আলিপুরদুয়ার, 30 এপ্রিল : আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত চার যুবক । গতকাল দিল্লি থেকে জেলায় ফিরেছিলেন তাঁরা । তারপর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, চারজনের রিপোর্টই পজ়িটিভ । ইতিমধ্যেই তপসিখাতার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের ।
গতকাল একটি অ্যাম্বুলেন্সে দিল্লি থেকে আলিপুরদুয়ারে ফেরেন ওই চারজন যুবক । জেলায় প্রবেশের আগে ফালাকাটার নাকা চেকিংয়ে তাঁদের আটকানো হয় । পরে জেলার একটি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় তাঁদের । এরপর ওই চার যুবকের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয় । আজ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়, দিল্লি ফেরত ওই চারজন কোরোনায় আক্রান্ত ।
নাম প্রকাশে অনিচ্ছুক আলিপুরদুয়ার জেলার এক স্বাস্থ্যকর্তা জানান, "ওই চার যুবকের দেহেই কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। আজই আমরা জানতে পেরেছি । বর্তমানে তাঁদের তপসিখাতা কোরোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।"