ETV Bharat / state

দীর্ঘদিন পর আদ্রা-খড়গপুর শাখায় শুরু হল লোকাল ট্রেন চলাচল - দীর্ঘদিন পর আদ্রা-খড়গপুর শাখায় শুরু হল লোকাল ট্রেন চলাচল

গতকাল থেকে এই রুটে ফের লোকাল ট্রেনের পরিষেবা শুরু হওয়ায় যাত্রীরাও যথেষ্ট খুশি । প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস ধরে এই রুটের লোকাল ট্রেন সমেত সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল ।

After a long time, local trains started plying on Adra-Kharagpur branch via Bankura Junction
দীর্ঘদিন পর আদ্রা-খড়গপুর শাখায় শুরু হল লোকাল ট্রেন চলাচল
author img

By

Published : Dec 15, 2020, 8:34 AM IST

আদ্রা, 15 ডিসেম্বর : দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হল দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-খড়গপুর লোকাল ট্রেন চলাচল । গতকাল থেকে আদ্রা-খড়গপুর শাখায় ভায়া বাঁকুড়া জংশন হয়ে লোকাল ট্রেন চলাচল শুরু হল ।

দেশের অন্যান্য জায়গা মতই কোরোনা পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস ধরে এই রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল । সোমবার থেকে এই পরিষেবা শুরু হওয়ার পর বাঁকুড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার এস বি বিশ্বাস বলেন, " আগে যখন স্পেশাল ট্রেনগুলি চলত , তখন থেকেই কোরোনা বিধিনিষেধ মেনে ট্রেন চালানো হচ্ছিল । তবে লোকাল ট্রেনের জন্য অতিরিক্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে । " এক্ষেত্রে রেলের প্রতিটি বিভাগের আধিকারিকরা সামাজিক দূরত্ব পালন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখবেন ৷ সমস্ত রকম কোরোনা বিধি মেনে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে ।

অন্যদিকে, গতকাল থেকে এই রুটে ফের লোকাল ট্রেনের পরিষেবা শুরু হওয়ায় যাত্রীরাও যথেষ্ট খুশি । প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস ধরে এই রুটের লোকাল ট্রেন সমেত সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল । ইতিপূর্বে রাজ্যের অন্যান্য জায়গায় ট্রেন চলাচল শুরু হলেও বাদ পড়েছিল বাঁকুড়া ও পুরুলিয়া জেলা । ট্রেন যাতে এই রুটে চলাচল করে সেই নিয়ে শাসক এবং বিরোধী উভয়পক্ষের মধ্যেই চলছিল রাজনৈতিক চাপানউতোর । অবশেষে সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে শুরু হল ট্রেন চলাচল ।

আদ্রা, 15 ডিসেম্বর : দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হল দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-খড়গপুর লোকাল ট্রেন চলাচল । গতকাল থেকে আদ্রা-খড়গপুর শাখায় ভায়া বাঁকুড়া জংশন হয়ে লোকাল ট্রেন চলাচল শুরু হল ।

দেশের অন্যান্য জায়গা মতই কোরোনা পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস ধরে এই রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল । সোমবার থেকে এই পরিষেবা শুরু হওয়ার পর বাঁকুড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার এস বি বিশ্বাস বলেন, " আগে যখন স্পেশাল ট্রেনগুলি চলত , তখন থেকেই কোরোনা বিধিনিষেধ মেনে ট্রেন চালানো হচ্ছিল । তবে লোকাল ট্রেনের জন্য অতিরিক্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে । " এক্ষেত্রে রেলের প্রতিটি বিভাগের আধিকারিকরা সামাজিক দূরত্ব পালন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখবেন ৷ সমস্ত রকম কোরোনা বিধি মেনে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে ।

অন্যদিকে, গতকাল থেকে এই রুটে ফের লোকাল ট্রেনের পরিষেবা শুরু হওয়ায় যাত্রীরাও যথেষ্ট খুশি । প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস ধরে এই রুটের লোকাল ট্রেন সমেত সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল । ইতিপূর্বে রাজ্যের অন্যান্য জায়গায় ট্রেন চলাচল শুরু হলেও বাদ পড়েছিল বাঁকুড়া ও পুরুলিয়া জেলা । ট্রেন যাতে এই রুটে চলাচল করে সেই নিয়ে শাসক এবং বিরোধী উভয়পক্ষের মধ্যেই চলছিল রাজনৈতিক চাপানউতোর । অবশেষে সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে শুরু হল ট্রেন চলাচল ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.