ETV Bharat / state

বাঁকুড়ার পদ্মে বোধন লন্ডনের উমার - london durga puja

বাঁকুড়ার কল্যাণী গ্রাম থেকে 12 হাজার পদ্ম যাচ্ছে লন্ডন ৷ বাঁকুড়ার পদ্মেই লন্ডনে হবে উমার বন্দনা ৷

পদ্ম
author img

By

Published : Sep 15, 2019, 2:10 AM IST

Updated : Sep 15, 2019, 6:50 AM IST

বাঁকুড়া, 15 সেপ্টেম্বর : শাক-সবজি থেকে ফল-মূল সব কিছুতেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে সুনাম কুড়িয়েছেন বাঁকুড়ার কৃষকরা । এবার ফুল চাষেও বিদেশের মাটিতে সফল বাঁকুড়া । সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে প্রথমেই যে ফুলের প্রয়োজন হয় তা হল পদ্ম । গত বছর সামান্য পদ্ম বাঁকুড়া থেকে পৌঁছে গিয়েছিল লন্ডনে । এবার 12 হাজার পদ্ম রওনা দেবে বিদেশে । বাঁকুড়ার কল্যাণী গ্রামে ফোঁটা পদ্ম পাড়ি দিচ্ছে লন্ডনে ৷

বাঁকুড়ার ওন্দা ব্লকে কল্যাণী গ্রাম । এই গ্রামের কৃষক রামপদ দাস । বেশ কয়েক বছর ধরেই তিনি পদ্ম চাষ করছেন । স্থানীয় একাধিক পুকুরে তিনি পদ্ম ফুলের চাষ করেন । আগে তাঁর চাষ করা পদ্ম আশেপাশের জেলা এবং কলকাতার পৌঁছে যেত । গত বছর থেকেই তাঁর চাষের পদ্ম আশেপাশের জেলার পাশাপাশি বিদেশেও যাচ্ছে । এবারে একটু বেশি পরিমানেই পদ্ম বিদেশ যাচ্ছে৷ রামপদ জানাচ্ছেন, বিদেশে বাঁকুড়ার পদ্মের চাহিদা রয়েছে এবং দামও বেশ ভালোই মেলে ৷ জেলা উদ্যান পালন বিভাগ থেকে পদ্ম চাষের জন্য বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা মিলছে বলেও জানালেন তিনি ।

বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের একটা বড় সাফল্য পদ্ম চাষ ৷ গত বছরে পরীক্ষামূলকভাবে অল্প কিছু পদ্ম বিভিন্ন এজেন্সির মাধ্যমে লন্ডনে পাঠানো হয়েছিল এবং সেখানে বাঁকুড়া জেলার পদ্মের ভালো চাহিদাও তৈরি হয় । এ বছর বিভিন্ন এজেন্সির মাধ্যমে 12 হাজার পদ্ম পাঠানো হচ্ছে বলেই দাবি বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের । উদ্যান পালন বিভাগের কথায়, এখানকার পদ্মের রঙ, আকার এবং গঠনের জন্য চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । ফসলের ভালো দামও মিলছে ।

বাঁকুড়া, 15 সেপ্টেম্বর : শাক-সবজি থেকে ফল-মূল সব কিছুতেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে সুনাম কুড়িয়েছেন বাঁকুড়ার কৃষকরা । এবার ফুল চাষেও বিদেশের মাটিতে সফল বাঁকুড়া । সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে প্রথমেই যে ফুলের প্রয়োজন হয় তা হল পদ্ম । গত বছর সামান্য পদ্ম বাঁকুড়া থেকে পৌঁছে গিয়েছিল লন্ডনে । এবার 12 হাজার পদ্ম রওনা দেবে বিদেশে । বাঁকুড়ার কল্যাণী গ্রামে ফোঁটা পদ্ম পাড়ি দিচ্ছে লন্ডনে ৷

বাঁকুড়ার ওন্দা ব্লকে কল্যাণী গ্রাম । এই গ্রামের কৃষক রামপদ দাস । বেশ কয়েক বছর ধরেই তিনি পদ্ম চাষ করছেন । স্থানীয় একাধিক পুকুরে তিনি পদ্ম ফুলের চাষ করেন । আগে তাঁর চাষ করা পদ্ম আশেপাশের জেলা এবং কলকাতার পৌঁছে যেত । গত বছর থেকেই তাঁর চাষের পদ্ম আশেপাশের জেলার পাশাপাশি বিদেশেও যাচ্ছে । এবারে একটু বেশি পরিমানেই পদ্ম বিদেশ যাচ্ছে৷ রামপদ জানাচ্ছেন, বিদেশে বাঁকুড়ার পদ্মের চাহিদা রয়েছে এবং দামও বেশ ভালোই মেলে ৷ জেলা উদ্যান পালন বিভাগ থেকে পদ্ম চাষের জন্য বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা মিলছে বলেও জানালেন তিনি ।

বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের একটা বড় সাফল্য পদ্ম চাষ ৷ গত বছরে পরীক্ষামূলকভাবে অল্প কিছু পদ্ম বিভিন্ন এজেন্সির মাধ্যমে লন্ডনে পাঠানো হয়েছিল এবং সেখানে বাঁকুড়া জেলার পদ্মের ভালো চাহিদাও তৈরি হয় । এ বছর বিভিন্ন এজেন্সির মাধ্যমে 12 হাজার পদ্ম পাঠানো হচ্ছে বলেই দাবি বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের । উদ্যান পালন বিভাগের কথায়, এখানকার পদ্মের রঙ, আকার এবং গঠনের জন্য চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । ফসলের ভালো দামও মিলছে ।

Intro:শাকসবজি থেকে ফল মূল সবেতেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাফল্যের সাথে সুনাম কুড়িয়েছে বাঁকুড়া জেলার চাষিরা। এবার ফুলেতেও বিদেশের মাটিতে সফল বাঁকুড়ার ফুল চাষি। সামনেই পুজো আর পুজো মানেই প্রথমেই যে ফুলের প্রয়োজন হয় তা হলো পদ্ম। গতবছর সামান্য পদ্ম বাঁকুড়া থেকে পৌঁছে গিয়েছিল লন্ডনে। এবার বারো হাজার পদ্ম রওনা দেবে বিদেশের দুর্গা পুজোর উদ্দেশ্যে। বাঁকুড়া কল্যাণী গ্রামের চাষীর চাষ করা পদ্ম ফুল পাড়ি দিচ্ছে লন্ডনের উদ্দেশ্যে।Body:বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী অঞ্চলের কল্যাণী গ্রাম। এই গ্রামের চাষি রামপদ দাস। বেশ কয়েক বছর ধরেই তিনি পদ্ম চাষ করছেন। স্থানীয় একাধিক পুকুরে তিনি পদ্ম ফুলের চাষ করছেন। আগে তাঁর চাষ করা পদ্ম বাঁকুড়া জেলা ছাড়িয়ে আশেপাশের জেলা এবং কলকাতার দুর্গা মণ্ডপে পৌঁছে যেত। গত বছর থেকেই তাঁর চাষের পদ্ম আশেপাশের জেলার পাশাপাশি বিদেশে যাচ্ছে। এবারে একটু বেশি পরিমানেই পদ্ম বিদেশের দুর্গা পুজাতে যাচ্ছে। চাষির কথায় বিদেশে বাঁকুড়ার পদ্মের চাহিদা রয়েছে এবং দামও বেশ ভালোই যার ফলে উৎসাহী হয়ে আরও বেশি পরিমানে পদ্ম চাষ করাও পরিকল্পনা রয়েছে তাঁর। জেলা উদ্যান পালন বিভাগের দফতর থেকে পদ্ম চাষের জন্য বিভিন্ন ধরনের সরকারী সুযোগ সুবিধা মিলছে বলেই জানালেন তিনি।Conclusion:বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের একটা বড় সাফল্য পদ্ম চাষ এমনটায় দাবি উদ্যন পালনের বিভাগ। গত বছরে পরীক্ষামুলক ভাবে সামান্য পদ্ম বিভিন্ন এজেন্সির মাধ্যমে লন্ডনে পাঠানো হয়েছিল এবং সেখানে বাঁকুড়া জেলার পদ্মের ভালো চাহিদাও তৈরি হয়। এবছর বিভিন্ন এজেন্সির মাধ্যমে বারো হাজার পদ্ম পাঠানো হচ্ছে বলেই দাবি বাঁকুড়া জেলা উদ্যন পালন বিভাগের। উদ্যন পালন বিভাগের কথায় বাঁকুড়া জেলার পদ্ম রঙ, আকার এবং গঠনের জন্য এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফসলের ভালো দামও পাচ্ছেন চাষি। যার ফলে আগামী দিনে জেলায় পদ্মের উৎপাদন বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দফতর।


বাইট -
মলয় কুমার মাজি (ডেপুটি ডিরেক্টর, বাঁকুড়া উদ্যান পালন দপ্তর)

রামপদ দাস (পদ্ম চাষি)
Last Updated : Sep 15, 2019, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.