ETV Bharat / state

হাতির তান্ডবে নাজেহাল মানুষ - Elephant attacked at alipurduar

রাতভর হাতির তাণ্ডবে নাজেহাল মানুষ। শেষে একবস্তা আলু নিয়ে জঙ্গলের দিকে চলে যায় হাতিটি।

The elephant attacked at kalchini
The elephant attacked at kalchini
author img

By

Published : Jun 12, 2020, 8:46 PM IST

আলিপুরদুয়ার, 12জুন: রাতভর তাণ্ডবে চালিয়ে মনভরে পেট পুজা সারলো বুনো দাঁতাল। দোকান ভেঙ্গে শূড়ে পেঁচিয়ে একবস্তা আলু নিয়ে জঙ্গলে উধাও দাঁতাল। কোচবিহার কালচিনির দলসিংপাড়ার ঘটনা।

দাঁতালের সারারাতের তাণ্ডবে কংক্রিটের পাকাপোক্ত দোকান সহ ভাঙ্গলো বেশ কয়েকটি পাকা বাড়ির দেওয়াল। দাঁতালের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বক্সা জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল হাতি ঢুকে পড়ে দলসিংপাড়া বাজার এলাকায়। বুনো দাঁতাল বাজার এলাকায় তাণ্ডব চালিয়ে গ্রামে ঢুকে পড়ে। ভোর বেলায় হাতিটি দলসিংপাড়া চার্চ লাইন এলাকায় ঢুকে পড়ে। চার্চ লাইনের স্থানীয় বাসিন্দা সঙ্গীতা লোহারের ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়। এবং ঘরে মজুদ থাকা রেশনের চাল, আটা সব সাবাড় করে দাঁতাল।

এরপর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় হাতিটি।

এখানেই শেষ নয়। এরপর বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় দাঁতাল। এলাকার একটি দোকান থেকে কয়েক কেজি লবন খেয়ে নেয় বলেও জানা গিয়েছে। এরপর একবস্তা আলু নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।

ডুয়ার্সের জঙ্গল মহলে লাগাতার হাতির হামলা অব্যাহত। মাদারিহাটে গত সাত দিন ধরে হাতির একটি পাল তান্ডব চালিয়ে যাচ্ছে। মাদারিহাটে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে গত রবিবার।

অপরদিকে হাতিপোতা রেঞ্জে চুনিয়া বিটে একটি বছর দশেকের হাতির অস্বাভাবিক মৃত্যুর কারন নিয়ে সংবাদ মাধ্যেমে এখনও কোন বিবৃতি দেয়নি বনদপ্তর।

আলিপুরদুয়ার, 12জুন: রাতভর তাণ্ডবে চালিয়ে মনভরে পেট পুজা সারলো বুনো দাঁতাল। দোকান ভেঙ্গে শূড়ে পেঁচিয়ে একবস্তা আলু নিয়ে জঙ্গলে উধাও দাঁতাল। কোচবিহার কালচিনির দলসিংপাড়ার ঘটনা।

দাঁতালের সারারাতের তাণ্ডবে কংক্রিটের পাকাপোক্ত দোকান সহ ভাঙ্গলো বেশ কয়েকটি পাকা বাড়ির দেওয়াল। দাঁতালের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বক্সা জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল হাতি ঢুকে পড়ে দলসিংপাড়া বাজার এলাকায়। বুনো দাঁতাল বাজার এলাকায় তাণ্ডব চালিয়ে গ্রামে ঢুকে পড়ে। ভোর বেলায় হাতিটি দলসিংপাড়া চার্চ লাইন এলাকায় ঢুকে পড়ে। চার্চ লাইনের স্থানীয় বাসিন্দা সঙ্গীতা লোহারের ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়। এবং ঘরে মজুদ থাকা রেশনের চাল, আটা সব সাবাড় করে দাঁতাল।

এরপর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় হাতিটি।

এখানেই শেষ নয়। এরপর বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় দাঁতাল। এলাকার একটি দোকান থেকে কয়েক কেজি লবন খেয়ে নেয় বলেও জানা গিয়েছে। এরপর একবস্তা আলু নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।

ডুয়ার্সের জঙ্গল মহলে লাগাতার হাতির হামলা অব্যাহত। মাদারিহাটে গত সাত দিন ধরে হাতির একটি পাল তান্ডব চালিয়ে যাচ্ছে। মাদারিহাটে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে গত রবিবার।

অপরদিকে হাতিপোতা রেঞ্জে চুনিয়া বিটে একটি বছর দশেকের হাতির অস্বাভাবিক মৃত্যুর কারন নিয়ে সংবাদ মাধ্যেমে এখনও কোন বিবৃতি দেয়নি বনদপ্তর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.