ETV Bharat / state

উত্তরবঙ্গে জমি ফিরে পেতে পাখির চোখ 21 জুলাই - TMC

দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে পাখির চোখ করেছে তৃণমূল । সেই লক্ষ্যে উত্তরবঙ্গে তিন জেলার ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।

অরূপ বিশ্বাস
author img

By

Published : Jun 30, 2019, 4:22 AM IST

Updated : Jun 30, 2019, 5:59 AM IST

আলিপুরদুয়ার, 30 জুন : লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দলের শোচনীয় ফলের পর রীতিমতো তলানিতে ঠেকে যাওয়া দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে পাখির চোখ করেছে তৃণমূল । সেই লক্ষ্যে উত্তরবঙ্গে তিন জেলার ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই তিন জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ ।

অরূপ বিশ্বাসের এবারের উত্তরবঙ্গ সফর আগের সফরগুলোর থেকে রাজনৈতিকভাবে আলাদা । আগের সফরগুলোয় অরূপ জেলায় এসে শুধুমাত্র হাতে গোনা প্রথম সারির জনা কয়েক নেতাদের সঙ্গে বৈঠক করে চলে যেতেন । তবে, এবারের সফরে তিনি তাঁর সেই পরিচিত রাজনৈতিক পরিসর থেকে কিছুটা অন্য পথে হাঁটলেন ।

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

শনিবার আলিপুরদুয়ারে দিনভর বুথ স্তর থেকে শুরু করে দলীয় কাউন্সিলর-জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন । প্রথমে তিনি জেলা পরিষদ সদস্য, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা নেতা, মহিলা সংগঠন এবং সব শেষে জেলার ছাত্র যুবদের সঙ্গে বৈঠক করেন ।

লোকসভা নির্বাচনে পরাজয়ের পর আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের কোনও রকম রাজনৈতিক কর্মসূচি হয়নি । অন্যদিকে, রাজনৈতিকভাবে তৃণমূল থেকে BJP-তে নাম লেখানোর পালা অব্যাহত । তৃণমূলের দলীয় পঞ্চায়েত থেকে শুরু করে দলীয় বিধায়করা ইতিমধ্যেই BJP-তে যোগদান করেছেন ।

আলিপুরদুয়ার, 30 জুন : লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দলের শোচনীয় ফলের পর রীতিমতো তলানিতে ঠেকে যাওয়া দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে পাখির চোখ করেছে তৃণমূল । সেই লক্ষ্যে উত্তরবঙ্গে তিন জেলার ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই তিন জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ ।

অরূপ বিশ্বাসের এবারের উত্তরবঙ্গ সফর আগের সফরগুলোর থেকে রাজনৈতিকভাবে আলাদা । আগের সফরগুলোয় অরূপ জেলায় এসে শুধুমাত্র হাতে গোনা প্রথম সারির জনা কয়েক নেতাদের সঙ্গে বৈঠক করে চলে যেতেন । তবে, এবারের সফরে তিনি তাঁর সেই পরিচিত রাজনৈতিক পরিসর থেকে কিছুটা অন্য পথে হাঁটলেন ।

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

শনিবার আলিপুরদুয়ারে দিনভর বুথ স্তর থেকে শুরু করে দলীয় কাউন্সিলর-জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন । প্রথমে তিনি জেলা পরিষদ সদস্য, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা নেতা, মহিলা সংগঠন এবং সব শেষে জেলার ছাত্র যুবদের সঙ্গে বৈঠক করেন ।

লোকসভা নির্বাচনে পরাজয়ের পর আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের কোনও রকম রাজনৈতিক কর্মসূচি হয়নি । অন্যদিকে, রাজনৈতিকভাবে তৃণমূল থেকে BJP-তে নাম লেখানোর পালা অব্যাহত । তৃণমূলের দলীয় পঞ্চায়েত থেকে শুরু করে দলীয় বিধায়করা ইতিমধ্যেই BJP-তে যোগদান করেছেন ।

Intro:আলিপুরদুয়ারঃ-উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে দলের শোচনীয় হারে তলানিতে ঠেকে যাওয়া দলীয় নেতা, কর্মীদের মনোবল চাঙ্গা করতে ২১ শে জুলাই শহিদ দিবসের মঞ্চকে পাখির চোখ করেছে তৃনমুল।

Body:সেই লক্ষ্যে উত্তরবঙ্গে দলের তিন জেলার পর্যবেক্ষক মন্ত্রী অরুপ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,দার্জিলিং এই তিন জেলার দলীয় পর্যবেক্ষক অরুপ বিশ্বাস।

প্রসঙ্গত অরুপ বিশ্বাসের এবারের উত্তরবঙ্গ সফর আগের সফর গুলোর থেকে রাজনৈতিক ভাবে ভিন্ন। পূর্বের সফর গুলোতে অরুপ জেলায় এসে শুধুমাত্র হাতে গোনা জেলার প্রথম সারির জনা কয়েক নেতাদের সাথে বৈঠক করে চলে যেতেন।তবে এবারের সফরে তিনি একেবারেই তার পরিচিত সাহেবি রাজনৈতিক পরিসর থেকে কিছুটা অন্য পথে হাটলেন।

শনিবার সেই উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার একটি বেসরকারি অভিজাত হোটেলের বাতানুকুল কক্ষে দিনভর বুথ স্তর থেকে শুরু করে দলীয় কাউন্সিলর জেলা নেতৃত্বের সাথে দফায় দফায় বৈঠক করেন।
এদিন তিনি প্রথমে জেলাপরিষদ সদস্য, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা নেতা, মহিলা সংগঠন এবং সব শেষে জেলার ছাত্র যুবদের সাথে বৈঠক করেন।

উল্লেখ্য লোকসভা নির্বাচনে পরাজয়ের পর আলিপুরদুয়ার জেলায় তৃনমুলের কোন রকমের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়নি।অন্যদিকে রাজনৈতিক ভাবে তৃনমুল থেকে বিজেপিতে নাম লেখানোর পালা অব্যাহত।তৃনমুলের দলীয় পঞ্চায়েত থেকে শুরু করে দলীয় বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছে।

Conclusion:তৃনমূলের আশংকা এভাবে চলতে থাকলে অচিরেই তাদের দলীয় সংগঠন অস্তিত্ব হারাবে। সুতরাং ২১ জুলাইকে সামনে রেখে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মন্ত্রী অরুপ বিশ্বাসের এবারের উত্তরবঙ্গ সফর বলে তৃনমুল সূত্রের খবর।
Last Updated : Jun 30, 2019, 5:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.