খাতড়া, 29 মার্চ : লকডাউনের মধ্যে গ্রামের গরিব মানুষদের কাছে নিজের উদ্যোগে রেশন পৌঁছে দিলেন এক ব্যক্তি ৷ নাম সুপ্রভাত লোহার ৷ বাঁকুড়ার খাতড়া মহকুমার লক্ষীসাগরনগ্রামের বাসিন্দা ৷ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ গ্রামের দিন আনা দিন খাওয়া প্রায় 200 টি গরিব পরিবারকে খাদ্যশস্য বিতরণ করলেন তিনি ৷
রাজ্যজুড়ে লকডাউন চলায় গ্রামের গরিব পরিবারের মানুষগুলো প্রায় অনাহারে দিন কাটাতে শুরু করেছে ৷ যদিও কেন্দ্র ও রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্ত গরিব মানুষদের 15 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৷ তবে, এখনও পর্যন্ত সেই সুবিধা এসে পৌঁছায়নি হতদরিদ্র মানুষগুলোর কাছে ৷ প্রধানমন্ত্রীর তরফেও সাহায্যের আবেদন করা হয়েছে সাধারণ মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ সুপ্রভাতবাবু তাঁর দুই প্রতিবেশীকে নিয়ে প্রায় 200 বাড়িতে বিতরণ করলেন খাদ্যশস্য ৷ বিতরণ করলেন চাল, ডাল, আলু, সবজি, ভোজ্যতেল ৷ সুপ্রভাতবাবু বলেন, " বর্তমান পরিস্থিতিতে সমাজের প্রতিটি মানুষের উচিত হতদরিদ্র নিরন্ন মানুষগুলোর মুখে দু'মুঠো অন্ন তুলে দেওয়া ৷ "