ETV Bharat / state

"তৃণমূল এক নদী রক্ত দেবে, গোর্খাল্যান্ডের নামে রাজ্য ভাগ হতে দেব না" - rajib

"প্রয়োজনে তৃণমূল কর্মীরা এক নদী রক্ত দেবে। তবু গোর্খাল্যান্ডের নামে রাজ্য ভাগ হতে দেব না।" আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।

রাজীব ব্যানার্জি
author img

By

Published : Mar 26, 2019, 10:11 AM IST

আলিপুরদুয়ার, ২৬ মার্চ : "প্রয়োজনে তৃণমূল কর্মীরা এক নদী রক্ত দেবে। তবু গোর্খাল্যান্ডের নামে রাজ্য ভাগ হতে দেব না।" আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।

BJP প্রার্থী জন বারলাকে আক্রমণ করে বাজীববাবু বলেন, "যারা বিচ্ছিন্নতাবাদী শক্তিদের মদত দিচ্ছে, দেশ ধ্বংস করতে চাইছে তাদের মানুষ যোগ্যে জবাব দেবে। কারা বিভাজনের রাজনীতি চায় সেটা স্পষ্ট। এর আগে দার্জিলিঙের যিনি সাংসদ ছিলেন তিনি গোর্খাল্যান্ড হওয়ার জন্য সমর্থন করে গেছেন। এখানে যাঁদের প্রার্থী করা হয়েছে তারা চাইছে অশান্তি, হিংসা বাধিয়ে রাজ্যটাকে ভাগ করে দিতে। এই চক্রান্ত মানুষ বুঝে গেছে।"

ভিডিয়োয় শুনুন রাজীব ব্যানার্জির বক্তব্য

রাজীববাবু আরও বলেন, "উত্তরবঙ্গে কারা বিভাজনের রাজনীতি করছে মানুষের কাছে তা স্পষ্ট। BJP এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে প্রার্থী করেছে। আলিপুরদুয়ারের মানুষ ভোট দিয়ে তাঁর জামানত জব্দ করবে। "

আলিপুরদুয়ার, ২৬ মার্চ : "প্রয়োজনে তৃণমূল কর্মীরা এক নদী রক্ত দেবে। তবু গোর্খাল্যান্ডের নামে রাজ্য ভাগ হতে দেব না।" আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।

BJP প্রার্থী জন বারলাকে আক্রমণ করে বাজীববাবু বলেন, "যারা বিচ্ছিন্নতাবাদী শক্তিদের মদত দিচ্ছে, দেশ ধ্বংস করতে চাইছে তাদের মানুষ যোগ্যে জবাব দেবে। কারা বিভাজনের রাজনীতি চায় সেটা স্পষ্ট। এর আগে দার্জিলিঙের যিনি সাংসদ ছিলেন তিনি গোর্খাল্যান্ড হওয়ার জন্য সমর্থন করে গেছেন। এখানে যাঁদের প্রার্থী করা হয়েছে তারা চাইছে অশান্তি, হিংসা বাধিয়ে রাজ্যটাকে ভাগ করে দিতে। এই চক্রান্ত মানুষ বুঝে গেছে।"

ভিডিয়োয় শুনুন রাজীব ব্যানার্জির বক্তব্য

রাজীববাবু আরও বলেন, "উত্তরবঙ্গে কারা বিভাজনের রাজনীতি করছে মানুষের কাছে তা স্পষ্ট। BJP এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে প্রার্থী করেছে। আলিপুরদুয়ারের মানুষ ভোট দিয়ে তাঁর জামানত জব্দ করবে। "

Intro:WB_ALP_02_250319_AREST ARMS BJP_7203916_BT_RUPABody:WB_ALP_02_250319_AREST ARMS BJP_7203916_BT_RUPAConclusion:WB_ALP_02_250319_AREST ARMS BJP_7203916_BT_RUPA

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.