ETV Bharat / state

সংকোশ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক - Alipurduar

এদিন ওই এলাকার তিন যুবক একসঙ্গে স্নান করতে যায় সংকোশ নদীতে । প্রত্যেকেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । স্নান করতে জলে নামার কিছুক্ষণ পরই তাঁরা নদীর স্রোতে ভেসে যায় ।

সংকোশ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক
সংকোশ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক
author img

By

Published : Jun 24, 2021, 6:52 AM IST

আলিপুরদুয়ার, 24 জুন: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ৷ ঘটনাটি ঘটে বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলার অসম সীমানায় সংকোশ নদীতে ।

এদিন ওই এলাকার তিন যুবক শিবকুমার দাস, অনুপম দাস এবং দেবাশিস দাস (তিনজনের বয়সই 17) একসঙ্গে স্নান করতে যায় সংকোশ নদীতে । প্রত্যেকেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । স্নান করতে জলে নামার কিছুক্ষণ পরই তাঁরা নদীর স্রোতে ভেসে যায় । যদিও অনুপম ও দেবাশিষ কোনও রকমে নদীর চরের কাছে এসে প্রাণ বাঁচায় । সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা । পরে তাঁদের চিকিৎসার জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সংকোশ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক

যদিও শিবকুমার দাস এখনও নিখোঁজ । ঘটনাস্থলে আলিপুরদুয়ার থেকে সিভিল ডিফেন্স টিম এসে পৌঁছেছে । যদিও এখনও অবধি শিবকুমারের খোঁজ মেলেনি ৷

আলিপুরদুয়ার, 24 জুন: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ৷ ঘটনাটি ঘটে বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলার অসম সীমানায় সংকোশ নদীতে ।

এদিন ওই এলাকার তিন যুবক শিবকুমার দাস, অনুপম দাস এবং দেবাশিস দাস (তিনজনের বয়সই 17) একসঙ্গে স্নান করতে যায় সংকোশ নদীতে । প্রত্যেকেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । স্নান করতে জলে নামার কিছুক্ষণ পরই তাঁরা নদীর স্রোতে ভেসে যায় । যদিও অনুপম ও দেবাশিষ কোনও রকমে নদীর চরের কাছে এসে প্রাণ বাঁচায় । সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা । পরে তাঁদের চিকিৎসার জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সংকোশ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক

যদিও শিবকুমার দাস এখনও নিখোঁজ । ঘটনাস্থলে আলিপুরদুয়ার থেকে সিভিল ডিফেন্স টিম এসে পৌঁছেছে । যদিও এখনও অবধি শিবকুমারের খোঁজ মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.