ETV Bharat / state

লকডাউন ভঙ্গকারীদের হাতে ফুল- মুখে মিষ্টি দিয়ে সচেতনতার পাঠ মহকুমা শাসকের - কোরোনা

অনেকেই এখনও পর্যন্ত লকডাউন মানছেন না । রাস্তায় বেরিয়ে পড়ছেন অযথা । তাঁদের বোঝাতে এবার অভিনব পদক্ষেপ নিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক ।

awareness
সচেতনতা
author img

By

Published : Apr 16, 2020, 12:25 PM IST

আলিপুরদুয়ার, 16 এপ্রিল : মানুষকে সচেতনতার পাঠ দিতে "গান্ধিগিরির" পথে হাঁটলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রী রাজেশ । লকডাউন উপেক্ষা করে অযথা রাস্তায় ঘোরাঘুরি করা মানুষের হাতে তুলে দিলেন গোলাপ ফুল । খাইয়ে দিলেন মিষ্টিও । কারণ কড়া পথে না গিয়ে মিষ্টিমুখেই মানুষকে সহবত শেখানোয় বিশ্বাসী তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । প্রশাসনের তরফে বারবার মানুষকে সচেতন করা হচ্ছে । অযথা বাড়ির বাইরে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে । কিন্তু অনেকেই সেসব কথায় কর্ণপাত করছেন না । লকডাউন উপেক্ষা করেই রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অনেককে । অনেক জায়গায় পুলিশ কড়া হাতে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন । আবার অনেক জায়গায় হালকা ধমক দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে । দু'এক জায়গায় ভালো মুখেও পুলিশকে লকডাউন ভঙ্গকারীদের বোঝাতে দেখা গেছে । কয়েকদিন আগে শান্তিনিকেতন থানার পুলিশের লকডাউন ভঙ্গকারীদের লজেন্স দিয়ে সচেতনতার পাঠ দেওয়ার পদক্ষেপ নজরে এসেছিল । এবার সেই পথেই হাঁটলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক । কারণ তিনি বিশ্বাস করেন, ধমকে-চমকে নয়, বরং গান্ধিগিরির মাধ্যমেই মানুষজনকে বোঝাতে হবে । তাহলে লজ্জায় আর তাঁরা পুনরায় ভুল কাজটা করবেন না ।

পয়লা বৈশাখ আলিপুরদুয়ার চৌপথিতে আচমকাই গোলাপ ফুল ও মিষ্টি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন শ্রী রাজেশ । তারপর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের ধরে ধরে হাতে গোলাপ ফুল তুলে দেন । মিষ্টিমুখ করান । সচেতনতার পাঠ দেন তাঁদের । সংক্রমণ প্রতিরোধে যাবতীয় নিয়মকানুন মেনে চলার কথা বলেন । বিনা কারণে আর যাতে রাস্তার না বেরোন তার জন্য অনুরোধ করেন । শ্রী রাজেশ বলেন, "মানুষকে এত বলার পরও হুঁশ ফিরছে না । বিনা কারণে মানুষজন রাস্তায় ঘোরাঘুরি করছেন । পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছেন । রাজ্যজুড়ে পত্র-পত্রিকায়, টিভিতে, মাইকে এত প্রচার চলছে তাও শুনছেন না । তাই গোলাপ ফুল দিয়ে, মিষ্টি খাইয়ে মানুষকে সচেতন করার পথে হাঁটলাম ।"

আলিপুরদুয়ার, 16 এপ্রিল : মানুষকে সচেতনতার পাঠ দিতে "গান্ধিগিরির" পথে হাঁটলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রী রাজেশ । লকডাউন উপেক্ষা করে অযথা রাস্তায় ঘোরাঘুরি করা মানুষের হাতে তুলে দিলেন গোলাপ ফুল । খাইয়ে দিলেন মিষ্টিও । কারণ কড়া পথে না গিয়ে মিষ্টিমুখেই মানুষকে সহবত শেখানোয় বিশ্বাসী তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । প্রশাসনের তরফে বারবার মানুষকে সচেতন করা হচ্ছে । অযথা বাড়ির বাইরে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে । কিন্তু অনেকেই সেসব কথায় কর্ণপাত করছেন না । লকডাউন উপেক্ষা করেই রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অনেককে । অনেক জায়গায় পুলিশ কড়া হাতে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন । আবার অনেক জায়গায় হালকা ধমক দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে । দু'এক জায়গায় ভালো মুখেও পুলিশকে লকডাউন ভঙ্গকারীদের বোঝাতে দেখা গেছে । কয়েকদিন আগে শান্তিনিকেতন থানার পুলিশের লকডাউন ভঙ্গকারীদের লজেন্স দিয়ে সচেতনতার পাঠ দেওয়ার পদক্ষেপ নজরে এসেছিল । এবার সেই পথেই হাঁটলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক । কারণ তিনি বিশ্বাস করেন, ধমকে-চমকে নয়, বরং গান্ধিগিরির মাধ্যমেই মানুষজনকে বোঝাতে হবে । তাহলে লজ্জায় আর তাঁরা পুনরায় ভুল কাজটা করবেন না ।

পয়লা বৈশাখ আলিপুরদুয়ার চৌপথিতে আচমকাই গোলাপ ফুল ও মিষ্টি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন শ্রী রাজেশ । তারপর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের ধরে ধরে হাতে গোলাপ ফুল তুলে দেন । মিষ্টিমুখ করান । সচেতনতার পাঠ দেন তাঁদের । সংক্রমণ প্রতিরোধে যাবতীয় নিয়মকানুন মেনে চলার কথা বলেন । বিনা কারণে আর যাতে রাস্তার না বেরোন তার জন্য অনুরোধ করেন । শ্রী রাজেশ বলেন, "মানুষকে এত বলার পরও হুঁশ ফিরছে না । বিনা কারণে মানুষজন রাস্তায় ঘোরাঘুরি করছেন । পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছেন । রাজ্যজুড়ে পত্র-পত্রিকায়, টিভিতে, মাইকে এত প্রচার চলছে তাও শুনছেন না । তাই গোলাপ ফুল দিয়ে, মিষ্টি খাইয়ে মানুষকে সচেতন করার পথে হাঁটলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.