ETV Bharat / state

7 দিনে জ্বরে মৃত 9, ডেঙ্গি বলে মানতে নারাজ প্রশাসন - died minors of Joygaon

ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরে জ্বরে আক্রান্ত অনেকেই । ইতিমধ্যেই সাতদিনে 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 9 জনের মৃত্যু হয়েছে । মৃতদের প্রত্যেকেরই বয়স 3 থেকে 12 বছর ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 22, 2019, 6:37 AM IST

জয়গাঁ, 22 অগাস্ট : ভারত-ভুটান সীমান্তে অবস্থিত জয়গাঁ শহরে গত সাতদিনে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের । স্থানীয়দের বক্তব্য, ডেঙ্গিতেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সবার । কিন্তু স্থানীয়দের এই বক্তব্য উড়িয়ে দিচ্ছে প্রশাসন ।

ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরে জ্বরে আক্রান্ত অনেকেই । ইতিমধ্যেই সাতদিনে 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 9 জনের মৃত্যু হয়েছে । মৃতদের প্রত্যেকেরই বয়স 3 থেকে 12 বছর । রবিবার(18 অগাস্ট) গোপীমোহন এলাকার 12 বছরের রিয়া নন্দীর মৃত্যু হয় । অনেকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল সে । এই জ্বরেই আক্রান্ত হয়ে মৃত্যু হয় গুয়াবাড়ির নইম রহমান(4), কাশ্মিরা রহমান(8), ঝরনা বস্তির বাবলু শেখ(3), সুভাষ পল্লির রজনী সাহা(6) । মঙ্গলবার রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে মৃত্যু হয় 10 বছরের গুণী বর্মণের । জয়গাঁ 2 নম্বর গ্রাম প়ঞ্চায়েতের লামাচকের বাসিন্দা রণজিৎ বর্মণের কন্যা গুণী । 6 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি ছিল সে । স্থানীয়দের দাবি, মৃতরা ডেঙ্গিতেই আক্রান্ত ছিল । শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবার গাফিলতিরও অভিযোগ তোলে স্থানীয়রা । কিন্তু স্থানীয়দের এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর । তাদের বক্তব্য, প্রতিবেশী দেশ ভুটান থেকেই এই জ্বর সীমান্তে অবস্থিত জয়গাঁ শহরে ছড়িয়ে পড়েছে ।

ডেঙ্গির চিকিৎসার জন্য অস্থায়ী 2 টি চিকিৎসা শিবির খুলেছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি । সেই শিবিরে প্রতিদিন গড়ে 250-300 ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে । গতকাল ডেঙ্গি প্রতিরোধের জন্য জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি দপ্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পূরণ শর্মী এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন । এই বৈঠকে হাজির ছিলেন কালচিনি ব্লকের BDO সহ জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও জয়গাঁর বিভিন্ন স্কুলের শিক্ষকরা ।

বৈঠকের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান, ডেঙ্গিতে মৃত্যুর কোনও খবর নেই । যাদের মৃত্যু হয়েছে তারা হয়ত অজানা জ্বরে বা অন্য কোনও রোগে আক্রান্ত ছিল । তিনি বলেন, "জেলা স্বাস্থ্য দপ্তর সজাগ আছে । ডেঙ্গির মোকাবিলায় আমরা প্রস্তুত । তবে, অন্যবারের তুলনায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেশি ।"

জয়গাঁ, 22 অগাস্ট : ভারত-ভুটান সীমান্তে অবস্থিত জয়গাঁ শহরে গত সাতদিনে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের । স্থানীয়দের বক্তব্য, ডেঙ্গিতেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সবার । কিন্তু স্থানীয়দের এই বক্তব্য উড়িয়ে দিচ্ছে প্রশাসন ।

ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরে জ্বরে আক্রান্ত অনেকেই । ইতিমধ্যেই সাতদিনে 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 9 জনের মৃত্যু হয়েছে । মৃতদের প্রত্যেকেরই বয়স 3 থেকে 12 বছর । রবিবার(18 অগাস্ট) গোপীমোহন এলাকার 12 বছরের রিয়া নন্দীর মৃত্যু হয় । অনেকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল সে । এই জ্বরেই আক্রান্ত হয়ে মৃত্যু হয় গুয়াবাড়ির নইম রহমান(4), কাশ্মিরা রহমান(8), ঝরনা বস্তির বাবলু শেখ(3), সুভাষ পল্লির রজনী সাহা(6) । মঙ্গলবার রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে মৃত্যু হয় 10 বছরের গুণী বর্মণের । জয়গাঁ 2 নম্বর গ্রাম প়ঞ্চায়েতের লামাচকের বাসিন্দা রণজিৎ বর্মণের কন্যা গুণী । 6 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি ছিল সে । স্থানীয়দের দাবি, মৃতরা ডেঙ্গিতেই আক্রান্ত ছিল । শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবার গাফিলতিরও অভিযোগ তোলে স্থানীয়রা । কিন্তু স্থানীয়দের এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর । তাদের বক্তব্য, প্রতিবেশী দেশ ভুটান থেকেই এই জ্বর সীমান্তে অবস্থিত জয়গাঁ শহরে ছড়িয়ে পড়েছে ।

