কলকাতা, 3 ডিসেম্বর: বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের 'অন্যতম সমর্থক' আইনজীবী রমেন রায়ের উপর হামলা হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন কলকাতায় ইস্কনের মুখপাত্র রাধারমন দাস ৷
পোস্টে তিনি লেখেন, "আইনজীবী রমেন রায়ের দ্রুত আরোগ্য কামনা করুন ৷ ওনার একটাই ভুল ছিল, তিনি চিন্ময় প্রভুকে বাঁচানোর চেষ্টা করেছিলেন ৷ একদল ইসলামপন্থী মানুষ তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে । হামলায় গুরুতর আহত হয়ে আইসিইউ-তে ভর্তি আছেন রমেন রায় ৷"
He was attacked on 25th November 2024 in Dhaka during a rally. Since then he is in ICU. He is one of the supporters Lawyer of Chinmoy Krishna Das
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 3, 2024
এদিন ইস্কনের মুখপাত্র তাঁর পোস্টে লেখেন, "2024 সালের 25 নভেম্বর ঢাকায় এক সমাবেশে তাঁর ওপর হামলা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে আছেন। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের অন্যতম সমর্থক আইনজীবী ৷"
যদিও পোস্টটির সত্যতা যাচাই করা হয়নি । তবে শুধু সোশাল মিডিয়ায় পোস্ট নয়, একটি বাংলা সংবাদ মাধ্যমকেও একই কথা জানান রাধারমন দাস ৷ তিনি বলেন, "আইনজীবী রমেন রায়ের উপর এই নৃশংস হামলা করা হয়েছে তিনি চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়ছেন বলে ৷ এই ঘটনা প্রমাণ করে দেয়, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রশ্নে যারা লড়াই করবেন বা করছেন, তাদের উপর এই ভাবে হামলা করা হবে ৷"
গত 25 নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্মিলত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ ৷ চট্টগ্রামের একটি আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ তবে 3 ডিসেম্বর বাংলাদেশের একটি আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন শুনবে বলে জানান চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মফিজুর রহমান ৷
এদিকে, তাঁর গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয় । গত 27 নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যুও হয় । পাশাপাশি, চিন্ময় দাসকে গ্রেফতারি ও তাঁর জামিনের আবেদন খারিজের প্রতিবাদে চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে ৷ এমনকী চিন্ময়কৃষ্ণ দাস-সহ 17 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ৷