ETV Bharat / state

Road Accident in Alipurduar : পুলিশের তাড়ায় পালাতে গিয়ে বালিবোঝাই ট্রাকের ধাক্কা টোটোতে, মৃত দুই

আলিপুরদুয়ারের বীরপাড়া আইটিআই মোড়ে পথ দুর্ঘটনায় এক টোটোচালক ও যাত্রীর মৃত্যু। অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি বালিবোঝাই লরি ওই টোটোকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের (Two People Die in Road Accident in Alipurduar)। যার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশের।

Road Accident in Alipurduar
ট্রাকের ধাক্কায় মৃত্যু এক টোটোচালক-সহ এক যাত্রীর
author img

By

Published : Mar 14, 2022, 5:33 PM IST

আলিপুরদুয়ার, 14 মার্চ : আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় বালি ও পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু 2 ব্যক্তির (Two People Die in Road Accident in Alipurduar) এবং গুরুতর আহত 5 জন।

আলিপুরদুয়ারের অন্তর্গত বীরপাড়া চৌপথি সংলগ্ন এলাকা হল বীরপাড়া ৷ এদিন সেখান থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই ট্রাক ৷ সেই ট্রাকটিকে ধাওয়া করে পুলিশ। বালিবোঝাই ট্রাকটির চালক পালাতে গিয়ে দু'টি টোটোকে সজোরে ধাক্কা মেরে পাশের একটি দোকানে ঢুকে যায়। ঘটনায় টোটোচালক ও এক মহিলা টোটো আরোহীর মৃত্যু হয় । গুরুতর আহত হন 5 জন।

আরও পড়ুন : Road Accident in kandi : নিয়ন্ত্রণ হারিয়ে কার্লভার্টে ধাক্কা বাইকের, মৃত 4 যুবক

এরপরেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । কর্তব্যরত সিভিক পুলিশ (Civic Police) কর্মীদের মারধোর করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য্য ও মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ৷

আলিপুরদুয়ার, 14 মার্চ : আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় বালি ও পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু 2 ব্যক্তির (Two People Die in Road Accident in Alipurduar) এবং গুরুতর আহত 5 জন।

আলিপুরদুয়ারের অন্তর্গত বীরপাড়া চৌপথি সংলগ্ন এলাকা হল বীরপাড়া ৷ এদিন সেখান থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই ট্রাক ৷ সেই ট্রাকটিকে ধাওয়া করে পুলিশ। বালিবোঝাই ট্রাকটির চালক পালাতে গিয়ে দু'টি টোটোকে সজোরে ধাক্কা মেরে পাশের একটি দোকানে ঢুকে যায়। ঘটনায় টোটোচালক ও এক মহিলা টোটো আরোহীর মৃত্যু হয় । গুরুতর আহত হন 5 জন।

আরও পড়ুন : Road Accident in kandi : নিয়ন্ত্রণ হারিয়ে কার্লভার্টে ধাক্কা বাইকের, মৃত 4 যুবক

এরপরেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । কর্তব্যরত সিভিক পুলিশ (Civic Police) কর্মীদের মারধোর করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য্য ও মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.