ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোয়ারানটিন সেন্টারে আবাসিকদের অনশন বিক্ষোভ - কোয়ারানটিন সেন্টারে অনশন বিক্ষোভ

কোরোনা টেস্টের দাবি জানিয়ে কোয়ারানটিন সেন্টারে অনশন বিক্ষোভ আবাসিকদের ৷ তাঁদের অভিযোগ , সোয়াবের নমুনা সংগ্রহ না করেই তাঁদের সেন্টার ছেড়ে যেতে বলেছে স্বাস্থ্যবিভাগ ৷

Residents go on hunger strike at Alipurduar Quarantine Center
আলিপুরদুয়ারে কোয়ারানটিন সেন্টারে আবাসিকদের অনশন বিক্ষোভ
author img

By

Published : Jun 8, 2020, 6:45 PM IST

আলিপুরদুয়ার, 8 জুন : কোরোনা টেস্টের দাবি জানিয়ে কোয়ারানটিন সেন্টারে অনশন বিক্ষোভ শুরু করলেন আবাসিকরা । পাশাপাশি যতদিন পর্যন্ত কোরোনা টেস্টের রিপোর্ট হাতে না পাচ্ছেন ততদিন পর্যন্ত কোয়ারানটিন সেন্টার ছাড়বেন না বলে জানালেন তাঁরা ৷ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চেপানি হাইস্কুলের কোয়ারানটিন সেন্টারে থাকা 37 জন আবাসিক আজ সকাল থেকে অনশন বিক্ষোভ শুরু করেন ৷

আবাসিকরা জানান, লকডাউনের জেরে ভিন রাজ্যে তাঁরা প্রায় 2 মাস অনাহার, অর্ধাহারে থেকে দিন গুজরান করেছেন । জেলায় ফিরে এসে তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ বেশিরভাগেরই 14 দিন অতিবাহিত । তা সত্ত্বেও এখনও পর্যন্ত একজনেরও কোরোনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়নি । আবাসিকদের অভিযোগ, সোয়াব সংগ্রহ না করেই আবাসিকদের কোয়ারানটিন সেন্টার ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে । যদিও স্বাস্থ্যবিভাগের কোয়ারানটিন সেন্টার ছেড়ে দেওয়ার নির্দেশেও আবাসিকরা সেন্টার ছাড়তে অনড় ।

আবাসিকদের দাবি, তাঁদের সোয়াব নিয়ে পরীক্ষা হওয়ার পর রিপোর্ট পেলে তবেই তাঁরা সেন্টার ছাড়বেন । চেপানি কোয়ারানটিন সেন্টারের আবাসিকদের এই দাবিতে আজ সকাল থেকেই যথেষ্ট বিপাকে পড়ে জেলা স্বাস্থ্যবিভাগ । আজ ওই সেন্টারে গিয়ে আবাসিকদের সাথে কথা বলেন জেলা স্বাস্থ্যবিভাগ, পুলিশ, প্রশাসনের আধিকারিকরা । যদিও আবাসিকরা তাঁদের দাবিতে অনড় । সকাল থেকে সেন্টারের একজন আবাসিকও মুখে কিছু তোলেননি ।

সম্প্রতি জেলার বেশ কিছু কোয়ারানটিন সেন্টার থেকে আবাসিকদের সোয়াব পরীক্ষার রিপোর্ট না আসার আগেই ছেড়ে দেওয়া হয় । অনেকের ক্ষেত্রেই দেখা গেছে ছেড়ে দেওয়ার পর তাঁদের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তারপর সেই পজ়িটিভদের ফের ধরে এনে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি কোরোনা হাসপাতালে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পাবার পর ওই পজ়িটিভ ব্যক্তিরা পরিবারের লোকেদের সঙ্গে কাটিয়েছেন । এতে সংক্রামিত হয়েছেন তাঁদের আপনজন । এই কারণেই ওই কোয়ারানটিন সেন্টারের আবাসিকরা প্রথমে সোয়াব টেস্ট ও রিপোর্ট পাওয়ার পরেই বাড়ি ফিরতে চাইছেন । যদিও এবিষয়ে জেলা স্বাস্থ্যবিভাগের কোনও কর্তা মন্তব্য করতে চাননি ।

আলিপুরদুয়ার, 8 জুন : কোরোনা টেস্টের দাবি জানিয়ে কোয়ারানটিন সেন্টারে অনশন বিক্ষোভ শুরু করলেন আবাসিকরা । পাশাপাশি যতদিন পর্যন্ত কোরোনা টেস্টের রিপোর্ট হাতে না পাচ্ছেন ততদিন পর্যন্ত কোয়ারানটিন সেন্টার ছাড়বেন না বলে জানালেন তাঁরা ৷ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চেপানি হাইস্কুলের কোয়ারানটিন সেন্টারে থাকা 37 জন আবাসিক আজ সকাল থেকে অনশন বিক্ষোভ শুরু করেন ৷

আবাসিকরা জানান, লকডাউনের জেরে ভিন রাজ্যে তাঁরা প্রায় 2 মাস অনাহার, অর্ধাহারে থেকে দিন গুজরান করেছেন । জেলায় ফিরে এসে তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ বেশিরভাগেরই 14 দিন অতিবাহিত । তা সত্ত্বেও এখনও পর্যন্ত একজনেরও কোরোনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়নি । আবাসিকদের অভিযোগ, সোয়াব সংগ্রহ না করেই আবাসিকদের কোয়ারানটিন সেন্টার ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে । যদিও স্বাস্থ্যবিভাগের কোয়ারানটিন সেন্টার ছেড়ে দেওয়ার নির্দেশেও আবাসিকরা সেন্টার ছাড়তে অনড় ।

আবাসিকদের দাবি, তাঁদের সোয়াব নিয়ে পরীক্ষা হওয়ার পর রিপোর্ট পেলে তবেই তাঁরা সেন্টার ছাড়বেন । চেপানি কোয়ারানটিন সেন্টারের আবাসিকদের এই দাবিতে আজ সকাল থেকেই যথেষ্ট বিপাকে পড়ে জেলা স্বাস্থ্যবিভাগ । আজ ওই সেন্টারে গিয়ে আবাসিকদের সাথে কথা বলেন জেলা স্বাস্থ্যবিভাগ, পুলিশ, প্রশাসনের আধিকারিকরা । যদিও আবাসিকরা তাঁদের দাবিতে অনড় । সকাল থেকে সেন্টারের একজন আবাসিকও মুখে কিছু তোলেননি ।

সম্প্রতি জেলার বেশ কিছু কোয়ারানটিন সেন্টার থেকে আবাসিকদের সোয়াব পরীক্ষার রিপোর্ট না আসার আগেই ছেড়ে দেওয়া হয় । অনেকের ক্ষেত্রেই দেখা গেছে ছেড়ে দেওয়ার পর তাঁদের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তারপর সেই পজ়িটিভদের ফের ধরে এনে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি কোরোনা হাসপাতালে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পাবার পর ওই পজ়িটিভ ব্যক্তিরা পরিবারের লোকেদের সঙ্গে কাটিয়েছেন । এতে সংক্রামিত হয়েছেন তাঁদের আপনজন । এই কারণেই ওই কোয়ারানটিন সেন্টারের আবাসিকরা প্রথমে সোয়াব টেস্ট ও রিপোর্ট পাওয়ার পরেই বাড়ি ফিরতে চাইছেন । যদিও এবিষয়ে জেলা স্বাস্থ্যবিভাগের কোনও কর্তা মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.