ETV Bharat / state

রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে, ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী

রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে । মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন উত্তরবঙ্গের তিনটি জেলার বিস্তীর্ণ এলাকা । কালজানি, রায়ডাক, তোর্সা নদীতে হলুদ সংকেত জারি । কিছু এলাকায় নদীর জল বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে ।

উত্তরবঙ্গে বৃষ্টি
author img

By

Published : Jun 26, 2019, 2:08 PM IST

Updated : Jun 26, 2019, 3:00 PM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 26 জুন : রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে । বৃষ্টির পরিমাণ 405.40 মিলিমিটার । জানাল জলপাইগুড়ি সেচ দপ্তর । এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় । বৃষ্টি হয়েছে শিলিগুড়িতেও ।

ভিডিয়োয় দেখুন

একদিকে ভুটানে প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা জল এবং অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে কার্যত বানভাসি অবস্থা আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । হাসিমারা, দলসিংপাড়া, কুমারগ্রামসহ আলিপুরদুয়ার পৌরসভার অন্তত কুড়িটি ওয়ার্ড জলমগ্ন । হাসিমারা থেকে ভুটানে যাওয়ার এশিয়ান হাইওয়ে-48 এর উপর দিয়ে বইছে জল । মাদারিহাট থেকে হাসিমারা যাওয়ার রাজ্য সড়ক জলের নিচে । বারবিশায় ফ্ল্যান্ডসেন্টারে ইতিমধ্যেই লোকজন এসে আশ্রয় নিয়েছে । জলমগ্ন জলপাইগুড়ির অন্তর্গত ডুয়ার্সের বহু এলাকা । জলপাইগুড়ির বিন্নাগুড়ি, বানারহাট এলাকায় ভুটানের জলে জলমগ্ন বিভিন্ন এলাকা । বানারহাট হাসপাতালেও জল ঢুকেছে ।

অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে ভুটানের ফুঁৎসলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে । ধসের জেরে বেশ কিছু এলাকায় বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
গতকালই ভুটান সরকারের পক্ষ থেকে 48 ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ।

ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলিও । কালজানি, রায়ডাক, তোর্সা নদীতে হলুদ সংকেত জারি । কিছু এলাকায় নদীর জল বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে । এইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

খোলা হয়েছে 5 টা ত্রাণ শিবির ।

জলপাইগুড়ি সেচ দপ্তরের রিপোর্ট অনুযায়ী এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে :

  • আলিপুরদুয়ার- 405.40 মিলিমিটার
  • জলপাইগুড়ি- 148.50 মিলিমিটার
  • তুফানগঞ্জ - 170.40 মিলিমিটার
  • কোচবিহার -76.80 মিলিমিটার
  • মাথাভাঙা- 31.40 মিলিমিটার
  • হাসিমারায়- 251.80 মিলিমিটার
  • ময়নাগুড়ি- 78.00 মিলিমিটার
  • শিলিগুড়ি- 69.80 মিলিমিটার
  • বানারহাট- 220.00 মিলিমিটার

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 26 জুন : রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে । বৃষ্টির পরিমাণ 405.40 মিলিমিটার । জানাল জলপাইগুড়ি সেচ দপ্তর । এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় । বৃষ্টি হয়েছে শিলিগুড়িতেও ।

ভিডিয়োয় দেখুন

একদিকে ভুটানে প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা জল এবং অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে কার্যত বানভাসি অবস্থা আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । হাসিমারা, দলসিংপাড়া, কুমারগ্রামসহ আলিপুরদুয়ার পৌরসভার অন্তত কুড়িটি ওয়ার্ড জলমগ্ন । হাসিমারা থেকে ভুটানে যাওয়ার এশিয়ান হাইওয়ে-48 এর উপর দিয়ে বইছে জল । মাদারিহাট থেকে হাসিমারা যাওয়ার রাজ্য সড়ক জলের নিচে । বারবিশায় ফ্ল্যান্ডসেন্টারে ইতিমধ্যেই লোকজন এসে আশ্রয় নিয়েছে । জলমগ্ন জলপাইগুড়ির অন্তর্গত ডুয়ার্সের বহু এলাকা । জলপাইগুড়ির বিন্নাগুড়ি, বানারহাট এলাকায় ভুটানের জলে জলমগ্ন বিভিন্ন এলাকা । বানারহাট হাসপাতালেও জল ঢুকেছে ।

অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে ভুটানের ফুঁৎসলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে । ধসের জেরে বেশ কিছু এলাকায় বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
গতকালই ভুটান সরকারের পক্ষ থেকে 48 ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ।

ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলিও । কালজানি, রায়ডাক, তোর্সা নদীতে হলুদ সংকেত জারি । কিছু এলাকায় নদীর জল বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে । এইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

খোলা হয়েছে 5 টা ত্রাণ শিবির ।

জলপাইগুড়ি সেচ দপ্তরের রিপোর্ট অনুযায়ী এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে :

  • আলিপুরদুয়ার- 405.40 মিলিমিটার
  • জলপাইগুড়ি- 148.50 মিলিমিটার
  • তুফানগঞ্জ - 170.40 মিলিমিটার
  • কোচবিহার -76.80 মিলিমিটার
  • মাথাভাঙা- 31.40 মিলিমিটার
  • হাসিমারায়- 251.80 মিলিমিটার
  • ময়নাগুড়ি- 78.00 মিলিমিটার
  • শিলিগুড়ি- 69.80 মিলিমিটার
  • বানারহাট- 220.00 মিলিমিটার
Intro:রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে, ফুসছে নদী।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই প্রবল বৃষ্টি শুরু হল উত্তরবঙ্গে। গত 24 ঘণ্টায় শুধু আলিপুরদুয়ার বৃষ্টির পরিমান 405.40 মিলিমিটার। একদিকে ভুটানে প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা জল এবং অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে জল থইথই অলিপুরদুয়ারের বহু এলাকা। জলমগ্ন জলপাইগুড়ি জেলার অধীন ডুয়ার্সের বহু এলাকাও।

হাসিমারা, দলসিংপাড়া, কুমারগ্রামসহ আলিপুরদুয়ার পৌরসভার অন্তত কুড়িটি ওয়ার্ড জলমগ্ন । হাসিমারা থেকে ভুটানে যাওয়ার এশিয়ান হাইওয়ে 48 এর ওপর দিয়ে জল বইছে। মাদারিহাট থেকে হাসিমারা যাওয়ার রাজ্য সড়ক জলের নীচে। বারবিশায় ফ্ল্যান্ডসেন্টারে ইতিমধ্যেই লোকজন আশ্রয় নিয়েছেন। বানারহাট হাসপাতালেও জল ঢুকেছে।

কালজানি, রায়ডাক, ও তোর্ষা নিদিতে আজও হলুদ সংকেত জারি রয়েছে। কিছু এলাকায় নদীর জলস্তর বিপদ সীমার খুব কাছ দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদীর জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুরদুয়ার ছাড়া কোচবিহার ও জলপাইগুড়ি এবং শিলিগুড়িতেও বৃষ্টি চলছে। সেচ দপ্তর জানিয়েছে কোচবিহারে 76.80 মিমি, তুফানগঞ্জে 170.40 মিমি, শিলিগুড়িতে 69.80 মিমি, জলপাইগুড়িতে 148.50 মিমি, বানারহাট 220 মিমি বৃষ্টি হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির জেরে ভুটানের ফুঁৎসিলিং এ বিভিন্ন এলাকায় ধস নেমেছে বলে খবির মিলেছে। ধসের জেরে বেশ কিছু এলাকায় কিছু বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে।




Body:।


Conclusion:
Last Updated : Jun 26, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.