ETV Bharat / state

আলিপুরদুয়ারের কোয়ারানটিন সেন্টারে যুবতির শ্লীলতাহানির অভিযোগ - tribal young woman molestation at quarantine center

আলিপুরদুয়ারে এক সরকারি কোয়ারানটিন সেন্টারে যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল সাফাইকর্মীর বিরুদ্ধে ।

যুবতির শ্লীলতাহানি ৷
আলিপুরদুয়ারের কোয়ারানটিন সেন্টারে যুবতির শ্লীলতাহানির অভিযোগ
author img

By

Published : Jun 28, 2020, 10:37 PM IST

Updated : Jun 29, 2020, 7:35 AM IST

আলিপুরদুয়ার, 28 জুন : কোয়ারানটিন সেন্টারে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ অভিযুক্ত ওই কোয়ারানটিন সেন্টারেরই সাফাই কর্মী । আলিপুরদুয়ারের শামুকতলা এলাকার ঘটনা । সেন্টারটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ওই যুবতির লিখিত অভিযোগের ভিত্তিতে সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে শামুকতলা থানার পুলিশ ।

অভিযুক্ত সাফাইকর্মীর নাম মিঠুন পাল । বাড়ি বিন্দিপাড়া এলাকায় ৷ অন্যদিকে শামুকতলা থানা এলাকার বাসিন্দা ওই আদিবাসী যুবতি ৷ তিনি কর্মসূত্রে দিল্লি থাকতেন । গত শনিবার এলাকায় ফেরেন । এরপরই তাঁকে সেন্ট জেভিয়ার্স স্কুলের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । যুবতির অভিযোগ, শনিবার রাত বারোটা নাগাদ তিনি যখন বাথরুমের খোঁজ করছিলেন সেই সময় সাফাই কর্মী মিঠুন পাল তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে । যুবতির চিৎকারে অন্য আবাসিকরা বাইরে বেরিয়ে আসে ৷ সেখান থেকে পালিয়ে যায় মিঠুন ।

রবিবার সকালে যুবতির অভিযোগ পেয়ে মিঠুন পালকে বিন্দিপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । শামুকতলা থানার আধিকারিক বিরাজ মুখোপাধ্যায় বলেন, "শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে । মিঠুন পালকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার তাকে কোর্টে তোলা হবে ।"

জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, তদন্ত শুরু করেছে পুলিশ । স্বাস্থ্য বিভাগও আলাদা করে তদন্ত শুরু করেছে ।

আলিপুরদুয়ার, 28 জুন : কোয়ারানটিন সেন্টারে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ অভিযুক্ত ওই কোয়ারানটিন সেন্টারেরই সাফাই কর্মী । আলিপুরদুয়ারের শামুকতলা এলাকার ঘটনা । সেন্টারটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ওই যুবতির লিখিত অভিযোগের ভিত্তিতে সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে শামুকতলা থানার পুলিশ ।

অভিযুক্ত সাফাইকর্মীর নাম মিঠুন পাল । বাড়ি বিন্দিপাড়া এলাকায় ৷ অন্যদিকে শামুকতলা থানা এলাকার বাসিন্দা ওই আদিবাসী যুবতি ৷ তিনি কর্মসূত্রে দিল্লি থাকতেন । গত শনিবার এলাকায় ফেরেন । এরপরই তাঁকে সেন্ট জেভিয়ার্স স্কুলের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । যুবতির অভিযোগ, শনিবার রাত বারোটা নাগাদ তিনি যখন বাথরুমের খোঁজ করছিলেন সেই সময় সাফাই কর্মী মিঠুন পাল তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে । যুবতির চিৎকারে অন্য আবাসিকরা বাইরে বেরিয়ে আসে ৷ সেখান থেকে পালিয়ে যায় মিঠুন ।

রবিবার সকালে যুবতির অভিযোগ পেয়ে মিঠুন পালকে বিন্দিপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । শামুকতলা থানার আধিকারিক বিরাজ মুখোপাধ্যায় বলেন, "শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে । মিঠুন পালকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার তাকে কোর্টে তোলা হবে ।"

জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, তদন্ত শুরু করেছে পুলিশ । স্বাস্থ্য বিভাগও আলাদা করে তদন্ত শুরু করেছে ।

Last Updated : Jun 29, 2020, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.