ETV Bharat / state

Bhowanipore Murder Case: উত্তরবঙ্গ থেকেই নিহত গুজরাতি দম্পতির মেয়ের সঙ্গে কথা মমতার - ভবানীপুর দম্পতি খুন

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের (Bhowanipore Murder Case) ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee) ৷ বর্তমানে উত্তরবঙ্গ সফর (CM Mamata Banerjee North Bengal Visit) নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ৷ সেখান থেকেই নিহত দম্পতির ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী ৷

mamata-banerjee-talk-to-deceased-gujarati-couple-daughter-during-her-north-bengal-visit
mamata-banerjee-talk-to-deceased-gujarati-couple-daughter-during-her-north-bengal-visit
author img

By

Published : Jun 7, 2022, 5:35 PM IST

কলকাতা ও আলিপুরদুয়ার, 7 জুন: উত্তরবঙ্গ থেকেই ভবানীপুরে দম্পতি খুনের (Bhowanipore Murder Case) তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। আগেই কলকাতার পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছিলেন, দ্রুত এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে হবে। আর এবার ভবানীপুরে খুন হওয়া ওই দম্পতির এক মেয়েকে ফোন করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ভবানীপুরের নির্বাচিত বিধায়ক ৷ তাছাড়া, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশমন্ত্রীও তিনিই ৷ সূত্রের দাবি, নিজের এলাকায় এমন ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একেবারে ব্যক্তিগত স্তরেই এই ঘটনার উপর নজর রাখছেন তিনি ৷ পাশাপাশি, এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমেও আলোড়ন তৈরি হয়েছে ৷ নানা মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ দোষীদের পাকড়াও করতে তাই পুলিশ মহলেও তৎপরতা শুরু হয়েছে ৷

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে এক গুজরাতি ব্যবসায়ী দম্পতির দেহ উদ্ধার হয়। এরপর মঙ্গলবার ওই দম্পতির ছোট মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ফোনে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে। কী কারণে শহরের বুকে এত ভয়াবহ ঘটনা ঘটে গেল, তা খোঁজারও চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: Bhowanipore Murder Case: লুঠের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

পুলিশের এই তদন্ত প্রক্রিয়ার উপর নজর রয়েছে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও ৷ আপাতত উত্তরবঙ্গ সফরে (CM Mamata Banerjee North Bengal Visit) ব্যস্ত থাকলেও ভবানীপুর হত্যাকাণ্ড নিয়ে প্রতি মুহূর্তের খবরাখবর রাখছেন তিনি ৷ এলাকার বিধায়ক হওয়ায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাড়তি প্রত্যাশা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর মুখ্যমন্ত্রীও সেই ভূমিকায় ইতিমধ্যেই অবতীর্ণ হয়েছেন ৷ তিনি যে আক্রান্ত পরিবারের পাশে রয়েছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার বিষয়ে তাঁর ও তাঁর প্রশাসনের প্রচেষ্টা যে আন্তরিক, সেই বার্তা দিতেই মুখ্যমন্ত্রী সরাসরি নিহত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ তাঁর এই পদক্ষেপে খুশি ভবানীপুরের বাসিন্দারাও ৷

কলকাতা ও আলিপুরদুয়ার, 7 জুন: উত্তরবঙ্গ থেকেই ভবানীপুরে দম্পতি খুনের (Bhowanipore Murder Case) তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। আগেই কলকাতার পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছিলেন, দ্রুত এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে হবে। আর এবার ভবানীপুরে খুন হওয়া ওই দম্পতির এক মেয়েকে ফোন করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ভবানীপুরের নির্বাচিত বিধায়ক ৷ তাছাড়া, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশমন্ত্রীও তিনিই ৷ সূত্রের দাবি, নিজের এলাকায় এমন ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একেবারে ব্যক্তিগত স্তরেই এই ঘটনার উপর নজর রাখছেন তিনি ৷ পাশাপাশি, এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমেও আলোড়ন তৈরি হয়েছে ৷ নানা মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ দোষীদের পাকড়াও করতে তাই পুলিশ মহলেও তৎপরতা শুরু হয়েছে ৷

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে এক গুজরাতি ব্যবসায়ী দম্পতির দেহ উদ্ধার হয়। এরপর মঙ্গলবার ওই দম্পতির ছোট মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ফোনে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে। কী কারণে শহরের বুকে এত ভয়াবহ ঘটনা ঘটে গেল, তা খোঁজারও চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: Bhowanipore Murder Case: লুঠের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

পুলিশের এই তদন্ত প্রক্রিয়ার উপর নজর রয়েছে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও ৷ আপাতত উত্তরবঙ্গ সফরে (CM Mamata Banerjee North Bengal Visit) ব্যস্ত থাকলেও ভবানীপুর হত্যাকাণ্ড নিয়ে প্রতি মুহূর্তের খবরাখবর রাখছেন তিনি ৷ এলাকার বিধায়ক হওয়ায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাড়তি প্রত্যাশা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর মুখ্যমন্ত্রীও সেই ভূমিকায় ইতিমধ্যেই অবতীর্ণ হয়েছেন ৷ তিনি যে আক্রান্ত পরিবারের পাশে রয়েছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার বিষয়ে তাঁর ও তাঁর প্রশাসনের প্রচেষ্টা যে আন্তরিক, সেই বার্তা দিতেই মুখ্যমন্ত্রী সরাসরি নিহত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ তাঁর এই পদক্ষেপে খুশি ভবানীপুরের বাসিন্দারাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.