ETV Bharat / state

মদের আসরে মারধরে মৃত যুবক, ধৃত ১

author img

By

Published : Apr 24, 2019, 10:25 PM IST

মদ্যপ অবস্থায় এক যুবককে বেধড়ক মারধর । জখম যুবককে হাসপাতালে ভরতি করে পরিবার । হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে । সোমবার রাতে ওই যুবক মারা যায় । মারধরের অভিযোগে বিল্টু নামে এলাকার এক যুবককে আজ গ্রেপ্তার করে মাদারিহাট থানার পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয় ।

ছবিটি প্রতীকী

আলিপুরদুয়ার, 24 এপ্রিল: মদের আসরে গোলমালের জেরে মৃত্যু হয় এক যুবকের । যুবকের নাম গোপাল মুন্ডা । ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের জাহাদিপাড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ । পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় গোপাল এলাকারই এক যুবক বিল্টুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । বিল্টু তাকে বেধড়ক মারধর করে । অভিযুক্ত বিল্টু রায়কে আজ গ্রেপ্তার করেছে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।

মৃত যুবকের বাবা তিরু মুন্ডা বলেন, "আমার ছেলে মদ খেতে গিয়েছিল । সেখানেই এলাকার এক যুবকের সঙ্গে তার ঝামেলা হয় । গোপালকে মদ খাইয়ে বেধড়ক মারে ওই যুবক । " গত শুক্রবার রাতে ওই যুবককে মারধর করা হয় । জখম অবস্থায় বাড়িতেই ছিল গোপাল । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে সোমবার রাতেই তার মৃত্যু হয় । গোপালের মামা কিষাণ মুন্ডা বলেন, "গোপালের সার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । মারের চোটে তার পিঠ ফেটে গিয়েছিল । আমরা পুলিশকে সব দেখিয়েছি । ঘটনার তদন্ত চাই । "

গতরাতে মাদারিহাট থানায় এলাকার এক যুবক বিল্টু রায়ের নামে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেন গোপালের বাবা । আজ বিল্টুকে গ্রেপ্তার করে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।

আলিপুরদুয়ার, 24 এপ্রিল: মদের আসরে গোলমালের জেরে মৃত্যু হয় এক যুবকের । যুবকের নাম গোপাল মুন্ডা । ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের জাহাদিপাড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ । পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় গোপাল এলাকারই এক যুবক বিল্টুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । বিল্টু তাকে বেধড়ক মারধর করে । অভিযুক্ত বিল্টু রায়কে আজ গ্রেপ্তার করেছে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।

মৃত যুবকের বাবা তিরু মুন্ডা বলেন, "আমার ছেলে মদ খেতে গিয়েছিল । সেখানেই এলাকার এক যুবকের সঙ্গে তার ঝামেলা হয় । গোপালকে মদ খাইয়ে বেধড়ক মারে ওই যুবক । " গত শুক্রবার রাতে ওই যুবককে মারধর করা হয় । জখম অবস্থায় বাড়িতেই ছিল গোপাল । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে সোমবার রাতেই তার মৃত্যু হয় । গোপালের মামা কিষাণ মুন্ডা বলেন, "গোপালের সার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । মারের চোটে তার পিঠ ফেটে গিয়েছিল । আমরা পুলিশকে সব দেখিয়েছি । ঘটনার তদন্ত চাই । "

গতরাতে মাদারিহাট থানায় এলাকার এক যুবক বিল্টু রায়ের নামে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেন গোপালের বাবা । আজ বিল্টুকে গ্রেপ্তার করে পুলিশ । আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ।

রাতারাতি সুস্থ শান্তনু, চিকিৎসককে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক ঠাকুরনগরঃ রাতারাতি সুস্থ হয়ে গেলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সোমবার বনগাঁয় যোগী অাদিত্যনাথের সভায় গড়হাজির থাকার সাফাই দিতে গিয়ে তিনি চিকিৎসকের সার্টিফিকেটও দেখােলন। শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁ রেল স্টেডিয়াম মাঠে গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল। সেই সভায় শান্তনু অনুপস্থিত ছিলেন। তারপর শান্তনুকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁর দল বিজেপিকেই। বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের পক্ষ থেকে বলা , টাকা পয়সার ভাগ বাঁটোয়ারা নিয়ে গোলমাল। তাই, শান্তনু যোগীর সভায় যাননি। আর্থিক দুর্নীতি নিয়ে শান্তনুর বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। পোস্টার পড়েছিল ঠাকুরনগরে। মঙ্গলবার সকালে নিজের বাড়িতে পাশে চিকিৎসক বসিয়ে সাংবাদিক বৈঠক করে শান্তনু বলেন, 'আমি অসুস্থ ছিলাম। তাই যোগীর সভায় উপস্থিত হতে পারিনি। তাঁর জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অন্য কোনও কারণ নেই। বিরোধীরা বিরোধিতা করার জন্য যা খুশি বলতে পারে। কিন্তু ভোটের ময়দানে আমি মাঠ ছাড়তে রাজি নই।' আজ 'সুস্থ' হয়েই তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রীকে আক্রমণ করে শান্তনু বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিক এখন আস্তাবলের বুড়ো ঘোড়া। অচল ছোট এক টাকার কয়েন। কেউ নিতে চায় না।' 'ভীষণ অসুস্থ' শান্তনু রাতারাতি সুস্থ হয়ে ভোটপ্রচারে গেলেও দলের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছে, তা মেটাতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। যোগীর সভায় থাকার জন্য বিজেপির কয়েকজন রাজ্য ও কেন্দ্রীয় নেতা ফোন করেছিলেন। শান্তনু তাঁদের ফোন ধরেননি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপির বারাসত সাংগঠিনক জেলার সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় নিজে ঠাকুরনগরে তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবু যোগীর সভামঞ্চে শান্তনু যাননি। গতকাল নাগাড়ে 'অসুস্থ' অসুস্থ বলে দাবি করা শান্তনু আজ সাংবাদিক বৈঠক করলেন। পরে বের হন ভোটপ্রচারেও। যোগীকে অসম্মান করা শান্তনুর পাশে দল কতটা দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.