ETV Bharat / state

BJP চৈত্রসেলের মত CPI(M) টাকে কিনে নিয়েছে : অভিষেক - bankura

বাঁকুড়া স্টেডিয়ামে আজ এক কর্মিসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিষেক বলেন, "CPI(M) আগে বলত ইনক্লাব জিন্দাবাদ। আমরা খাব তোমরা বাদ। লাল খাবে সবুজ বাদ।"

abhishekh
author img

By

Published : Mar 18, 2019, 11:45 PM IST

বাকুঁড়া, ১৮ মার্চ : বাঁকুড়া স্টেডিয়ামে আজ এক কর্মিসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় ছিলেন বাঁকুড়া ও এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে সুব্রত মুখোপাধ্যায় ও শ্যামল সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার তৃণমূল বিধায়ক ও নেতারা।

সভায় বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিষেক বলেন, "CPI(M) আগে বলত ইনক্লাব জিন্দাবাদ। আমরা খাব তোমরা বাদ। লাল খাবে সবুজ বাদ। হার্মাদ খাবে, মানুষ বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টি চৈত্রসেলের মত CPI(M) টাকে কিনে নিয়েছে। এখন সেই লাল পতাকাধারীরা যারা ছদ্মবেশে খুন করত, তারা এখন হাতে পদ্ম নিয়ে বলছে জয় শ্রীরাম। "

সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, "যারা যে জায়গাতে দাঁড়িয়ে দল করছেন তারা সেই জায়গাতে দাঁড়িয়ে মন দিয়ে কাজ করুন। এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। ভালো কাজ যদি করেন তবে আগামী দিনে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা খুঁজে পরীক্ষিত সৈনিকদের শীর্ষে এনে সাংগঠনিক দায়িত্ব দেব। আমার কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ হতে পারে। অপছন্দ হতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই লড়াই বাংলার কৃষি, সভ্যতা, সংস্কৃতি, শিল্প, ও ঐতিহ্যের লড়াই। "

অভিষেক জানান, ডায়মন্ড হারবারের ভোট শেষ হওয়ার পর সাত দিন তিনি বাঁকুড়া জেলায় থাকবেন এবং এই সময়ে বাঁকুড়া ও পুরুলিয়াতে মোট ২২ টি জনসভা করবেন।

বাকুঁড়া, ১৮ মার্চ : বাঁকুড়া স্টেডিয়ামে আজ এক কর্মিসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় ছিলেন বাঁকুড়া ও এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে সুব্রত মুখোপাধ্যায় ও শ্যামল সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার তৃণমূল বিধায়ক ও নেতারা।

সভায় বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিষেক বলেন, "CPI(M) আগে বলত ইনক্লাব জিন্দাবাদ। আমরা খাব তোমরা বাদ। লাল খাবে সবুজ বাদ। হার্মাদ খাবে, মানুষ বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টি চৈত্রসেলের মত CPI(M) টাকে কিনে নিয়েছে। এখন সেই লাল পতাকাধারীরা যারা ছদ্মবেশে খুন করত, তারা এখন হাতে পদ্ম নিয়ে বলছে জয় শ্রীরাম। "

সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, "যারা যে জায়গাতে দাঁড়িয়ে দল করছেন তারা সেই জায়গাতে দাঁড়িয়ে মন দিয়ে কাজ করুন। এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। ভালো কাজ যদি করেন তবে আগামী দিনে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা খুঁজে পরীক্ষিত সৈনিকদের শীর্ষে এনে সাংগঠনিক দায়িত্ব দেব। আমার কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ হতে পারে। অপছন্দ হতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই লড়াই বাংলার কৃষি, সভ্যতা, সংস্কৃতি, শিল্প, ও ঐতিহ্যের লড়াই। "

অভিষেক জানান, ডায়মন্ড হারবারের ভোট শেষ হওয়ার পর সাত দিন তিনি বাঁকুড়া জেলায় থাকবেন এবং এই সময়ে বাঁকুড়া ও পুরুলিয়াতে মোট ২২ টি জনসভা করবেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.