আলিপুরদুয়ার , 1 অগাস্ট : দরজা বন্ধ ক্লাস রুমের ৷ স্কুলের মধ্যেই টিক টক ভিডিয়ো বানানোর অভিযোগ উঠল ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সলসলা বাড়ি মডেল হাইস্কুলের ৷
বুধবার দুপুরে স্কুলের মধ্যে ক্লাসরুমের দরজা বন্ধ করে ভিডিয়ো বানায় ছাত্র-ছাত্রীরা ৷ ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের প্রাক্তন ছাত্র এবং অভিভাবকরা ৷ অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানায় একাংশ । স্কুল চলাকালীন দরজা বন্ধ করে ছাত্র-ছাত্রীরা কিভাবে টিক টক ভিডিয়ো তৈরি করলেন সেই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে কৈফয়েত চেয়েছেন প্রাক্তন ছাত্ররা । অন্যদিকে স্কুলের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ৷
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সজলকান্তি ঘোষ বলেন, "ছাত্রছাত্রীদের বার বার মোবাইলের অপব্যবহার নিয়ে সচেতন করেছি । মোবাইল নিষিদ্ধ করার নোটিশও দিয়েছি । আমাদের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের থেকে মোবাইল নিয়ে আসেন । তা সত্ত্বেও লুকিয়ে মোবাইল এনে ওরা ভিডিয়ো ভাইরাল করেছে । আগামীকাল থেকে স্কুলের ইউনিট টেস্ট রয়েছে । সাতদিন বাদে ওদের অভিভাবকদের ডেকে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে । "