ETV Bharat / state

খুনের দায়ে 8 জনের যাবজ্জীবন

2013 সালে মাঝেরডাবরি চা বাগানে নৃশংস ভাবে হত্যা হয়েছিল এক চা শ্রমিককে ৷ সেই মামলায় আজ সন্ধ্যায় দুই মহিলাসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রিনা সাউ । 2013 সালের 30 মার্চ বিবাদমান দুই প্রতিবেশী প্রকাশ কুজুর ও এমিলা বাকলার মধ্যে মারপিট হয় । ঘটনায় জখম হয় প্রকাশ কুজুর । পরের দিন প্রকাশ এবং তার আত্মীয়স্বজন এমিলা বাকলার বাড়িতে গিয়ে প্রকাশের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার দাবি করে । এমিলা সেই টাকা দিতে অস্বীকার করলে প্রকাশের আত্মীয়রা মিলে এমিলাকে লোহার রড দিয়ে আঘাত করে ৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপও মারা হয় এমিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় এমিলা বাকলার ।

alipurduar court
আলিপুরদুয়ার আদালত
author img

By

Published : Dec 10, 2019, 8:58 PM IST

Updated : Dec 10, 2019, 9:46 PM IST

আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর : খুনের দায়ে দুই মহিলা সহ আটজনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালত ৷ গতকাল ওই আটজনকে খুনের দায়ে দোষীসাব্যস্ত করেছিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রিনা সাউ ৷

2013 সালে মাঝেরডাবরি চা বাগানে নৃশংস ভাবে হত্যা হয়েছিল এক চা শ্রমিক ৷ সেই মামলায় দুই মহিলা সহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রিনা সাউ । 2013 সালের 30 মার্চ বিবাদমান দুই প্রতিবেশী প্রকাশ কুজুর ও এমিলা বাকলার মধ্যে মারপিট হয় । ঘটনায় জখম হয় প্রকাশ কুজুর । পরের দিন প্রকাশ এবং তার আত্মীয়স্বজন এমিলা বাকলার বাড়িতে গিয়ে প্রকাশের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার দাবি করে । এমিলা সেই টাকা দিতে অস্বীকার করলে প্রকাশের আত্মীয়রা মিলে এমিলাকে লোহার রড দিয়ে আঘাত করে ৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপও মারা হয় এমিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় এমিলা বাকলার । এরপর এমিলার স্ত্রী তেরেসা বাকলা শামুকতলা থানায় প্রকাশ ও তার সাত আত্মীয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রকাশ ও বাকি সাতজনকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার আদালতে পাঠায় । দীর্ঘ ছয় বছর ধরে মামলা চলাকালীন মোট 12 জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এই মামলায় সাজা ঘোষণা হয় ।

দেখুন ভিডিয়ো

সরকার পক্ষের আইনজীবী বিকাশ ঘোষ বলেন, সাজাপ্রাপ্তরা সকলেই মাঝেরডাবরি চা বাগানের বাসিন্দা । সাজাপ্রাপ্তদের নাম প্রকাশ কুজুর, শান্ত কুজুর ,ক্রিস্টোফার কুজুর ,নিকোলাস কুজুর ,আনন্দ কুজুর ,বিকাশ কুজুর ,নীলিমা কুজুর ও বিষমনি কুজুর । এরা সকলেই এমিলা কুজুরকে খুনের দায়ে অভিযুক্ত ছিল । আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক রিনা সাউ । অন্যদিকে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী সমীর সরকার ৷ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন সমীরবাবু ৷

আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর : খুনের দায়ে দুই মহিলা সহ আটজনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালত ৷ গতকাল ওই আটজনকে খুনের দায়ে দোষীসাব্যস্ত করেছিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রিনা সাউ ৷

2013 সালে মাঝেরডাবরি চা বাগানে নৃশংস ভাবে হত্যা হয়েছিল এক চা শ্রমিক ৷ সেই মামলায় দুই মহিলা সহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রিনা সাউ । 2013 সালের 30 মার্চ বিবাদমান দুই প্রতিবেশী প্রকাশ কুজুর ও এমিলা বাকলার মধ্যে মারপিট হয় । ঘটনায় জখম হয় প্রকাশ কুজুর । পরের দিন প্রকাশ এবং তার আত্মীয়স্বজন এমিলা বাকলার বাড়িতে গিয়ে প্রকাশের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার দাবি করে । এমিলা সেই টাকা দিতে অস্বীকার করলে প্রকাশের আত্মীয়রা মিলে এমিলাকে লোহার রড দিয়ে আঘাত করে ৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপও মারা হয় এমিলাকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় এমিলা বাকলার । এরপর এমিলার স্ত্রী তেরেসা বাকলা শামুকতলা থানায় প্রকাশ ও তার সাত আত্মীয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রকাশ ও বাকি সাতজনকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার আদালতে পাঠায় । দীর্ঘ ছয় বছর ধরে মামলা চলাকালীন মোট 12 জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এই মামলায় সাজা ঘোষণা হয় ।

দেখুন ভিডিয়ো

সরকার পক্ষের আইনজীবী বিকাশ ঘোষ বলেন, সাজাপ্রাপ্তরা সকলেই মাঝেরডাবরি চা বাগানের বাসিন্দা । সাজাপ্রাপ্তদের নাম প্রকাশ কুজুর, শান্ত কুজুর ,ক্রিস্টোফার কুজুর ,নিকোলাস কুজুর ,আনন্দ কুজুর ,বিকাশ কুজুর ,নীলিমা কুজুর ও বিষমনি কুজুর । এরা সকলেই এমিলা কুজুরকে খুনের দায়ে অভিযুক্ত ছিল । আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক রিনা সাউ । অন্যদিকে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী সমীর সরকার ৷ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন সমীরবাবু ৷

Intro:আলিপুরদুয়ার:-একটি খুনের ঘটনায় দুই মহিলা সহ এক সাথে আট জনকে অভিজুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে নজির গড়লেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের মহিলা বিচারপতি রিনা সাউ।


Body:২০১৩ সালে মাঝেরডাবরি চা বাগানে এক চা শ্রমিক কে নৃশংস ভাবে হত্যা করার দায়ে বিচারপতি রিনা সাউ আজ সন্ধ্যায় এই রায় দেন । সরকারি পক্ষের আইনজীবী বিকাশ ঘোষ এবং শ্রীময়ি ঘোষ মজুমদার জানান২০১৩ সালে মার্চ মাসের ৩০ তারিখ বিবাদমান দুই প্রতিবেশী প্রকাশ কুজুর ও এমিলা বাকলার মধ্যে মারপিট হয়। ঘটনয় জখম হয় প্রকাশ কুজুর ।পরের দিন প্রকাশ এবং তার আত্মীয়স্বজন এমিলা বাকলার বাড়িতে গিয়ে প্রকাশের চিকিৎসার টাকা দাবি করে ।এমিলা সেই টাকা দিতে অস্বীকার করলে প্রকাশের আত্মীয়রা মিলে এমিলাকে লোহার রড বাটাম ,ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় এমিলা বাকলার।এরপর এমিলার স্ত্রী তেরেসা বাকলা শামুকতলা থানায় স্বামীকে খুন করে হত্যার মামলা দায়ের করেন প্রকাশ ও তার সাত আত্মীয়ের বিরুদ্ধে।অভিজোগের ভিত্তিতে পুলিশ প্রকাশ সহ বাকি সাতজনকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার আদালতে পাঠায় ।দীর্ঘ ছয় বছর মামলা চলাকালীন মোট ১২ জনের সাক্ষী গ্রহনের পর আজ এই মামলার নিষ্পত্তি হয় । সরকারি আইনজীবী বিকাশ ঘোষ জানান সাজা প্রাপ্ত দোষীরা সকলেই মাঝেরডাবরি চা বাগানের বাসিন্দা ।বিকাশ ঘোষ জানান দোষিরা হলেন প্রকাশ কুজুর ,শান্ত কুজুর ,ক্রিস্টোফার কুজুর ,নিকোলাস কুজুর ,আনন্দ কুজুর ,বিকাশ কুজুর ,নীলিমা কুজুর ,বিষমনি কুজুর । এরা সকলেই এমিলা কুজুরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলো ।আজ তাদের সাজা ঘোষণা হয়েছে ।


Conclusion:আসামি পক্ষের আইনজীবী সমীর সরকার জানান এই রায় যথাযথ নয় ।আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো ।
Last Updated : Dec 10, 2019, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.