ETV Bharat / state

বচসার জের, ফুচকাওয়ালার হাতে খুন যুবক !

স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় মধুসূদন মাঝি নামে এক ফুচকা বিক্রেতার সঙ্গে মত্ত অবস্থায় কয়েকজন ঝামেলা করে । সেই সময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে মধুসূদন প্রতিরোধের চেষ্টা করে । ছুরির আঘাত লাগে সুজয়ের গলায় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Aug 17, 2019, 6:44 PM IST

বিষ্ণুপুর, 17 অগাস্ট : ফুচকা খাওয়ার সময় ফুচকা বিক্রেতার সঙ্গে বচসার জেরে খুন যুবক । মৃতের নাম সুজয় পাসওয়ান (২৪) । সে কুর্চিবন এলাকার বাসিন্দা ৷ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের দলমাদল রোডের ঘটনা ।

স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় মধুসূদন মাঝি নামে এক ফুচকা বিক্রেতার সঙ্গে মত্ত অবস্থায় কয়েকজন ঝামেলা করে । সেই সময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে মধুসূদন প্রতিরোধের চেষ্টা করে । ছুরির আঘাত লাগে সুজয়ের গলায় ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাস্থান থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে । ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মধুসূদনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ ৷

মৃতের দাদার দাবি, মধুসূদন শারীরিকভাবে খুব একটা সক্ষম নন । বরং এই ঘটনায় দু'চার জন জড়িত বলে তার দাবি । ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ৷

বিষ্ণুপুর, 17 অগাস্ট : ফুচকা খাওয়ার সময় ফুচকা বিক্রেতার সঙ্গে বচসার জেরে খুন যুবক । মৃতের নাম সুজয় পাসওয়ান (২৪) । সে কুর্চিবন এলাকার বাসিন্দা ৷ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের দলমাদল রোডের ঘটনা ।

স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় মধুসূদন মাঝি নামে এক ফুচকা বিক্রেতার সঙ্গে মত্ত অবস্থায় কয়েকজন ঝামেলা করে । সেই সময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে মধুসূদন প্রতিরোধের চেষ্টা করে । ছুরির আঘাত লাগে সুজয়ের গলায় ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাস্থান থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে । ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মধুসূদনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ ৷

মৃতের দাদার দাবি, মধুসূদন শারীরিকভাবে খুব একটা সক্ষম নন । বরং এই ঘটনায় দু'চার জন জড়িত বলে তার দাবি । ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ৷

Intro:ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে খুন এক যুবক। মৃতের নাম সুজয় পাশোয়ান (২৪)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের দলমাদল রোডে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।Body:স্থানীয়দের একাংশের দাবী, ঐ এলাকায় ফুচকা বিক্রেতার সঙ্গে মত্ত অবস্থায় কয়েক জন ঝামেলা করে। সেই সময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ফুচকা বিক্রেতা প্রতিরোধের চেষ্টা করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শহরের কুর্চিবন এলাকার বাসিন্দা সূজয় পাশোয়ানের। পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে। একই সঙ্গে ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফুচকা বিক্রেতাকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে।Conclusion:মৃতের দাদার দাবী, ভাইকে খুনের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে সে শারিরীক ভাবে ততোটা সক্ষম নয়। এই ঘটনায় দু'চার জন জড়িত বলে তার দাবী। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.