ETV Bharat / state

School Closed for Teachers Lacking: শিক্ষকের অভাবে 6 মাস বন্ধ বাঁকুড়ার স্কুল, সমস্যায় পড়ুয়ারা - অঙ্গদপুর জুনিয়র হাই স্কুল

চেয়ার-টেবিল, ক্লাসরুম, পড়ুয়াদের বসার বেঞ্চ সবই রয়েছে ৷ কিন্তু পড়াবে কে ? মাস্টারই তো নেই(School Closed for Teachers Lacking)৷ হ্যাঁ, এমনই অবস্থা বাঁকুড়ার ওন্দা ব্লকের অঙ্গদপুর জুনিয়র হাইস্কুলের ৷ অগত্যা সাত কিলোমিটার দূরের স্কুলে যেতে হয় পড়ুয়াদের ৷ কিন্তু কবে শিক্ষক আসবে স্কুলে ? কবে ফের খুলবে স্কুল ? জানেন না কেউই ৷ সবকিছু জেনেও নির্বিকার প্রশাসন ৷

bankura onda
অঙ্গদপুর জুনিয়র হাই স্কুল
author img

By

Published : Aug 8, 2022, 8:51 PM IST

ওন্দা, 8 অগস্ট: একদিকে যখন শিক্ষক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হচ্ছে একাধিক জেলা থেকে রাজ্য, তখনই দেখা যাচ্ছে বিভিন্ন জেলার স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে শিক্ষকের অভাবে ৷ এমনই অবস্থা বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত অঙ্গদপুর জুনিয়র হাইস্কুলের ৷ শিক্ষক না-থাকায় দীর্ঘ ছ'মাস ধরে তালা ঝুলছে এই স্কুলে(angadpur junior high school of bankura closed for 6 months due to lack of teachers)৷

অত্যন্ত আড়ম্বরের সঙ্গে প্রশাসনিক কর্তাদের হাতে 2015 সালে উদ্বোধন হয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই জুনিয়র হাইস্কুলের । শুরুটা বেশ ভালোই হয়েছিল, স্থায়ী না-হলেও দু'জন শিক্ষক ও 60 জন পড়ুয়াকে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়ের ৷ কিন্তু এখন তা অতীত । এই শিক্ষাঙ্গনের পথ শুরু হবার ছ'মাসের মধ্যে কোন অজানাকারণ বশত বন্ধ হল শিক্ষকদের আগমন ৷ তখন থেকেই সমস্যায় পড়ে অঙ্গদপুর-সহ আরও দু-তিনটি গ্রামের পড়ুয়ারা । বাধ্য হয়ে পড়ুয়াদের স্থানান্তরিত করা হয় পার্শ্ববর্তী লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যামন্দিরে । এই স্কুলের দূরত্ব প্রায় ছয় সাত কিলোমিটার ৷ তাই স্বাভাবিকভাবেই শীত-গ্রীষ্ম-বর্ষা এতটা দূরের স্কুলে যেতে সমস্যার মধ্যে পড়তে হয় পড়ুয়াদের ৷

শিক্ষকের অভাবে বন্ধ বাঁকুড়ার স্কুল

গ্রামবাসীরা জানাচ্ছেন, একাধিকবার প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত মেলেনি সুরাহা । এই বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সবাই মুখে কুলুপ এঁটেছেন ৷ করোনার অভিশাপে এমনিতেই স্কুল বন্ধ ছিল দীর্ঘদিন ৷ এখন যদি শিক্ষকের অভাবে একই পরিস্থিতি হয় তাহলে স্থানীয় পড়ুয়ারা যাবে কোথায় ? শীঘ্রই শিক্ষক নিয়োগ হোক, স্কুল খুলুক চাইছেন সকলেই ৷

আরও পড়ুন : শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস , টিচার ইন চার্জকে আটকে স্কুলে বিক্ষোভ ছাত্রীদের

ওন্দা, 8 অগস্ট: একদিকে যখন শিক্ষক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হচ্ছে একাধিক জেলা থেকে রাজ্য, তখনই দেখা যাচ্ছে বিভিন্ন জেলার স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে শিক্ষকের অভাবে ৷ এমনই অবস্থা বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত অঙ্গদপুর জুনিয়র হাইস্কুলের ৷ শিক্ষক না-থাকায় দীর্ঘ ছ'মাস ধরে তালা ঝুলছে এই স্কুলে(angadpur junior high school of bankura closed for 6 months due to lack of teachers)৷

অত্যন্ত আড়ম্বরের সঙ্গে প্রশাসনিক কর্তাদের হাতে 2015 সালে উদ্বোধন হয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই জুনিয়র হাইস্কুলের । শুরুটা বেশ ভালোই হয়েছিল, স্থায়ী না-হলেও দু'জন শিক্ষক ও 60 জন পড়ুয়াকে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়ের ৷ কিন্তু এখন তা অতীত । এই শিক্ষাঙ্গনের পথ শুরু হবার ছ'মাসের মধ্যে কোন অজানাকারণ বশত বন্ধ হল শিক্ষকদের আগমন ৷ তখন থেকেই সমস্যায় পড়ে অঙ্গদপুর-সহ আরও দু-তিনটি গ্রামের পড়ুয়ারা । বাধ্য হয়ে পড়ুয়াদের স্থানান্তরিত করা হয় পার্শ্ববর্তী লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যামন্দিরে । এই স্কুলের দূরত্ব প্রায় ছয় সাত কিলোমিটার ৷ তাই স্বাভাবিকভাবেই শীত-গ্রীষ্ম-বর্ষা এতটা দূরের স্কুলে যেতে সমস্যার মধ্যে পড়তে হয় পড়ুয়াদের ৷

শিক্ষকের অভাবে বন্ধ বাঁকুড়ার স্কুল

গ্রামবাসীরা জানাচ্ছেন, একাধিকবার প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত মেলেনি সুরাহা । এই বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সবাই মুখে কুলুপ এঁটেছেন ৷ করোনার অভিশাপে এমনিতেই স্কুল বন্ধ ছিল দীর্ঘদিন ৷ এখন যদি শিক্ষকের অভাবে একই পরিস্থিতি হয় তাহলে স্থানীয় পড়ুয়ারা যাবে কোথায় ? শীঘ্রই শিক্ষক নিয়োগ হোক, স্কুল খুলুক চাইছেন সকলেই ৷

আরও পড়ুন : শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস , টিচার ইন চার্জকে আটকে স্কুলে বিক্ষোভ ছাত্রীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.