আলিপুরদুয়ার, 26 জুন : হাসপাতালের বিছানায় রীতিমতো চিকিৎসাধীন । রোগীর চিকিৎসাও হচ্ছে হাসপাতালের নিয়ম মেনে । সময়মতো দেওয়া হচ্ছে ইনজেকশন, ওষুধ সব কিছুই । অথচ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্সদের খাতায় তিনি নিখোঁজ ।
ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের । কর্তৃপক্ষ হাসপাতালে ভরতি থাকা চিকিৎসাধীন রোগীর নিখোঁজের মামলা দায়ের করে পুলিশে । সেইমতো তদন্তও শুরু করে পুলিশ । কিন্তু হদিশ পায় না নিখোঁজ রোগীর । পাবেনই বা কী করে ? নিখোঁজ মহিলা যে হাসপাতালেই চিকিৎসাধীন । রোগীণির পরিবার প্রতিদিন তিন বেলা হাসপাতালে এসে খাবার দিচ্ছে ।
ঘটনার সূত্রপাত গত রবিবার । পেটে গল ব্লাডারের স্টোন নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন আলিপুরদুয়ারের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা দেব(25) । অমৃতাকে ভরতি করে তার পরিবারের লোকজন রাতে হাসপাতালেই ছিলেন । হাসপাতালের নিয়ম অনুযায়ী তাদের ফোন নম্বরও রেখে দেয় । সোমবার সকালে-দুপুরে-রাতে এমনকী, মঙ্গলবার সকালেও অমৃতার জন্য হাসপাতালে খাবার নিয়ে আসেন তাঁর মা রুবি দাস ।
এরইমধ্যে সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ আলিপুরদুয়ার হাসপাতাল পুলিশ ফাঁড়িতে অমৃতা দেবের নিখোঁজ মামলা দায়ের করে । যদিও সেসময় অমৃতা দেব হাসপাতালেই চিকিৎসাধীন।
হাসপাতাল জুড়ে রয়েছে 62 টি CCTV ক্যামেরা । তার মধ্যে মহিলা বিভাগেই রয়েছে 16 টি ক্যামেরা । যেখানে হাসপাতালের নিরাপত্তার বেষ্টনী ভেঙে মাছি গলবার জো নেই সেখানে এক মহিলা ওয়ার্ড থেকে উধাও ? শুরু হয় তোলপাড় । অবশেষে আসল সত্য সামনে এল ।
কিন্তু কার জন্য এমন ঘটল ? প্রশ্ন উঠছে এর দায় কার ? কেন এই গাফিলতি ?