ডেঙ্গির চিকিৎসার জন্য অস্থায়ী 2 টি চিকিৎসা শিবির খুলেছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি । সেই শিবিরে প্রতিদিন গড়ে 250-300 ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে । গতকাল ডেঙ্গি প্রতিরোধের জন্য জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি দপ্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পূরণ শর্মী এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন । এই বৈঠকে হাজির ছিলেন কালচিনি ব্লকের BDO সহ জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও জয়গাঁর বিভিন্ন স্কুলের শিক্ষকরা ।

বৈঠকের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান, ডেঙ্গিতে মৃত্যুর কোনও খবর নেই । যাদের মৃত্যু হয়েছে তারা হয়ত অজানা জ্বরে বা অন্য কোনও রোগে আক্রান্ত ছিল । তিনি বলেন, "জেলা স্বাস্থ্য দপ্তর সজাগ আছে । ডেঙ্গির মোকাবিলায় আমরা প্রস্তুত । তবে, অন্যবারের তুলনায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেশি ।"

Intro:আলিপুরদুয়ার: -ভারত ভুটান সীমান্তের জয়গাঁ শহরে ডেঙ্গু জ্বর মহামারির আকার ধারন করেছে ।ডেঙ্গুর তান্ডবে দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা ।গত সাত দিনে জয়গা ১ এবং ২ গ্রাম পঞ্চায়েতে মোট নয় জনের মৃত্যু হয়েছে ।


Body:তবে জায়গার বাসিন্দারা ডেঙ্গু জ্বরেই মৃত্যুর দাবি করলেও জেলা স্বাস্থ্য দপ্তর অবশ্য মানতে চাইছে মৃত্যুর কারণ ডেঙ্গু জ্বর । স্থানীয় এবং স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর প্রতিবেশি দেশ ভুটান থেকেই এই জ্বর ভারতীয় এই শহরে ছড়িয়ে পড়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে জ্বরে আক্রান্ত হয়ে মৃতদের প্রত্যেকের বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে । জয়গা শহরে ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য অস্থায়ী ২ টি চিকিৎসা শিবির খুলেছে জয়গা ডেভলপমেন্ট অথরিটি ।সেই শিবিরে প্রতিদিন গড়ে ২৫০ -৩০০ ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে । ডেঙ্গু প্রতিরোধের জন্য জয়গা ডেভলপমেন্ট অথরিটির দপ্তরে আজ জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডঃ পূরণ শর্মা এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন ।বৈঠকে হাজির ছিলেন কালচিনি ব্লকের ভিডিও সহ জেলার সমস্ত স্বাস্থ্য অধিকারীক এবং জয়গার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা। আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান ডেঙ্গু জ্বরে মৃত্যুর কোন খবর নেই ।অজানা জ্বরে বা অন্য কোন কারণে শিশুদের মৃত্যু হতে পারে ।জেলা স্বাস্থ্য দপ্তর সজাগ আছে ।ডেঙ্গুর মোকাবিলায় আমরা প্রস্তুত ।তবে অন্যবারের তুলনায় এবছর জায়গাতে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা অনেক বেশি । জেলা স্বাস্থ্য দপ্তর জ্বরে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর কোন তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেনি ।জ্বরে শিশুদের মৃত্যুর পরিসংখ্যান নিয়ে পুরো বিষয়টি চেপে গেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা । তবে জয়গাও এর বিস্তীর্ণ এলাকায় ঘুরে দেখা গেল জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল শুরু হয়ে গোটা এলাকায় ।জয়গাও 2 গ্রাম পঞ্চায়েতের লামাচকের বাসিন্দা রণজিৎ বর্মনের ১০ বছরের কন্যা সন্তান গুণী বর্মন এর মঙ্গলবার রাতে শিলিগুড়ির একটি নার্সিং হোমে মৃত্যু হয়েছে ।গুণী বর্মন ৬ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি ছিল । অন্যদিকে জয়গাও এর গোপীমোহন এলাকার 12 বছরের রিয়া নন্দী রবিবার সকালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢোলে পরে ।গুয়াবাড়ির নঈম রহমান (৪) গত শুক্রবার মৃত্যু হয় ।গুয়াবাড়ির আরেক শিশু কাশ্মীরা রহমান(4) গত শনিবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে । জ্বরে আক্রান্ত হয়ে গত সাত দিনে মৃত্যু হয়েছে ঝর্ণা বস্তীর বাবলু শেখ (3) ,সুভাষ পল্লীর রজনী সাহা (৬) সহ আরো বেশ কয়েকটি শিশুর ।


Conclusion:এদিন জয়গা শহরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেল নোংরা ময়লা ,বর্জ্য পদার্থ ,জমে থাকা জলে নিমজ্জিত গোটা এলাকা ।ঘরে ঘরে দু ,তিন জন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষ ।ডেঙ্গুর ভয়ে স্কুলে যাচ্ছেনা কচি কাঁচা শিশুরা ।ডেঙ্গুর হানায় জয়গার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশ কিছু মানুষ শিশুদের নিয়ে অন্যত্র চলে গেছে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.