আলিপুরদুয়ার, 24 এপ্রিল: মদের আসরে গোলমালের জেরে মৃত্যু হয় এক যুবকের । যুবকের নাম গোপাল মুন্ডা । ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের জাহাদিপাড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ । পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় গোপাল এলাকারই এক যুবক বিল্টুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । বিল্টু তাকে বেধড়ক মারধর করে । অভিযুক্ত বিল্টু রায়কে আজ গ্রেপ্তার করেছে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।
মৃত যুবকের বাবা তিরু মুন্ডা বলেন, "আমার ছেলে মদ খেতে গিয়েছিল । সেখানেই এলাকার এক যুবকের সঙ্গে তার ঝামেলা হয় । গোপালকে মদ খাইয়ে বেধড়ক মারে ওই যুবক । " গত শুক্রবার রাতে ওই যুবককে মারধর করা হয় । জখম অবস্থায় বাড়িতেই ছিল গোপাল । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে সোমবার রাতেই তার মৃত্যু হয় । গোপালের মামা কিষাণ মুন্ডা বলেন, "গোপালের সার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । মারের চোটে তার পিঠ ফেটে গিয়েছিল । আমরা পুলিশকে সব দেখিয়েছি । ঘটনার তদন্ত চাই । "
গতরাতে মাদারিহাট থানায় এলাকার এক যুবক বিল্টু রায়ের নামে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেন গোপালের বাবা । আজ বিল্টুকে গ্রেপ্তার করে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।