ETV Bharat / state

উত্তর-পূর্ব রেলে নতুন জ়েনারেল ম্যানেজ়ার

আজ উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান নতুন জ়েনারেল ম্যানেজ়ারের দায়িত্ব নেওয়ার কথা জানান ৷ রেলের বিভাগে তাঁর অবদান অপরিসীম । ভারতীয় রেলের সিগন্যাল ইঞ্জিনিয়ার্স এর অফিসার হিসেবে কাজ করেছেন অংশুল গুপ্তা । দিল্লিতে রেল বোর্ডে অ্যাডিশনাল জ়েনারেল ম্যানেজ়ার এবং রেল বোর্ডের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডাইরেক্টর (সিগন্যাল) পদে কাজ করেছেন ।

new-general-manager-tak-over-the-charge-of-north-east-rail
উত্তর-পূর্ব রেলের দায়িত্বে নতুন জ়েনারেল ম্যানেজ়ার
author img

By

Published : Dec 1, 2020, 9:24 PM IST

আলিপুরদুয়ার, 1 ডিসেম্বর : উত্তর-পূর্ব রেলের জ়েনারেল ম্যানেজ়ার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন অংশুল গুপ্তা । সঞ্জীব রায়ের অবর্তমানে উত্তর-পূর্ব রেলের জ়েনারেল ম্যানেজ়ার হলেন তিনি।

আজ উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, নতুন জ়েনারেল ম্যানেজ়ারের দায়িত্ব নেওয়ার কথা জানান ৷ রেলের বিভাগে তাঁর অবদান অপরিসীম । ভারতীয় রেলের সিগন্যাল ইঞ্জিনিয়ার্স এর অফিসার হিসেবে কাজ করেছেন অংশুল গুপ্তা । দিল্লিতে রেল বোর্ডে অ্যাডিশনাল জ়েনারেল ম্যানেজ়ার এবং রেল বোর্ডের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডাইরেক্টর (সিগন্যাল) পদে কাজ করেছেন ।

ভারতীয় রেল সিস্টেমে, বিশেষ করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছিলেন অংশুল গুপ্তা । রেলওয়ে সিগন্যাল ও টেলি যোগাযোগের উন্নয়নে তিনি কাজ করেছেন। আগামী দিনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাজে গতি ও উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান নতুন জ়েনারেল ম্যানেজ়ার । বিশেষ করে উত্তরবঙ্গে কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনের রেলকে বৈদ্যুতিন মাধ্য়মে নিয়ে আসাই এখন তাঁর প্রধান লক্ষ্য ।

আলিপুরদুয়ার, 1 ডিসেম্বর : উত্তর-পূর্ব রেলের জ়েনারেল ম্যানেজ়ার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন অংশুল গুপ্তা । সঞ্জীব রায়ের অবর্তমানে উত্তর-পূর্ব রেলের জ়েনারেল ম্যানেজ়ার হলেন তিনি।

আজ উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, নতুন জ়েনারেল ম্যানেজ়ারের দায়িত্ব নেওয়ার কথা জানান ৷ রেলের বিভাগে তাঁর অবদান অপরিসীম । ভারতীয় রেলের সিগন্যাল ইঞ্জিনিয়ার্স এর অফিসার হিসেবে কাজ করেছেন অংশুল গুপ্তা । দিল্লিতে রেল বোর্ডে অ্যাডিশনাল জ়েনারেল ম্যানেজ়ার এবং রেল বোর্ডের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডাইরেক্টর (সিগন্যাল) পদে কাজ করেছেন ।

ভারতীয় রেল সিস্টেমে, বিশেষ করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছিলেন অংশুল গুপ্তা । রেলওয়ে সিগন্যাল ও টেলি যোগাযোগের উন্নয়নে তিনি কাজ করেছেন। আগামী দিনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাজে গতি ও উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান নতুন জ়েনারেল ম্যানেজ়ার । বিশেষ করে উত্তরবঙ্গে কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনের রেলকে বৈদ্যুতিন মাধ্য়মে নিয়ে আসাই এখন তাঁর প্রধান লক্ষ্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.