ETV Bharat / state

Mamata Banerjee: আজ থেকে তিনদিন আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - চা শ্রমিক

আজ মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারায় যাবেন ৷ কাল সেখান থেকে মেঘালয়ের জনসভায় অংশ নেবেন ৷ তারপর ফিরে আসবেন আলিপুরদুয়ারে (Mamata Banerjee Alipurduar visit) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 17, 2023, 11:54 AM IST

Updated : Jan 17, 2023, 12:32 PM IST

জলপাইগুড়ি, 17 জানুয়ারি: মেঘালয় সফরের জন্য হাসিমারায় বেসক্যাম্প করবেন মুখ্যমন্ত্রী । আজ থেকে তিনদিনের ডুয়ার্স সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার 17 জানুয়ারি বিকেল নাগাদ হাসিমারা পৌঁছবেন তিনি । সেখানে সরকারি মালঙ্গী বাংলোতে থাকবেন । বুধবার, 18 জানুয়ারি জনসভায় যোগ দিতে হাসিমারা থেকে হেলিকপ্টারে মেঘালয়ে উড়ে যাবেন তৃণমূল সুপ্রিমো । মেঘালয়ের সভা সেরে কাল বিকেলে হাসিমারায় ফিরে আসবেন ৷

সূত্রের খবর, 19 জানুয়ারি আলিপুরদুয়ারের সুভাষিনি চা বাগানের ফুটবল মাঠে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে করবেন তিনি ৷ এরপর দুই জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর ৷ এর মধ্যে আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের জন্য গড়ে তোলা আবাসনের সূচনা করার কথা রয়েছে । 'চা সুন্দরী' প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের বাড়ি উপহার দেবেন তিনি ৷ 2020 সালে মুখ্যমন্ত্রী বাজেটে প্রথম চা শ্রমিকদের 'চা সুন্দরী' প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ৷

আরও পড়ুন: এসএসকেএম-এ আবেগী মমতা, বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা প্রতিভাদের দেশে ফেরার ডাক

2020 সালের 12 ডিসেম্বর জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "চা সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গের 370টি চা বাগানে চা শ্রমিকদের মধ্যে যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা বাড়ি পাবেন ৷ প্রথম পর্যায়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 7টি চা বাগানের শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পে বাড়ি দেওয়া হবে ৷" তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুজনাই, ঢেকলাপাড়া, তোর্সা, লঙ্কাপাড়া, রেডব্যাঙ্ক, ধরনীপুর, মানাবাড়ি চাবাগানের 3 হাজার 694 জনকে ঘর দেবেন বলে ৷ শুধুমাত্র আলিপুরদুয়ারের 2 হাজার 641 জনকে বাড়ি দেওয়ার কথা । প্রথমে 1 হাজার 53 টি ঘরের কাজ এখানে হবে ।

উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের মন পেতে চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের প্যাকেজ করে রাজ্য সরকার ৷ এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের শ্রমিকদের আবাস বানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ স্বভাবতই এতে খুশি চা শ্রমিকরা ৷ 2020 সালে রাজ্য সরকার বাজেটে চা শ্রমিকদের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছিল ৷ চা বাগানে বহু শ্রমিকের মাথার উপর ছাদ নেই ৷ এমন ঘোষণার পর আশার আলো দেখছেন উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকরা ৷ কিন্তু সব চা বাগানের শ্রমিকেরা কবে ঘর পাবেন, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: 'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

জলপাইগুড়ি, 17 জানুয়ারি: মেঘালয় সফরের জন্য হাসিমারায় বেসক্যাম্প করবেন মুখ্যমন্ত্রী । আজ থেকে তিনদিনের ডুয়ার্স সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার 17 জানুয়ারি বিকেল নাগাদ হাসিমারা পৌঁছবেন তিনি । সেখানে সরকারি মালঙ্গী বাংলোতে থাকবেন । বুধবার, 18 জানুয়ারি জনসভায় যোগ দিতে হাসিমারা থেকে হেলিকপ্টারে মেঘালয়ে উড়ে যাবেন তৃণমূল সুপ্রিমো । মেঘালয়ের সভা সেরে কাল বিকেলে হাসিমারায় ফিরে আসবেন ৷

সূত্রের খবর, 19 জানুয়ারি আলিপুরদুয়ারের সুভাষিনি চা বাগানের ফুটবল মাঠে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে করবেন তিনি ৷ এরপর দুই জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর ৷ এর মধ্যে আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের জন্য গড়ে তোলা আবাসনের সূচনা করার কথা রয়েছে । 'চা সুন্দরী' প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের বাড়ি উপহার দেবেন তিনি ৷ 2020 সালে মুখ্যমন্ত্রী বাজেটে প্রথম চা শ্রমিকদের 'চা সুন্দরী' প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ৷

আরও পড়ুন: এসএসকেএম-এ আবেগী মমতা, বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা প্রতিভাদের দেশে ফেরার ডাক

2020 সালের 12 ডিসেম্বর জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "চা সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গের 370টি চা বাগানে চা শ্রমিকদের মধ্যে যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা বাড়ি পাবেন ৷ প্রথম পর্যায়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 7টি চা বাগানের শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পে বাড়ি দেওয়া হবে ৷" তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুজনাই, ঢেকলাপাড়া, তোর্সা, লঙ্কাপাড়া, রেডব্যাঙ্ক, ধরনীপুর, মানাবাড়ি চাবাগানের 3 হাজার 694 জনকে ঘর দেবেন বলে ৷ শুধুমাত্র আলিপুরদুয়ারের 2 হাজার 641 জনকে বাড়ি দেওয়ার কথা । প্রথমে 1 হাজার 53 টি ঘরের কাজ এখানে হবে ।

উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের মন পেতে চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের প্যাকেজ করে রাজ্য সরকার ৷ এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের শ্রমিকদের আবাস বানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ স্বভাবতই এতে খুশি চা শ্রমিকরা ৷ 2020 সালে রাজ্য সরকার বাজেটে চা শ্রমিকদের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছিল ৷ চা বাগানে বহু শ্রমিকের মাথার উপর ছাদ নেই ৷ এমন ঘোষণার পর আশার আলো দেখছেন উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকরা ৷ কিন্তু সব চা বাগানের শ্রমিকেরা কবে ঘর পাবেন, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: 'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

Last Updated : Jan 17, 2023, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.