ETV Bharat / state

পুরস্কৃত হতে চলেছে স্নিফার ডগ করিম, ঘোষণা বনমন্ত্রীর - আজকের খবর আলিপুরদুয়ারে

বন দপ্তর পুরস্কৃত করতে চলেছে স্নিফার ডগ করিমকে । বক্সা টাইগার রিজার্ভ - এর স্নিফার ডগ । মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের শুরুতে করিমকে পুরস্কৃত করা হবে ।  মন্ত্রী আরও জানান, বক্সা টাইগার রিজার্ভ- এ আরও চারটি স্নিফার ডগ আনা হবে ।

sniffer-dog-karim-will-be-rewarded
পুরস্কৃত হতে চলেছে স্নিফার ডগ করিম, ঘোষণা বনমন্ত্রীর
author img

By

Published : Dec 18, 2019, 8:46 PM IST

Updated : Dec 18, 2019, 8:53 PM IST

আলিপুরদুয়ার, 18 ডিসেম্বর : বন দপ্তর পুরস্কৃত করতে চলেছে স্নিফার ডগ করিমকে । বক্সা টাইগার রিজার্ভ - এর স্নিফার ডগ । মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের শুরুতে করিমকে পুরস্কৃত করা হবে । মন্ত্রী আরও জানান, বক্সা টাইগার রিজার্ভ- এ আরও চারটি স্নিফার ডগ আনা হবে ।

গতকাল বক্সা টাইগার রিজার্ভে কৃত্রিম শকুন প্রজনন কেন্দ্রে এসেছিলেন বনমন্ত্রী । সেখানে করিমকে দেখেন তিনি । মন্ত্রী বলেন, "করিম আমাদের কাছে গর্বের বিষয় । ওর ট্রেনিং খুব ভালো হয়েছে ।" মন্ত্রী আরও জানান, এবার থেকে বিভিন্ন রেঞ্জের রেঞ্জারদের বন দপ্তরের তরফে পুরস্কৃত করা হবে ।

পুরস্কৃত হতে চলেছে স্নিফার ডগ করিম, ঘোষণা বনমন্ত্রীর

করিমের বয়স এখন 3 বছর 2 মাস । করিম বেলজিয়াম শেফার্ড প্রজাতির কুকুর । 2016 সালে হায়দরাবাদের বুখারি থেকে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ করিমকে এনেছিল । মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগ- এ করিমের 9 মাসের প্রশিক্ষণ হয় । এখন শুভেন্দু বিকাশ রায় এবং জনি শর্মা এই দুই প্রশিক্ষকের তত্ত্বাবধানে রয়েছে করিম ।

করিম এরই মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা অভয়ারণ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক কাজের কিনারা করেছে করিম । এছাড়া বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ ও আলিপুরদুয়ার জেলা পুলিশকেও সাহায্য করেছে করিম । 2018 সালে ট্রাফিক ইন্ডিয়া ও WWF-র পরিচালনায় দেশের সেরা স্নিফার ডগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল করিম । সেখানে সেরার শিরোপা অর্জন করেছিল ।

আলিপুরদুয়ার, 18 ডিসেম্বর : বন দপ্তর পুরস্কৃত করতে চলেছে স্নিফার ডগ করিমকে । বক্সা টাইগার রিজার্ভ - এর স্নিফার ডগ । মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের শুরুতে করিমকে পুরস্কৃত করা হবে । মন্ত্রী আরও জানান, বক্সা টাইগার রিজার্ভ- এ আরও চারটি স্নিফার ডগ আনা হবে ।

গতকাল বক্সা টাইগার রিজার্ভে কৃত্রিম শকুন প্রজনন কেন্দ্রে এসেছিলেন বনমন্ত্রী । সেখানে করিমকে দেখেন তিনি । মন্ত্রী বলেন, "করিম আমাদের কাছে গর্বের বিষয় । ওর ট্রেনিং খুব ভালো হয়েছে ।" মন্ত্রী আরও জানান, এবার থেকে বিভিন্ন রেঞ্জের রেঞ্জারদের বন দপ্তরের তরফে পুরস্কৃত করা হবে ।

