ETV Bharat / state

লকডাউনে গ্রামের 200 টি গরিব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এক প্রাথমিক শিক্ষক - রোরো

বাঁকুড়ার খাতড়া মহকুমার লক্ষীসাগরনগ্রামের বাসিন্দা সুপ্রভাত লোহার ৷ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন তিনি ৷

a primary teacher distributing food to poor in the lockdown
লকডাউনে গ্রামের 200 টি গরিব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এক প্রাথমিক শিক্ষক
author img

By

Published : Mar 29, 2020, 11:16 PM IST

খাতড়া, 29 মার্চ : লকডাউনের মধ্যে গ্রামের গরিব মানুষদের কাছে নিজের উদ্যোগে রেশন পৌঁছে দিলেন এক ব্যক্তি ৷ নাম সুপ্রভাত লোহার ৷ বাঁকুড়ার খাতড়া মহকুমার লক্ষীসাগরনগ্রামের বাসিন্দা ৷ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন তিনি ৷

a primary teacher distributing food to poor in the lockdown
লকডাউনে গ্রামের 200 টি গরিব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এক প্রাথমিক শিক্ষক
a primary teacher distributing food to poor in the lockdown
গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন সুপ্রভাত লোহার

রাজ্যজুড়ে লকডাউন চলায় গ্রামের গরিব পরিবারের মানুষগুলো প্রায় অনাহারে দিন কাটাতে শুরু করেছে ৷ যদিও কেন্দ্র ও রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্ত গরিব মানুষদের 15 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৷ তবে, এখনও পর্যন্ত সেই সুবিধা এসে পৌঁছায়নি হতদরিদ্র মানুষগুলোর কাছে ৷ প্রধানমন্ত্রীর তরফেও সাহায্যের আবেদন করা হয়েছে সাধারণ মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ সুপ্রভাতবাবু তাঁর দুই প্রতিবেশীকে নিয়ে প্রায় 200 বাড়িতে বিতরণ করলেন খাদ্যশস্য ৷ বিতরণ করলেন চাল, ডাল, আলু, সবজি, ভোজ্যতেল ৷ সুপ্রভাতবাবু বলেন, " বর্তমান পরিস্থিতিতে সমাজের প্রতিটি মানুষের উচিত হতদরিদ্র নিরন্ন মানুষগুলোর মুখে দু'মুঠো অন্ন তুলে দেওয়া ৷ "

খাতড়া, 29 মার্চ : লকডাউনের মধ্যে গ্রামের গরিব মানুষদের কাছে নিজের উদ্যোগে রেশন পৌঁছে দিলেন এক ব্যক্তি ৷ নাম সুপ্রভাত লোহার ৷ বাঁকুড়ার খাতড়া মহকুমার লক্ষীসাগরনগ্রামের বাসিন্দা ৷ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন তিনি ৷

a primary teacher distributing food to poor in the lockdown
লকডাউনে গ্রামের 200 টি গরিব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এক প্রাথমিক শিক্ষক
a primary teacher distributing food to poor in the lockdown
গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন সুপ্রভাত লোহার

রাজ্যজুড়ে লকডাউন চলায় গ্রামের গরিব পরিবারের মানুষগুলো প্রায় অনাহারে দিন কাটাতে শুরু করেছে ৷ যদিও কেন্দ্র ও রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্ত গরিব মানুষদের 15 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৷ তবে, এখনও পর্যন্ত সেই সুবিধা এসে পৌঁছায়নি হতদরিদ্র মানুষগুলোর কাছে ৷ প্রধানমন্ত্রীর তরফেও সাহায্যের আবেদন করা হয়েছে সাধারণ মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ সুপ্রভাতবাবু তাঁর দুই প্রতিবেশীকে নিয়ে প্রায় 200 বাড়িতে বিতরণ করলেন খাদ্যশস্য ৷ বিতরণ করলেন চাল, ডাল, আলু, সবজি, ভোজ্যতেল ৷ সুপ্রভাতবাবু বলেন, " বর্তমান পরিস্থিতিতে সমাজের প্রতিটি মানুষের উচিত হতদরিদ্র নিরন্ন মানুষগুলোর মুখে দু'মুঠো অন্ন তুলে দেওয়া ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.