আলিপুরদুয়ার, 17 অক্টোবর : দুর্গাপুজোয় বাড়তে পারে কোরোনা সংক্রমণ । আশঙ্কা প্রকাশ করলেন উত্তরবঙ্গ কোরোনা নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত রায় । বলেন, এইবার পুজোয় কমিটিগুলিকে অনেক বিধি নিষেধ মেনে চলতে হবে । বাজারেও শুরু হবে কোরোনা পরীক্ষা ।
বাজারে কোরোনা সংক্রমণ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রচুর মানুষ । এই আশঙ্কা সুশান্তবাবুর । তাঁরা অজান্তেই সমাজে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন । সবকিছু জেনে বুঝেও অনেকেই কোরোনা পরীক্ষা করছেন না । তাই এবার থেকে বাজারেই কোরোনা পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি ।
সুশান্তবাবু বলেন, "সমীক্ষায় দেখা যায়, শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছেন । তাঁদের আমরা বলছি সুপার স্প্রেডার । এঁরা সমাজের পক্ষে ভয়ঙ্কর । মানুষ যদি অসচেতন হয় তবে কিছু করার নেই । মানুষকে সচেতন হতে হবে ।" না হলে এমন একটা সময় আসবে, যখন হাসপাতালে বেড দেওয়া যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি ।
দুর্গাপুজোয় বেশ কয়েকদিন ধরেই উৎসব চলে । পুজোর পর এই সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে । সুশান্ত বাবু বলেন, আগামী বছর বেঁচে থাকলে উৎসব পালন করবেন ।
জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনাকে পুজোর বিসর্জন এবং অঞ্জলি সব সীমিত করার নির্দেশ দেন সুশান্ত । জানান, পুজোয় মানুষকে আকর্ষণ করার জন্য আলোর বড় গেট লাগাতে দেওয়া যাবে না । বলেন, পৌরসভা এলাকার মানুষের থেকে চা বলয়ের মানুষ অনেক সচেতন । তাই তাদের ওখানে কোরোনার প্রভাব অনেক কম ।