ সাক্ষ্য দেওয়ার তারিখ ছিল ৷ কিন্তু তিনি আদালতে আসেননি ৷

Intro:জামিনযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারি হলো বাঁকুড়ার বিষ্ণপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি, কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার। তাঁর দাখিল করা মামলায় বার বার আদালতে হাজিরা না দেওয়ায় বিষ্ণুপুর মহকুমা আদালত মঙ্গলবার এই নির্দেশ জারি করেছে।Body:এদিন এই খবর জানিয়ে আইনজীবি অঞ্জন দে বলেন, ২০১৬ সালের ৯ অক্টোবর দুই যুবকের বিরুদ্ধে মন্ত্রী শ্যামল সাঁতরা তাঁর গাড়িতে হামলার অভিযোগ আনেন। ঐ ঘটনায় তিনিই একমাত্র সাক্ষী ছিলেন। আদালতের তরফে বার বার হাজিরানামা পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। সেকারণেই মহকুমা আদালত এদিন ২০০০ টাকার বণ্ডে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে তিনি জানান।Conclusion:এবিষয়ে মন্ত্রী শ্যামল সাঁতরাকে টেলিফোন করা হলে তিনি বলেন, কিছু সমস্যা তৈরী হয়েছিল। আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেবেন বলেও জানান।
Last Updated : Aug 20, 2019, 10:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.