আলিপুরদুয়ার, 18 ডিসেম্বর : বন দপ্তর পুরস্কৃত করতে চলেছে স্নিফার ডগ করিমকে । বক্সা টাইগার রিজার্ভ - এর স্নিফার ডগ । মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের শুরুতে করিমকে পুরস্কৃত করা হবে । মন্ত্রী আরও জানান, বক্সা টাইগার রিজার্ভ- এ আরও চারটি স্নিফার ডগ আনা হবে ।
গতকাল বক্সা টাইগার রিজার্ভে কৃত্রিম শকুন প্রজনন কেন্দ্রে এসেছিলেন বনমন্ত্রী । সেখানে করিমকে দেখেন তিনি । মন্ত্রী বলেন, "করিম আমাদের কাছে গর্বের বিষয় । ওর ট্রেনিং খুব ভালো হয়েছে ।" মন্ত্রী আরও জানান, এবার থেকে বিভিন্ন রেঞ্জের রেঞ্জারদের বন দপ্তরের তরফে পুরস্কৃত করা হবে ।
করিমের বয়স এখন 3 বছর 2 মাস । করিম বেলজিয়াম শেফার্ড প্রজাতির কুকুর । 2016 সালে হায়দরাবাদের বুখারি থেকে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ করিমকে এনেছিল । মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগ- এ করিমের 9 মাসের প্রশিক্ষণ হয় । এখন শুভেন্দু বিকাশ রায় এবং জনি শর্মা এই দুই প্রশিক্ষকের তত্ত্বাবধানে রয়েছে করিম ।
করিম এরই মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা অভয়ারণ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক কাজের কিনারা করেছে করিম । এছাড়া বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ ও আলিপুরদুয়ার জেলা পুলিশকেও সাহায্য করেছে করিম । 2018 সালে ট্রাফিক ইন্ডিয়া ও WWF-র পরিচালনায় দেশের সেরা স্নিফার ডগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল করিম । সেখানে সেরার শিরোপা অর্জন করেছিল ।