আলিপুরদুয়ার , 15 মার্চ : জ্বর-সর্দি-কাশি নিয়ে কিছুদিন আগেই বাংলাদেশের এক পর্যটক হাসপাতালে ভরতি হয়েছিলেন । এবার ভিন রাজ্যের দুই লরি চালক জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভরতি হলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ।
আজ দুপুরে অসম সীমানার পাকড়িগুড়িতে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দূরপাল্লার লরি চালকদের থার্মাল স্ক্যানিং শুরু করে । সেই সময় দুই চালকের ভ্রমণের ইতিহাস জানার পর, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজেদের হেপাজতে নিয়ে নেয় জেলা স্বাস্থ্যদপ্তর । ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোরোনা আতঙ্ক ছড়িয়েছে । তবে ওই দুই চালক নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত কি না তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি জেলা স্বাস্থ্য দপ্তর ।
প্রাথমিক পরীক্ষায় সন্দেহ হওয়ায় তাঁদের তাড়াতাড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর তাঁদের ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালের কোরোনা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে । জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে , দু'জন লরি চালকই প্রবল জ্বরে আক্রান্ত । দেহের তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট । সেই সঙ্গে তাদের সর্দি-কাশি রয়েছে । তবে তাঁরা কোরোনায় আক্রান্ত কি না তা পরীক্ষা করার পর জানা যাবে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর ।