ETV Bharat / state

লকডাউনে চরম খাদ্য সংকটে যৌনপল্লির বাসিন্দারা - Corona safety

লকডাউনের জেরে বন্ধ কাজকর্ম ৷ যৌনপল্লির বাসিন্দাদের কাছে পৌঁছায়নি সরকারি অনুদান।

In lockdown sex workers are facing food crisis
লকডাউনে চরম খাদ্য সংকটে যৌন পল্লীর বাসিন্দারা
author img

By

Published : Apr 7, 2020, 1:03 PM IST

আালিপুরদুয়ার,7 এপ্রিল : হোম কোয়ারানটাইনে থাকা 200 যৌনকর্মী ও তাঁদের পরিবারে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। তাঁদের কাছে পৌঁছায়নি সরকারি অনুদান। অথচ জেলায় প্রকৃত লকডাউনের চিত্র ওঁদের পাড়াতেই । কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে সবার আগে নাম লিখিয়ে ছিলেন অন্ধকার গলির ওঁরা । শুধুমাত্র প্রাণে বেঁচে থাকার তাগিদেই খদ্দেরদের ফিরিয়ে দেন তাঁরা ৷

কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আলিপুরদুয়ার শহরের যৌনপল্লির শ'দুয়েক পরিবার ৷ লকডাউনের ফলে কাজ বন্ধ করে রাখলেও সরকারিভাবে কোনও সাহায্য তাঁরা পাচ্ছেন না ৷ সরকারি ত্রাণ তাঁদের কাছে পৌছায়নি ৷ দু' একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে কিছু চাল , ডাল দেওয়া হলেও তা তাঁদের জন্য যথেষ্ট নয় ৷ মুখ্যমন্ত্রী সকলের জন্য বিনা পয়সায় রেশনের কথা বললেও এঁদের বরাতে তা এখনও পর্যন্ত জোটেনি। এলাকার সিংহভাগ পরিবারকে টাকা দিয়ে রেশন নিতে হচ্ছে ৷

আালিপুরদুয়ার,7 এপ্রিল : হোম কোয়ারানটাইনে থাকা 200 যৌনকর্মী ও তাঁদের পরিবারে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। তাঁদের কাছে পৌঁছায়নি সরকারি অনুদান। অথচ জেলায় প্রকৃত লকডাউনের চিত্র ওঁদের পাড়াতেই । কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে সবার আগে নাম লিখিয়ে ছিলেন অন্ধকার গলির ওঁরা । শুধুমাত্র প্রাণে বেঁচে থাকার তাগিদেই খদ্দেরদের ফিরিয়ে দেন তাঁরা ৷

কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আলিপুরদুয়ার শহরের যৌনপল্লির শ'দুয়েক পরিবার ৷ লকডাউনের ফলে কাজ বন্ধ করে রাখলেও সরকারিভাবে কোনও সাহায্য তাঁরা পাচ্ছেন না ৷ সরকারি ত্রাণ তাঁদের কাছে পৌছায়নি ৷ দু' একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে কিছু চাল , ডাল দেওয়া হলেও তা তাঁদের জন্য যথেষ্ট নয় ৷ মুখ্যমন্ত্রী সকলের জন্য বিনা পয়সায় রেশনের কথা বললেও এঁদের বরাতে তা এখনও পর্যন্ত জোটেনি। এলাকার সিংহভাগ পরিবারকে টাকা দিয়ে রেশন নিতে হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.