ETV Bharat / state

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালেই হবে সোয়াব টেস্ট - সোয়াব টেস্ট আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলাতেই হবে কোরোনা পরীক্ষা ৷ সেক্ষেত্রে আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে সোয়াব টেস্ট করা হবে । সোয়াব টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর ভরসা করে থাকতে হবে না জেলা স্বাস্থ্য বিভাগকে ৷

Alipurduar
আলিপুরদুয়ার
author img

By

Published : May 12, 2020, 7:57 PM IST

আলিপুরদুয়ার , 12 মে : আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে এবার থেকে সোয়াব টেস্ট করা হবে ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আজ এমনটাই জানানো হয়েছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , আলিপুরদুয়ার জেলাতেই হবে কোরোনা পরীক্ষা ৷ আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে সোয়াব টেস্ট করা হবে । সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য বিভাগকে কোরোনার সোয়াব টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে তাকিয়ে থাকতে হবে না । সোয়াব টেস্টের জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রুন্যাট মেশিন ইনস্টল করা হয়েছে । এই মেশিন পরিচালনা করতে হাসপাতাল ল্যাবের টেকনিশিয়ানদের ট্রেনিং দেওয়া হয়েছে । আজ থেকে সেখানেই সোয়াব (লালারস) টেস্ট করা হবে । এক্ষেত্রে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ কোরোনা মোকাবিলায় আরও একধাপ এগিয়ে গেল ।

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের উপমুখ্য স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্বামী বলেন , ‘‘জেলায় এই সোয়াব টেস্ট চালু হওয়ায় কোরোনার বিরুদ্ধে লড়াই করতে আমরা অনেকটাই এগিয়ে গেলাম । এতদিন পর্যন্ত কোরোনার সোয়াব টেস্টের জন্য আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হত । রিপোর্ট হাতে পেতে প্রায় 24 ঘণ্টা সময় লেগে যেত । এখন থেকে সেই সমস্যা দূর হল । এবার কোরোনা পজ়িটিভ রোগীর ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিতে পারব । পাশাপাশি পজ়িটিভ ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন , তাঁদের চিহ্নিত করতেও আমাদের সুবিধা হবে ।’’

আলিপুরদুয়ার , 12 মে : আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে এবার থেকে সোয়াব টেস্ট করা হবে ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আজ এমনটাই জানানো হয়েছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , আলিপুরদুয়ার জেলাতেই হবে কোরোনা পরীক্ষা ৷ আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে সোয়াব টেস্ট করা হবে । সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য বিভাগকে কোরোনার সোয়াব টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে তাকিয়ে থাকতে হবে না । সোয়াব টেস্টের জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রুন্যাট মেশিন ইনস্টল করা হয়েছে । এই মেশিন পরিচালনা করতে হাসপাতাল ল্যাবের টেকনিশিয়ানদের ট্রেনিং দেওয়া হয়েছে । আজ থেকে সেখানেই সোয়াব (লালারস) টেস্ট করা হবে । এক্ষেত্রে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ কোরোনা মোকাবিলায় আরও একধাপ এগিয়ে গেল ।

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের উপমুখ্য স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্বামী বলেন , ‘‘জেলায় এই সোয়াব টেস্ট চালু হওয়ায় কোরোনার বিরুদ্ধে লড়াই করতে আমরা অনেকটাই এগিয়ে গেলাম । এতদিন পর্যন্ত কোরোনার সোয়াব টেস্টের জন্য আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হত । রিপোর্ট হাতে পেতে প্রায় 24 ঘণ্টা সময় লেগে যেত । এখন থেকে সেই সমস্যা দূর হল । এবার কোরোনা পজ়িটিভ রোগীর ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিতে পারব । পাশাপাশি পজ়িটিভ ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন , তাঁদের চিহ্নিত করতেও আমাদের সুবিধা হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.