ETV Bharat / state

রেলে চাকরি দেওয়ার নামে 60 লক্ষ টাকার জালিয়াতি ! পুলিশের জালে আন্তঃরাজ্য চক্র - ASANSOL DURGAPUR POLICE

রেলে চাকরি দেওয়ার নাম করে 60 লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ ৷ আন্তঃরাজ্য চক্রের হদিশ পেল আসানসোল পুলিশ ৷

ETV BHARAT
রেলে চাকরি দেওয়ার নামে 60 লক্ষ টাকার জালিয়াতি ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 12:38 PM IST

আসানসোল, 3 ডিসেম্বর: রেলে চাকরি দেওয়ার নামে বিরাট জালিয়াতি । রীতিমতো পরীক্ষা দিইয়ে, মেডিক্যাল করিয়ে ভুয়ো জয়েনিং দিয়ে দেওয়া হয়েছে । বিনিময়ে নেওয়া হয় 60 লক্ষ টাকা । এমনই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশ পেল পুলিশ । প্রথমে মাস্টারমাইন্ড হরিন্দর সিং নামে এক প্রতারককে গ্রেফতার করা হয় । তাঁকে হেফাজতে নিয়ে এই ঘটনায় জড়িত এক অটোচালককেও গ্রেফতার করে পুলিশ । তাঁর নাম অবধেশ যাদব । উদ্ধার হয়েছে নগদ প্রায় 10 লক্ষ টাকা ও প্রচুর গয়না । উদ্ধার হয়েছে রেলের পরীক্ষার ভুয়ো সব নথি, এমনকি পরিচয় পত্রও ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গোটা ঘটনায় আরও কারা জড়িত আছে তার তদন্ত চালাচ্ছে । জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা জনৈক লক্ষ্মণ ঘোষাল আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছিলেন । রেলে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে 60 লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে । এই ঘটনার তদন্তে নেমে আসানসোলের সৃষ্টিনগর থেকে শনিবার রাতে ঘটনায় মূল অভিযুক্ত হরিন্দর সিংকে গ্রেফতার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । তাঁর বাড়ি বিহারের আড়া জেলায় । সৃষ্টিনগরে ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন তিনি । ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্র নিয়ে অনেক কিছুই জানতে পারে পুলিশ ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সৃষ্টিনগরে পুনরায় হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে এই চক্রে যুক্ত এক অটোচালককে । ধৃতর নাম অবধেশ যাদব । সৃষ্টিনগরের ওই ফ্ল্যাট থেকে নথি ও জিনিসপত্র নিয়ে পালানোর সময় পুলিশের মুখোমুখি পড়ে যায় অবধেশ । এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে । ধৃতের বাড়ি আসানসোল দক্ষিণ থানার দুর্গামন্দির এলাকায় ।

ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস আরও জানান, সৃষ্টিনগরে দুটি ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর পরিমাণে রেলে চাকরির ভুয়ো নথি পাওয়া যায় । যার মধ্যে রয়েছে নিয়োগ পত্র, ওএমআর শিট, রেলে চাকরির নিয়ম সংক্রান্ত একাধিক বই, মেডিক্যাল পরীক্ষা সার্টিফিকেট । এছাড়াও পাওয়া গিয়েছে নগদ 100 লক্ষ 74 হাজার টাকা ও 10 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না । দুটি ফ্ল্যাটকে সিল করে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত এখনও চলছে । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ ।

আসানসোল, 3 ডিসেম্বর: রেলে চাকরি দেওয়ার নামে বিরাট জালিয়াতি । রীতিমতো পরীক্ষা দিইয়ে, মেডিক্যাল করিয়ে ভুয়ো জয়েনিং দিয়ে দেওয়া হয়েছে । বিনিময়ে নেওয়া হয় 60 লক্ষ টাকা । এমনই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশ পেল পুলিশ । প্রথমে মাস্টারমাইন্ড হরিন্দর সিং নামে এক প্রতারককে গ্রেফতার করা হয় । তাঁকে হেফাজতে নিয়ে এই ঘটনায় জড়িত এক অটোচালককেও গ্রেফতার করে পুলিশ । তাঁর নাম অবধেশ যাদব । উদ্ধার হয়েছে নগদ প্রায় 10 লক্ষ টাকা ও প্রচুর গয়না । উদ্ধার হয়েছে রেলের পরীক্ষার ভুয়ো সব নথি, এমনকি পরিচয় পত্রও ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গোটা ঘটনায় আরও কারা জড়িত আছে তার তদন্ত চালাচ্ছে । জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা জনৈক লক্ষ্মণ ঘোষাল আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছিলেন । রেলে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে 60 লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে । এই ঘটনার তদন্তে নেমে আসানসোলের সৃষ্টিনগর থেকে শনিবার রাতে ঘটনায় মূল অভিযুক্ত হরিন্দর সিংকে গ্রেফতার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । তাঁর বাড়ি বিহারের আড়া জেলায় । সৃষ্টিনগরে ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন তিনি । ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্র নিয়ে অনেক কিছুই জানতে পারে পুলিশ ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সৃষ্টিনগরে পুনরায় হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে এই চক্রে যুক্ত এক অটোচালককে । ধৃতর নাম অবধেশ যাদব । সৃষ্টিনগরের ওই ফ্ল্যাট থেকে নথি ও জিনিসপত্র নিয়ে পালানোর সময় পুলিশের মুখোমুখি পড়ে যায় অবধেশ । এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে । ধৃতের বাড়ি আসানসোল দক্ষিণ থানার দুর্গামন্দির এলাকায় ।

ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস আরও জানান, সৃষ্টিনগরে দুটি ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর পরিমাণে রেলে চাকরির ভুয়ো নথি পাওয়া যায় । যার মধ্যে রয়েছে নিয়োগ পত্র, ওএমআর শিট, রেলে চাকরির নিয়ম সংক্রান্ত একাধিক বই, মেডিক্যাল পরীক্ষা সার্টিফিকেট । এছাড়াও পাওয়া গিয়েছে নগদ 100 লক্ষ 74 হাজার টাকা ও 10 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না । দুটি ফ্ল্যাটকে সিল করে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত এখনও চলছে । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.