আলিপুরদুয়ার, 15 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের ন'টি বন্ধ চা বাগান খোলা হয়েছে । আজ এই দাবি করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । তিনি বলেন, "সব বাগান যে চিরতরে বন্ধ হয়ে আছে তা নয় । এই চা বাগানগুলির মধ্যে বেশ কয়েকটি শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় । রাজ্য সরকারের তরফে মালিক-শ্রমিকপক্ষকে সঙ্গে নিয়ে বাগানগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় । সব মিলিয়ে কোরোনা আবহে উত্তরবঙ্গের মোট ন'টি বাগান খোলা হয়েছে ।"
আজ মলয় ঘটক আলিপুরদুয়ার টাউন ব্লক পার্টি অফিসের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন । তার আগে আলিপুরদুয়ার জেলা তৃণমূল পার্টি অফিসে যোগদান অনুষ্ঠানে যোগ দেন তিনি । টাউনব্লক কার্যালয় থেকে তিনি চলে যান কালচিনি ব্লকের সদ্য খুলে যাওয়া দু'টি চা বাগানে । প্রথমে কালচিনি চা বাগান ও পরে রায়মাটাঙ চা বাগানে যান তিনি । এই দুই বাগানের প্রায় তিনহাজার শ্রমিকের হাতে 10 কেজি করে চাল তুলে দেন ।
তাঁর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । মলয়বাবু বলেন, "দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাইকে মেনে চলতে হবে । দলে কোনও বিক্ষোভ নেই ।"