ETV Bharat / state

PPE কিটের অভাব মেটাতে উদ্যোগী ফালকাটার একটি ক্লাব

PPE কিটের সরকারি অভাব পূরণ করতে সাহায্যর হাত বাড়িয়ে দিল ফালাকাটার একটি ক্লাব। আজ ওই ক্লাবের সদস্যরা হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব মেনে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার চন্দন ঘোষের হাতে ওই সামগ্রী তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্লাবটির এই ভূমিকার প্রশংসাও করেন ৷

falakata
আলিপুরদুয়ার
author img

By

Published : Apr 30, 2020, 9:39 PM IST

আলিপুরদুয়ার ,30 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত PPE কিটের যোগান নেই বলে অভিযোগ উঠছে রাজ্যজুড়ে সর্বত্রই । ইতিমধ্যেই হাওড়া এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা PPE কিটের যোগান বাড়ানোর দাবিও জানিয়েছেন ৷ তবে ফল আশাপ্রদ হয়নি ৷ এখনও কার্যত ঢাল-তলোয়ার ছাড়াই নিধিরাম সর্দারের মতো কোরোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। এবার সেই PPE কিটের অভাব পূরণ করতেই সাহায্যের হাত বাড়ল ফালাকাটার একটি নামকরা ক্লাব। আজ ওই ক্লাবের সদস্যরা হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব মেনে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার চন্দন ঘোষের হাতে ওই সামগ্রী তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্লাবটির এই ভূমিকার প্রশংসাও করেন ৷

ফালাকাটা ওই ক্লাবের সদস্য চন্দন ঘোষ নিজেদের এই উদ্যোগ সম্বন্ধে বলেন ,"যখন আমরা শুনলাম ২৮ তারিখ থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরছেন তখন হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেই কথাকে মাথায় রেখে আজ ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২০ টি PPE কিট এবং একটি ওয়াশিং মেশিন তুলে দেওয়া হল । এতে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইনে থাকবে তাদের চিকিৎসা করতে কিছুটা সুবিধা হবে।

হাসপাতাল সুপার চন্দন ঘোষ ফালাকাটার এই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান ৷ তিনি বলেন ," এই PPE কিটগুলি আমাদের চিকিৎসক এবং হাপাতালের স্বাস্থ্যকর্মীদের কোরোনার কারণে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের চিকিৎসার জন্য সাহায্য করবে।"

আলিপুরদুয়ার ,30 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত PPE কিটের যোগান নেই বলে অভিযোগ উঠছে রাজ্যজুড়ে সর্বত্রই । ইতিমধ্যেই হাওড়া এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা PPE কিটের যোগান বাড়ানোর দাবিও জানিয়েছেন ৷ তবে ফল আশাপ্রদ হয়নি ৷ এখনও কার্যত ঢাল-তলোয়ার ছাড়াই নিধিরাম সর্দারের মতো কোরোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। এবার সেই PPE কিটের অভাব পূরণ করতেই সাহায্যের হাত বাড়ল ফালাকাটার একটি নামকরা ক্লাব। আজ ওই ক্লাবের সদস্যরা হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব মেনে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার চন্দন ঘোষের হাতে ওই সামগ্রী তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্লাবটির এই ভূমিকার প্রশংসাও করেন ৷

ফালাকাটা ওই ক্লাবের সদস্য চন্দন ঘোষ নিজেদের এই উদ্যোগ সম্বন্ধে বলেন ,"যখন আমরা শুনলাম ২৮ তারিখ থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরছেন তখন হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেই কথাকে মাথায় রেখে আজ ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২০ টি PPE কিট এবং একটি ওয়াশিং মেশিন তুলে দেওয়া হল । এতে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইনে থাকবে তাদের চিকিৎসা করতে কিছুটা সুবিধা হবে।

হাসপাতাল সুপার চন্দন ঘোষ ফালাকাটার এই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান ৷ তিনি বলেন ," এই PPE কিটগুলি আমাদের চিকিৎসক এবং হাপাতালের স্বাস্থ্যকর্মীদের কোরোনার কারণে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের চিকিৎসার জন্য সাহায্য করবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.