আলিপুরদুয়ার, 29 মে : যৌনকর্মীদের টিকা দেওয়া শুরু হল আলিপুরদুয়ারে । টিকাকরণের জন্য শহরের যৌনকর্মীদের একটি তালিকা তৈরি করেছে দুর্বার মহিলা সমিতি এবং অভিভাবক মঞ্চ । সেই তালিকা মেনে মোট 80 জন যৌনকর্মীকে দেওয়া হল করোনা ভ্যাকসিন ।
আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের কর্ণধার ল্যারি বোস বলেন, "গত 18 তারিখ স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় যৌনকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে । কিন্তু যৌনকর্মীরা কোনও টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে দ্বিধাবোধ করছিলেন । আমরা ওঁদের এলাকায় একটি ক্যাম্পের ব্যবস্থা করে দিয়েছি ৷ আজ টিকাকরণ চলেছে । ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার 97 জন যৌনকর্মীর তালিকা তৈরি হয়েছে ৷ তাঁদের মধ্যে আজ 80 জনকে টিকা দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন : গৃহপরিচারিকা ও আয়াদের টিকা দেওয়ার প্রস্তুতি কলকাতা পৌরনিগমের
শনিবার আলিপুরদুয়ারের 13 নম্বর ওয়ার্ডের সমাজে নগরে যৌনকর্মীদের টিকাকরণ সরেজমিনে তদারকি করলেন আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা ৷ ছিলেন মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মন ৷ প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, "এই মহিলারা যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত । এদের ভ্যাকসিনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় । সরকারের নির্দেশিকা অনুযায়ী এদেরকে আজ ভ্যাকসিন দেওয়া হল ।"
আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, "স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী 80 জন যৌনকর্মীকে টিকা দেওয়া হয়েছে ৷ ভ্যাকসিন নিতে পেরে খুশি যৌনকর্মীরা ।" পেটের তাগিদে ঝুঁকিপূর্ণ কাজে এবার অনেকটাই তাঁরা নিশ্চিন্ত বলে জানিয়েছেন যৌনকর্মীরা ।