ETV Bharat / state

"আর একজন ডাক্তার নিগৃহীত হলে আমরা গণইস্তফা দেব" - আলিপুরদুয়ার

গণইস্তফা দিতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগের 54 জন ডাক্তার । ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থার দিকে প্রশাসন নজর না দিলে যেকোনও দিন ইস্তফা দেবেন তাঁরা । ইস্তফাপত্র তৈরি । সইও করা হয়ে গিয়েছে । শুধু তারিখ বসানোর অপেক্ষায় ।

গণইস্তফা দিতে প্রস্তুত ডাক্তাররা
author img

By

Published : Jun 14, 2019, 5:01 PM IST

Updated : Jun 14, 2019, 11:48 PM IST

আলিপুরদুয়ার, 14 জুন : গণইস্তফা দিতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগের 54 জন ডাক্তার । চিঠি তৈরি রয়েছে । সইও করা হয়ে গেছে । শুধু তারিখ বসানোর অপেক্ষা ।

NRS ইশুতে বিক্ষোভ শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে । বিক্ষোভে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । এরপর পরিস্থিতি জটিল হওয়ায় আসরে নামেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং । গতকাল SSKM-এ যান । হুঁশিয়ারি দিয়ে বলেন, "4 ঘণ্টায় হাসপাতালে যোগ দিন । না হলে ব্যবস্থা নেওয়া হবে ।" এরপর রাজ্যের সঙ্গে গোটা দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে শুরু হয় বিক্ষোভ । গতকাল থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা ইস্তফা দিতে শুরু করেছেন । কাল ইস্তফা দিয়েছিল সাগর দত্ত মেডিকেল কলেজের 20 জন ডাক্তার । আজও একাধিক ডাক্তার ইস্তফা দেন ।

ভিডিয়োয় দেখুন

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডাক্তারদের সংগঠনের তরফে অনিন্দ্য সাহা বলেন, "মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা ও সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার প্রতিবাদ করছি । মুখ্যমন্ত্রী কাল বলেছেন, ডাক্তাররা পদবি দেখে চিকিৎসা করেন । এর প্রতিবাদ করছি । মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত । কিন্তু প্রশাসন যদি এইভাবে ঘুমিয়ে থাকে, উপযুক্ত ব্যবস্থা না নেয়, যদি আরও একজন ডাক্তার নিগৃহীত হয়, তাহলে আমরা সবাই একসঙ্গে ইস্তফা দেব । এই মর্মে একটি ইস্তফাপত্র তৈরি রয়েছে । শুধু তারিখ বসানোর অপেক্ষা ।" তিনি আরও বলেন, "আমরা চাইছিলাম প্রশাসনের তরফ থেকে আমাদের সমস্যাটা সহমর্মিতার সঙ্গে দেখা হোক । রাজনৈতিকভাবে বা কোনও দলের সমর্থনে নয় আমরা ডাক্তার সংগঠনের তরফ থেকে ডাক্তাররা একসঙ্গে হয়েছি । "

আলিপুরদুয়ার, 14 জুন : গণইস্তফা দিতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগের 54 জন ডাক্তার । চিঠি তৈরি রয়েছে । সইও করা হয়ে গেছে । শুধু তারিখ বসানোর অপেক্ষা ।

NRS ইশুতে বিক্ষোভ শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে । বিক্ষোভে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । এরপর পরিস্থিতি জটিল হওয়ায় আসরে নামেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং । গতকাল SSKM-এ যান । হুঁশিয়ারি দিয়ে বলেন, "4 ঘণ্টায় হাসপাতালে যোগ দিন । না হলে ব্যবস্থা নেওয়া হবে ।" এরপর রাজ্যের সঙ্গে গোটা দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে শুরু হয় বিক্ষোভ । গতকাল থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা ইস্তফা দিতে শুরু করেছেন । কাল ইস্তফা দিয়েছিল সাগর দত্ত মেডিকেল কলেজের 20 জন ডাক্তার । আজও একাধিক ডাক্তার ইস্তফা দেন ।

ভিডিয়োয় দেখুন

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডাক্তারদের সংগঠনের তরফে অনিন্দ্য সাহা বলেন, "মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা ও সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার প্রতিবাদ করছি । মুখ্যমন্ত্রী কাল বলেছেন, ডাক্তাররা পদবি দেখে চিকিৎসা করেন । এর প্রতিবাদ করছি । মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত । কিন্তু প্রশাসন যদি এইভাবে ঘুমিয়ে থাকে, উপযুক্ত ব্যবস্থা না নেয়, যদি আরও একজন ডাক্তার নিগৃহীত হয়, তাহলে আমরা সবাই একসঙ্গে ইস্তফা দেব । এই মর্মে একটি ইস্তফাপত্র তৈরি রয়েছে । শুধু তারিখ বসানোর অপেক্ষা ।" তিনি আরও বলেন, "আমরা চাইছিলাম প্রশাসনের তরফ থেকে আমাদের সমস্যাটা সহমর্মিতার সঙ্গে দেখা হোক । রাজনৈতিকভাবে বা কোনও দলের সমর্থনে নয় আমরা ডাক্তার সংগঠনের তরফ থেকে ডাক্তাররা একসঙ্গে হয়েছি । "

sample description
Last Updated : Jun 14, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.