ETV Bharat / state

কথা দিয়েও পুজোয় বাড়ি আসা হবে না রাজীবের

বাড়িতে বলেছিলেন পুজোতে বাড়ি ফিরবেন । মেয়ে হয়েছে মাস আটেক হল । তাকেও অনেকদিন দেখা হয়নি রাজীবের । অনেক স্বপ্ন বুকে রেখে সময় গুনছিলেন রাজীব । কিন্তু তা আর হল না । পাকিস্তান সেনার ছোড়া গুলিতে শহিদ হলেন তিনি । সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময় চলে বেশ কয়েকঘণ্টা । আহত হন রাজীব থাপা । তিনি গোর্খা রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন । গুরুতর আহত রাজীবকে সেনা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

রাজীব থাপা
author img

By

Published : Aug 23, 2019, 11:45 PM IST

আলিপুরদুয়ার, 23 অগাস্ট : বাড়িতে বলেছিলেন পুজোতে বাড়ি ফিরবেন । মেয়ে হয়েছে মাস আটেক হল । তাকেও অনেকদিন দেখা হয়নি রাজীবের । অনেক স্বপ্ন বুকে রেখে সময় গুনছিলেন রাজীব । কিন্তু তা আর হল না । পাকিস্তান সেনার ছোড়া গুলিতে শহিদ হলেন তিনি ।

সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময় চলে বেশ কয়েকঘণ্টা । আহত হন রাজীব থাপা । তিনি গোর্খা রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন । গুরুতর আহত রাজীবকে সেনা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া বাসিন্দা রাজীবের বেড়ে ওঠা চা বাগানে । বাবা কুমার থাপা, মা রিনা থাপা, স্ত্রী খুশবু থাপা ও 8 মাস বয়সী মেয়ে বর্তমান । এবার পুজোতে বাড়িতে আসার কথা ছিল রাজীবের । শহিদ হওয়ার খবর আসা মাত্রই মেচপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, "পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় । তাতে নায়েক রাজীব থাপা শহিদ হন । রাজীব একজন সাহসী, অত্যন্ত অনুপ্রাণিত এবং মানুষ হিসেবে আন্তরিক ছিলেন । ত্যাগ ও কর্তব্য নিবেদনের জন্য দেশ তার প্রতি কৃতজ্ঞ থাকবে ।"

আলিপুরদুয়ার, 23 অগাস্ট : বাড়িতে বলেছিলেন পুজোতে বাড়ি ফিরবেন । মেয়ে হয়েছে মাস আটেক হল । তাকেও অনেকদিন দেখা হয়নি রাজীবের । অনেক স্বপ্ন বুকে রেখে সময় গুনছিলেন রাজীব । কিন্তু তা আর হল না । পাকিস্তান সেনার ছোড়া গুলিতে শহিদ হলেন তিনি ।

সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময় চলে বেশ কয়েকঘণ্টা । আহত হন রাজীব থাপা । তিনি গোর্খা রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন । গুরুতর আহত রাজীবকে সেনা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া বাসিন্দা রাজীবের বেড়ে ওঠা চা বাগানে । বাবা কুমার থাপা, মা রিনা থাপা, স্ত্রী খুশবু থাপা ও 8 মাস বয়সী মেয়ে বর্তমান । এবার পুজোতে বাড়িতে আসার কথা ছিল রাজীবের । শহিদ হওয়ার খবর আসা মাত্রই মেচপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, "পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় । তাতে নায়েক রাজীব থাপা শহিদ হন । রাজীব একজন সাহসী, অত্যন্ত অনুপ্রাণিত এবং মানুষ হিসেবে আন্তরিক ছিলেন । ত্যাগ ও কর্তব্য নিবেদনের জন্য দেশ তার প্রতি কৃতজ্ঞ থাকবে ।"

Intro:জলপাইগুড়িঃঃপুজোতে বাড়ি ফেরা হল না রাজোব থাপার। পাকিস্তানের ছোড়া গুলিতে শহীদ হলেন আলিপুরদুয়ার জেলার মেচপাড়া বাসিন্দা শহীদ রাজীব থাপা(৩৪]।Body:রাজীব থাপা আলিপুরদুয়ার জেলার ক কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের আট নং এলাকার বাসিন্দা। তার বাবা কুমার থাপা মা রিনা থাপা তার স্ত্রী খুশবু থাপা বর্তুমান।রাজীবের আট মাসের কন‍্যা সন্তান কাব‍্যা থাপা রয়েছে।এবারের পুজোতে বাড়িতে আসার কথা ছিল রাজীবের। শহীদ রাজীব থাপা 5/3 গোরখা রেজিমেন্টের নায়েক পদে কর্মরত ছিলেন আজ সকালে জন্মু কশ্মীরে রাজৌরি সেক্টরে পাকিস্তানের ছোড়া গুলিতে সে শহীদ হন । Conclusion:এই খবর আসা মাত্র মেচপাড়া এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।রাজীবের বাড়তে পৌছান বিভিন্ন দলের নেতা নেত্রীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.