বাঁকুড়া, 22 মে: বাঁকুড়া সফরে থাকাকালীনই সিবিআইয়ের সমন পেয়েছিলেন ৷ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর দ্বিগুণ উৎসাহে বাঁকুড়ায় যাবেন বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই সোমবার বাঁকুড়া জেলা থেকে ফের ব্যাপক প্রচার পুনরায় শুরু করলেন অভিষেক ৷ গত সপ্তাহের শেষে রাজ্যের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় সিবিআই তলবের পর দুই দিনের জন্য তাঁর নবজোয়ার যাত্রা স্থগিত করেছিলেন অভিষেক ।
শুক্রবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কলকাতায় ফিরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আর বাঁকুড়া ছাড়ার সময়ই তিনি ঘোষণা করেছিলেন, সোমবার থেকে নয়া উদ্দমে শুরু করবেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৷ এরপরই এদিন কোতুলপুরে দেখা গেল অভিষেকের মেগা রোড-শো ৷ মানুষের ঢল দেখে আবাগাপ্লুত হয়ে পড়েন অভিষেক নিজেও ৷ মানুষ যেভাবে এদিন তাঁর প্রতি ভালোবাসা এবং সমর্থন প্রকাশ করেছেন, জনগণের প্রতি ধন্যবাদ দিয়েছেন তিনি ৷ এদিন অভিষেক জানান, জনগণের অনুপ্রেরণাই সম্বল ৷ পাশাপাশি তাঁরা মাথা উঁচু করে তৃণমূলের এই যাত্রা অব্যাহত রাখবেন বলেও জানান অভিষেক ৷
এদিন ফের একবার সিবিআই এবং বিজেপি প্রসঙ্গ টেনে এনেছেন অভিষেক ৷ তিনি আরও জানান, বিজেপির নির্দেশেই সিবিআই তলব করেছিল তাঁকে ৷ স্পষ্ট ভাষায় তাঁর অভিযোগ, দলকে ভয় দেখানোর কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না । তিনি বলেন, "তাদের ভয় দেখানোর কৌশল আমাদের নিরস্ত করতে পারবে না ৷ তৃণমূলের প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থনে বিজেপি আতঙ্কিত ৷ তারা নবজোয়ার যাত্রাকে ভাঙার চেষ্টা করেছিল । দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টাই বৃথা গেল । জনগণের ভালবাসায়, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসছি আগের চেয়ে ৷"
অন্যান্য দিনের মতো, এদিন অবশ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনও জনসভায় ভাষণ দেননি । পরিবর্তে, তিনি আদিবাসী অধ্যুষিত বাঁকুড়া জেলার সিন্ধু এবং কোতুলপুর এলাকায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসাবে দুটি পদযাত্রা করেন ৷ পাশাপাশি সাধারণ মানুষের সাঙ্গেও কথা বলেন । এদিন রাস্তার দু'পাশে জড়ো হওয়া দলীয় সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন অভিষেককে দেখে । দলীয় সূত্রে খবর, সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে নবজোয়ার কর্মসূচিতে নেতৃত্ব দিতে গত 25 এপ্রিল কোচবিহার জেলা থেকে শুরু করে সমগ্র রাজ্য ঘোরার কথা রয়েছে অভিষেকের ৷
অন্যদিকে, গত 30 এপ্রিল ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর ৷ আহত হয়েছিলেন প্রায় ৫০ জন তৃণমূলকর্মী । এদিন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য এবং আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং আহতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে আগামী দিনে আরো বেশি করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন ।
আরও পড়ুন: টাটা ও রাজ্যের যৌথ প্রয়াস, এসএসকেএমে তৈরি ক্যানসার কেয়ার হাব বিল্ডিং