আলিপুরদুয়ার, 25 জুন : ভুটানে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাংশ । রায়ডাক, সংকোশ, কালজানি, সুখানি নদীর জলস্তর বেড়েছে । জারি করা হয়েছে হলুদ সতর্কতা । প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টার ।
ভুটানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে । যার ফলে জলস্তর বাড়ছে ডুয়ার্সের নদীগুলিতে । জলপাইগুড়ির বানারহাট, নাগড়াকাটা, বিন্নাগুড়ি সহ বহু এলাকা জলমগ্ন ।
একই অবস্থা আলিপুরদুয়ারেও । জেলার কালচিনি ব্লকে ভুটানের সঙ্গে যোগাযোগকারী 48 নম্বর এশিয়ান হাইওয়ে উপর দিয়ে নদীর জল বইছে । কালচিনি, মাদারিহাট, কুমারগ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন । ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
ননাই নদীতে জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে । স্রোতের উলটোদিকে বইছে নদী । আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে 5 টি ফ্লাড সেন্টার ।
আলিপুরদুয়ার জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার নিরোজ কুমার সিং বলেন, "ভুটানে ভারী বৃষ্টির জেরে নদীগুলোতে জলস্তর দ্রুত বাড়ছে । আমরা নদীর গতিবিধি পর্যবেক্ষণ করছি ।"