ETV Bharat / state

বাঁকুড়ায় প্রশিক্ষণ নিতে আসা যুবকের উত্তরপ্রদেশে গিয়ে কোরোনা সংক্রমণ ধরা পড়ল

গত 14 মার্চ ডাকঘরের প্রশিক্ষণ নিতে এক যুবক উত্তর প্রদেশ থেকে বাঁকুড়া আসেন । 20 মার্চ প্রশিক্ষণ স্থগিত করা হয়। ডাক বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের নিজের নিজের বাড়ি ফিরে যেতে ।এরপর ট্রেনের টিকিট না পাওয়ায় ওই যুবক তাঁর দুই বন্ধুর সঙ্গে বড় কালিতলার ওই লজে থেকে যান। শুরু হয় লকডাউন। আটকে পড়েন তিনি। গত 29 এপ্রিল ওই যুবক বাঁকুড়া থেকে বেরিয়ে যান। সম্ভাব্য কোনও ফলের লরিতে করে তিনি উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছান বলে সূত্রের খবর। সেখানে পৌছানোর পর তার লালারস পরীক্ষা করা হয়।4 মার্চ যুবকের নমুনা সংগ্রহ করা হয় এবং 6 মার্চ কোরোনা পজিটিভ বলে জানা যায়।

sanitised
মুখ্য ডাকঘর
author img

By

Published : May 7, 2020, 9:37 PM IST

বাঁকুড়া ,7মে:উত্তরপ্রদেশের যুবক বাঁকুড়া থেকে ফিরে গিয়ে কোরোনায় আক্রান্ত । এই খবর আসার পরেই বাঁকুড়ার যে লজে তিনি ছিলেন তা স্যানিটাইজড করা হলো ।বাঁকুড়া শহরের বড় কালিতলা এলাকায় একটি লজে এসে ওঠেন উত্তরপ্রদেশের এক যুবক । তিনি বাঁকুড়া মুখ্য ডাকঘরে গ্রামীণ ডাক সেবকের বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন।

গত 14 মার্চ ওই যুবক উত্তরপ্রদেশ থেকে বাঁকুড়া আসেন এবং বাঁকুড়া শহরে মুখ্য ডাকঘরে 16 মার্চ থেকে শুরু হয় প্রশিক্ষণ। 20 মার্চ প্রশিক্ষণ স্থগিত করা হয়। ডাক বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের নিজের নিজের বাড়ি ফিরে যেতে এবং পরবর্তীকালে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়।এরপর ট্রেনের টিকিট না পাওয়ায় ওই যুবক তাঁর দুই বন্ধুর সঙ্গে বড় কালিতলার ওই লজে থেকে যান । শুরু হয় লকডাউন। আটকে পড়েন তিনি। গত 29 এপ্রিল ওই যুবক বাঁকুড়া থেকে বেরিয়ে যান। সম্ভাব্য কোনও ফলের লরিতে করে তিনি উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছান বলে সূত্রের খবর। সেখানে পৌছানোর পর তার লালারস পরীক্ষা করা হয়।4 মার্চ যুবকের নমুনা সংগ্রহ করা হয় এবং 6 মার্চ কোরোনা পজিটিভ বলে জানা যায়।


যেহেতু তার ট্রাভেল হিস্ট্রি ছিল তাই উত্তর প্রদেশ থেকে বাঁকুড়া জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। আজ বড় কালিতলার ওই লজটি জেলা প্রশাসনের তরফে স্যানিটাইজ করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদি ওই ব্যক্তি বাঁকুড়াতে থেকেই আক্রান্ত হয়েছেন তাহলে ইতিমধ্যে বাঁকুড়াতে আরও আক্রান্ত কেউ রয়েছেন বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।এই বিষয়ে বাঁকুড়ার জেলাশাসক অরুণকুমার বলেন, আমাদের কাছে এই বিষয়ে তথ্য আসার পর আমরা খোঁজখবর নিচ্ছি এবং সমস্ত রকম পদক্ষেপ নেওয়া শুরু করেছি।

বাঁকুড়া ,7মে:উত্তরপ্রদেশের যুবক বাঁকুড়া থেকে ফিরে গিয়ে কোরোনায় আক্রান্ত । এই খবর আসার পরেই বাঁকুড়ার যে লজে তিনি ছিলেন তা স্যানিটাইজড করা হলো ।বাঁকুড়া শহরের বড় কালিতলা এলাকায় একটি লজে এসে ওঠেন উত্তরপ্রদেশের এক যুবক । তিনি বাঁকুড়া মুখ্য ডাকঘরে গ্রামীণ ডাক সেবকের বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন।

গত 14 মার্চ ওই যুবক উত্তরপ্রদেশ থেকে বাঁকুড়া আসেন এবং বাঁকুড়া শহরে মুখ্য ডাকঘরে 16 মার্চ থেকে শুরু হয় প্রশিক্ষণ। 20 মার্চ প্রশিক্ষণ স্থগিত করা হয়। ডাক বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের নিজের নিজের বাড়ি ফিরে যেতে এবং পরবর্তীকালে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়।এরপর ট্রেনের টিকিট না পাওয়ায় ওই যুবক তাঁর দুই বন্ধুর সঙ্গে বড় কালিতলার ওই লজে থেকে যান । শুরু হয় লকডাউন। আটকে পড়েন তিনি। গত 29 এপ্রিল ওই যুবক বাঁকুড়া থেকে বেরিয়ে যান। সম্ভাব্য কোনও ফলের লরিতে করে তিনি উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছান বলে সূত্রের খবর। সেখানে পৌছানোর পর তার লালারস পরীক্ষা করা হয়।4 মার্চ যুবকের নমুনা সংগ্রহ করা হয় এবং 6 মার্চ কোরোনা পজিটিভ বলে জানা যায়।


যেহেতু তার ট্রাভেল হিস্ট্রি ছিল তাই উত্তর প্রদেশ থেকে বাঁকুড়া জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। আজ বড় কালিতলার ওই লজটি জেলা প্রশাসনের তরফে স্যানিটাইজ করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদি ওই ব্যক্তি বাঁকুড়াতে থেকেই আক্রান্ত হয়েছেন তাহলে ইতিমধ্যে বাঁকুড়াতে আরও আক্রান্ত কেউ রয়েছেন বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।এই বিষয়ে বাঁকুড়ার জেলাশাসক অরুণকুমার বলেন, আমাদের কাছে এই বিষয়ে তথ্য আসার পর আমরা খোঁজখবর নিচ্ছি এবং সমস্ত রকম পদক্ষেপ নেওয়া শুরু করেছি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.