পুরস্কৃত হতে চলেছে স্নিফার ডগ করিম, ঘোষণা বনমন্ত্রীর

করিমের বয়স এখন 3 বছর 2 মাস । করিম বেলজিয়াম শেফার্ড প্রজাতির কুকুর । 2016 সালে হায়দরাবাদের বুখারি থেকে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ করিমকে এনেছিল । মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগ- এ করিমের 9 মাসের প্রশিক্ষণ হয় । এখন শুভেন্দু বিকাশ রায় এবং জনি শর্মা এই দুই প্রশিক্ষকের তত্ত্বাবধানে রয়েছে করিম ।

করিম এরই মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা অভয়ারণ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক কাজের কিনারা করেছে করিম । এছাড়া বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ ও আলিপুরদুয়ার জেলা পুলিশকেও সাহায্য করেছে করিম । 2018 সালে ট্রাফিক ইন্ডিয়া ও WWF-র পরিচালনায় দেশের সেরা স্নিফার ডগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল করিম । সেখানে সেরার শিরোপা অর্জন করেছিল ।

Intro:আলিপুরদুয়ার:-২০১৮ সালের স্নিফার ডগ প্রতিযোগিতায় দেশের সেরা বক্সা টাইগার রিজার্ভের করিমকে পুরস্কৃত করতে চলেছে রাজ্যে বনদফতর।


Body:সেই সাথে বক্সা টাইগার রিজার্ভের একমাত্র স্নিফার ডগ করিম পেতে চলেছে তার নতুন চার সঙ্গী। ২০১৮ সালে দেশের সেরা স্নিফার ডগ করিমের কসরত আর কেরামতি দেখে আপ্লুত রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বক্সা টাইগার রিজার্ভে কৃত্রিম শকুন প্রজনন কেন্দ্রে এসে করিমকে দেখে বনমন্ত্রী ঘোষণা করেন করিমকে বনদফতরের তরফ থেকে পুরস্কৃত করা হবে ।এছাড়াও বিভিন্ন রেঞ্জের রেঞ্জারদের বনদফতরের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে ।বক্সা টাইগার রিজার্ভে আরও চারটি স্নিফার ডগ নিয়ে আসা হবে।বনমন্ত্রী বলেন করিম আমাদের কাছে গর্বের বিষয়।করিমের ট্রেনিং খুব ভালো হয়েছে । বক্সা টাইগার রিজার্ভের করিমের বর্তমানে বয়স ৩ বছর দুই মাস ।বেলজিয়াম সেফার্ড প্রজাতির করিমকে ২০১৬ সালের হায়দ্রাবাদের বুখারী থেকে কিনে নেয় বক্সা টাইগার কর্তৃপক্ষ।এরপর মধ্যে প্রদেশের গোয়ালিয়রের (national training centre for dog) থেকে করিমকে নয় মাসের প্রশিক্ষণ করানো হয় ।করিমের সাথে ট্রেনিং করে বক্সা টাইগার রিজার্ভের দুই ফরেস্ট গার্ড শুভেন্দু বিকাশ রায় এবং জনি শর্মা ।বর্তমানে করিম এই দুই প্রশিক্ষকের তত্বাবধানে রয়েছে । ২০১৮ সালে ট্রাফিক ইন্ডিয়া ও ডাব্লুউ, ডাব্লুউ, এফের পরিচালনায় দেশের সেরা স্নিফার ডগ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে করিম সেরার শিরোপা অর্জন করে । করিম শুধুমাত্র বক্সা বনদফতরের নয় ,আলিপুরদুয়ার জেলা পুলিশ সহ জলদাপাড়া জাতীয় উদ্যান ,গরুমারা অভয়ারণ্যর হয়েও অনেক গুলো উল্লেখযোগ্য অপরাধের কিনারা করেছে ।


Conclusion:বক্সা বনদফতর থেকে জানা গেছে পাহাড়,নদী, সমতল সব স্থানেই করিমের অবাধ বিচরণ ।দ্রুত গতিতে ছুটতে অথবা দাগি অপরাধিদের ধরতে করিমের জুড়ি মেলা ভার ।
Last Updated : Dec 18, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.